নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

অচ্ছ্যুৎ

২৭ শে মে, ২০১৫ দুপুর ২:৫৭

আমায় তোমার হাত ধরতে দিও, একটু দিও চুলের ডগা ছুঁতে,
দুষ্টুমিতে আঙুল ডগায় খানিক, অভিমানের মেঘ ভাঙ্গাতে দিও।
আমায় তুমি নাকের নোলক করো, কাঁপতে দিও নিঃশ্বাসে নিঃশ্বাসে
একজীবনের বিশ্বাসে, আশ্বাসে, আমায় অমন সঙ্গী করেই রেখ।
আমায় তোমার ছায়ার ভেতর রেখ, আমায় রেখ অন্ধকারেও ঘোর
রোদের ভেতর তোমার শরীর ছুঁয়ে, বর্ষা জলের প্রার্থনাতেও ডেক।
আমায় ডেক প্রণয় গভীর রাতে, আমায় ডেক তেষ্টা শরীর নিয়ে
বিরুদ্ধতার ভীষণ বিরোধ ভেঙে, আমায় পিও সবটুকু নিঃশেষে।
আমায় তোমার আঁচল জুড়ে রেখ, গন্ধে মেখ আমার বুকের ঘ্রাণ
ক্লান্ত দিনের ঋণের হিসেব শেষে, আমায় দিও তোমার সকল গান।
আমায় তোমার পথের ধুলোও ভেবো, যে তোমাকে অমন করে ছুলো
আমার ছোঁয়া মুছবে বলে সেদিন, ভীষণ স্নানে সবটা আমায় ভুলো।
-
অচ্ছ্যুৎ/ সাদাত
২৩.০৫.২০১৫

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৪

জেন রসি বলেছেন: কবিতা ভালো হয়েছে। :)

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২

পাপেল মাহমুদ বলেছেন: অসাধারন এর কোন উপমা হয় না।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.