নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াহিদ সাইম www.facebook.com/wahidsaaim1

ওয়াহিদ সাইম

আভ্যন্তরীণ আদিম পশুত্বের নিয়ন্ত্রনে সদা সচেষ্ট মানুষ আমিও আর সবার মত।

ওয়াহিদ সাইম › বিস্তারিত পোস্টঃ

****

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩২

মানুষের মনুষ্যত্ব, এর উৎকর্ষতা পরিমাপ করা যায় বিশ্বের সবচেয়ে বেশী নিপিড়িত-নির্যাতিত-বঞ্চিত মায়ানমারের সংখ্যালঘু রোহীংগা জন গোষ্ঠীদের প্রতি সহানুভতি-অসহানুভতি দেখে, পার্বত্য চট্টগ্রাম-সিলেট-ময়মনশিংহের পিছিয়ে পড়া হতদরিদ্র পাহাড়ীদের সমস্যা-বঞ্চনা হৃদয় দিয়ে বুঝার চেস্টা বা চেষ্টা না করার মধ্যদিয়ে, মনুষ্যত্ব বুঝা যায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান জন গোস্ঠীর প্রতি আচরন, তাদের অধিকারের প্রতি আন্তরিকতা, শ্রদ্ধা-অশ্রদ্ধার পরিমান দেখে কিংবা ভারতের সংখ্যালঘু মুসলিম-বৌদ্ধ-খ্রীস্টানদের অধিকারের প্রতি শ্রদ্ধা-অশ্রদ্ধা দেখে। সংখ্যালঘুরা দুনিয়াজুড়ে নির্যাতিত-বন্চিত-অত্যাচারিত।সংখ্যালঘু শুধু ধর্মীয় বিচারে নয়, ভাষা-বর্ন-সম্প্রদায়-জাতিগত সহ অনেক ক্ষেত্রে হতে পারে। দূর্বলের উপর সবলের অত্যাচার দুনিয়া জুড়ে। যখন মনুষ্যত্ব লোপ পায় পশুত্ব জাগ্রত হয় তখনই রক্তাক্ত হয় মাটি, লোনা অশ্রুজলে অনুর্বর হয় ভূমি।

০৯/১১/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.