নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

তোমার একটু অনুভূতি পেলে

২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

তোমার একটু অনুভূতি পেলে
যেন তোমার কাছেই বসত করি
ভালোবাসার আলো জ্বালাই
প্রণয় সুরে বাঁশি বাজাই
তোমার রুপযমুনার কূলে।

তোমায় যখন অনেক খুঁজি
ভালোবাসার স্পর্শ বুঝি
আপন আলোয় তোমায় রোজি
সেটাই আমার বড় পুঁজি।

তোমায় পাবো হটাৎ করে
স্বপ্নও আমার হোঁচট মারে
উদাস হয়ে চোখের পড়ে
তোমার চোখের দৃষ্টি ঝরে

দু হাত চলে যায় সার্টের তরে
বুকের কাছে চাপটে ধরে
এগিয়ে চলো পেছন ফিরে
শয্যায় যাইযে পড়ে ধরফরে

আমি হাতের মুঠোয় তোমার; তুমি উপরে
তোমার এমন মাদকতার ভীরে
উল্টে এপিঠ ঘুরে আমি উপরে
খুঁজতে থাকি সুরুপতা তোমার তীরে
বিরাণ ভূমি চাষ করি ঘুরে ঘুরে

অবশেষে............................
তার ক্লান্তির আনন্দ, বুকের জমি তার উর্বরে
ওমা ! একি লজ্জা, মুখে তার হাঁসি ঝরে।
আবার বাসিবোভালো- তোমার রুপে হোঁচট খেলে
আবার আসিবো কাছে -তোমার একটু অনুভূতি পেলে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: শেষ পংক্তিটুকু ভাল লেগেছে বেশী


পোষ্টে ++





আসেন আড্ডাই

২| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.