নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান

স্বপ্ন ও ভালোবাসা

আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।

স্বপ্ন ও ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

তারে খুঁজি ফিরে ফিরে

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

একটা দিন যে কাটেনা তর
কখনও আমার একটু সারা না পেলে-
তার নিঃশ্বাস যে ছোট হয়ে আসে ধীরে,
আমার প্রতি তার উন্মাদনা-টান পেছনে ফেলে-
জানিনা চলে গেলো সে পৃথিবীর কোন তীরে,
আমি যে তারে খুঁজি ফিরে ফিরে।

আমায় ছাড়া যে তার মেলেনা হিসাব
তার মেলেনা বেঁচে থাকার কোন ক্ষণ
সব কিছু তুচ্ছ করে সে আমায় ঘিরে
গড়তে চায় যে তার আপন ভুবন।
আমি যে পারিনা আর, ফিরে তাকাবার
তবু তার আমায় পাবার নিরন্তর আবদার-
কোন জীবনে কি পাবনা তোমায় একবার?
যে ছোঁয়ায় ভরেছ আমায়, বুঝিনা কিছু যে আর-
পাগল হয়েছি তাই তোমার নিরন্তর ভালোবাসার।

কিন্তু আমার যে হিসেবের খাতা শেষ
স্বপ্ন সারথি ছন্দময়ে দিন যাচ্ছে চলে বেশ
যতো সুন্দরতর মায়াবী মুখ আর রেশমি কালো কেশ
ফিরবেনা তবু একটু খানি আমার মনোনিবেশ
তবু সে হাল না ছেড়ে আমায় রেখেছে ঘিরে
বুঝিনা হটাৎ সেই গেলো যে কোথায় হেরে
আমি তো কঠিন ! মন তবু কেন তারে খুঁজে ফিরে ফিরে।

যদি বুঝে থাকো তবে করেছো অনেক ভালো
আরও দূরে সরে যাও, নিভিয়ে দাও প্রেমের আলো
খণ্ডিত করে কারো ভালোবাসা কখনও হৃদয়ে হয়না মহিয়ান
যদি কেউ করে তাহলে হবে এটা, তার নিস্ফল পিছুটান।
কবিতাটা লিখতে লিখতে এসেছি যখন এমন সময় তরে
তার একটা ম্যাসেজ এসেছে মোবাইল নম্বরটা ধরে
বেড়াতে গিয়ে হটাৎ করে রেখে গেছে মোবাইলটা ফেলে
জানিনা তার এমন ব্যাখ্যাতে সত্যিটা কি মেলে?
যা খুশি হোক,আমি তো ভাই-নেই তার হৃদয়ের নীড়ে
শুধু নিজের চাহিদা মিটাতে, তারে খুঁজেছি ফিরে ফিরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বিকালে ভাল লাগলো কবিতাটি পড়ে -------

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯

এমএম মিন্টু বলেছেন: ভাল লাগা ++++++++

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৯

ওয়্যারউলফ বলেছেন: ভাল লিখেছেন।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

তুষার কাব্য বলেছেন: ভাল লাগা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.