নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোবা কাব্য।কৃষ্ণপক্ষের অতৃপ্ত কায়া।কলঙ্কতিলক আঁকা বিতর্কিত।

সালমান মালিক

জীবনের বড্ড চাহিদা, সকাল দুপুর অথবা ক্লান্ত বিকেল সেই চাহিদার অন্বেষণে।নিস্তব্ধতাটা নিজস্ব।গভীর রাত, ঘুমন্ত শহরের এক অকৃত্রিম চাদের কোয়েক ফোটা জোছনা আর নিশাহত আমি হেটে বেড়াতে থাকি রহস্যময়তার বাসস্টপ থেকে বাসস্টপে।সে উদাসীনতায় কেটে গেছে বহু সন্ধিকাল। জীবন্ত এই দেহে মৃত্যুর আনাগোনা, রক্তিম হৃদয়ে অন্ধকার। বিস্রস্ত রোমকূপে শুষে নেই ভালবাসার উষ্ণতা।রক্তের আবেগে পাই ভালবাসার আস্বাদ।দর্শকহীন রূপসীর মতো মধ্যরাতে উজ্জ্বল আলোকে রূপকথার মৃতনগরীর মতো সার সার বাড়ির মিছিল,গলি,ম্যানশন,কালভার্ট ছেড়ে গেছি।উঁচু উঁচু দালানের অস্থিময় বিশালতা হাড়ের ভিতর শুষে নিয়েছি।বিজ্ঞাপনের নগ্ন নায়িকার উচ্ছল যৌবন নিংড়ে হেটে গেছি মাইল মাইল।এগিয়ে যাচ্ছি অনিদির্ষ্ট কালের অপেক্ষায়। যার নাম মৃত্যু, পুনরুত্থান,The Hour of Judgment...

সালমান মালিক › বিস্তারিত পোস্টঃ

বেরসিক ধরণী

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭

আমি তাকিয়ে আছি মেঘ পানে
বৃষ্টির প্রতিক্ষায়
আমি তাকিয়ে আছি গোধুলির কোলে সূর্য হারাবে যেথায়
আমি চাই আরেকটি পূর্ণিমা
বেগবান বোরকা চাপা অন্ধকার
আলোকে ঢাকাবার প্রত্যাশায়
আমি চাই আরেকটি নতুন ভোর
অসমাপ্ত শিরোনামে
আমি চাই আরেকটি নতুন সূর্যদয় নতুনত্বর টানে
তবে এ বেরসিক ধরণী আমা চাওয়া পাওয়া চুর্ণ করে
চলবে তার নিজ গতিতে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর সাবলীল একটি কবিতা পড়ে মুগ্ধ হলাম। কবিতে অনেক ধন্যবাদ।।।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:১৯

সালমান মালিক বলেছেন: ধন্যবাদ দাদা!!

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

আমিই মিসির আলী বলেছেন: চমৎকার কবিতা।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

বিজন রয় বলেছেন: সুন্দর।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:২০

সালমান মালিক বলেছেন: ধন্যবাদ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.