নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াহিদ সাইম www.facebook.com/wahidsaaim1

ওয়াহিদ সাইম

আভ্যন্তরীণ আদিম পশুত্বের নিয়ন্ত্রনে সদা সচেষ্ট মানুষ আমিও আর সবার মত।

ওয়াহিদ সাইম › বিস্তারিত পোস্টঃ

নবীজির দেশে

১২ ই জুন, ২০১৮ রাত ১১:১৪

তোমার আজন্ম বিশ্বাসের ভিত কি এতটুকু নড়েনি
ঐ আপাদমস্তক জুব্বাধারীদের তুমি কি
বেহেস্তের দিশারী ভাবো এখনো!
দিনের পর দিন মাসের পর মাস, রাত নেই দিন নেই
জানোয়ার গুলোর যৌনলিপ্সায় ক্ষত-বিক্ষত
তোমার শরীর।
জাহান্নামের আগুনে জলে ছাই হয়ে
প্রতিরাত নিজের মৃত্যু চাইলেও তুমি মরো না
আবার জন্মাও; পুনরাবৃত্তির জন্য।
নবীজির দেশে।

জুন ০৬, ২০১৮

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:২৬

সনেট কবি বলেছেন: নবির দেশের লোক হলেই সব অনাচার মেনে নিতে হবে ঘটনা এমন নয়। বরং তাদের অপকর্মে লোকেরা তাদেরকে ঘৃণা করে তাদের মাঝে এ বোধ জাগিয়ে তুলতে হবে।

২| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:৩৭

অক্পটে বলেছেন: বাংলাদেশে কোন নবী আসেনি কেন? কারণ দরকার পড়েনি।
আরবে নবী এসেছেন কেন? কারণ তাদের জাতির মধ্যে নবীর দরকার ছিল। এখনকার চেয়ে আরো জানোয়ার ছিল তারা আগে। আর জুব্বা তাদের ট্রেডিশনাল পোষাক, পোষাক ধর্মের কোন মানদন্ড নয়।

৩| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:৪৫

সৈয়দ ইসলাম বলেছেন: ভাই ওয়াহিদ,

অতি দ্রুত এই বিষয়ে বিস্তারিত তুলে ধরছি ইনশাআল্লাহ, আশাকরি সত্য তুলে ধরতে পারবো।

৪| ১৩ ই জুন, ২০১৮ রাত ১:১৭

রাজীব নুর বলেছেন: দুষ্টলোক সব দেশেই আছে।
এর সাথে ধর্ম মিলালে হবে না।

৫| ১৩ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৫

কবীর হুমায়ূন বলেছেন: 'নবীজির দেশে'- এ চরণটি কবিতায় না দিয়ে অন্যভাবে লিখলে ভালো হতো। নবী হযরত মোহাম্মদ (সঃ) - রহমাতাল্লিল আলামিন। সারা দুনিয়ার জন্য তাঁকে পাঠানো হয়েছে। পৃথিবীর অনেকেই নবীর আগমনের পরও সভ্য বা সৎ হয়নি; তাই বলে তা নবীজির অপূর্ণতা নয়।

নবীজির আগমনের আগেও আরবের কতিপয় লোক দুষ্টু প্রকৃতির ছিলো, এখনো আছে। এ অপকর্ম দুষ্টুদের কর্ম। তাদের কর্মফল অবশ্যই তারা ভোগ করবে। মানুষ হিসেবে ঐ সকল দুষ্টুরা এখনো পরিশুদ্ধ হয়নি। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.