নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোবা কাব্য।কৃষ্ণপক্ষের অতৃপ্ত কায়া।কলঙ্কতিলক আঁকা বিতর্কিত।

সালমান মালিক

জীবনের বড্ড চাহিদা, সকাল দুপুর অথবা ক্লান্ত বিকেল সেই চাহিদার অন্বেষণে।নিস্তব্ধতাটা নিজস্ব।গভীর রাত, ঘুমন্ত শহরের এক অকৃত্রিম চাদের কোয়েক ফোটা জোছনা আর নিশাহত আমি হেটে বেড়াতে থাকি রহস্যময়তার বাসস্টপ থেকে বাসস্টপে।সে উদাসীনতায় কেটে গেছে বহু সন্ধিকাল। জীবন্ত এই দেহে মৃত্যুর আনাগোনা, রক্তিম হৃদয়ে অন্ধকার। বিস্রস্ত রোমকূপে শুষে নেই ভালবাসার উষ্ণতা।রক্তের আবেগে পাই ভালবাসার আস্বাদ।দর্শকহীন রূপসীর মতো মধ্যরাতে উজ্জ্বল আলোকে রূপকথার মৃতনগরীর মতো সার সার বাড়ির মিছিল,গলি,ম্যানশন,কালভার্ট ছেড়ে গেছি।উঁচু উঁচু দালানের অস্থিময় বিশালতা হাড়ের ভিতর শুষে নিয়েছি।বিজ্ঞাপনের নগ্ন নায়িকার উচ্ছল যৌবন নিংড়ে হেটে গেছি মাইল মাইল।এগিয়ে যাচ্ছি অনিদির্ষ্ট কালের অপেক্ষায়। যার নাম মৃত্যু, পুনরুত্থান,The Hour of Judgment...

সালমান মালিক › বিস্তারিত পোস্টঃ

মাতৃভূমি,তোমার জন্য পত্র

২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১৮

প্রিয় মাতৃভূমি,
ভালই আছো
নভেম্বরের শেষপ্রহরের উষ্ণ শীত
উত্তাপহীন ঝিলমিলে সূর্য
আলোর ফোয়ারায় উদ্ভাসিত চাঁদ,তারকা
নবান্নর উৎসব চলছে
হাসছে কৃষাণ-কৃষাণী
হাসছে তাদের গোলা
পথের ধারে ছোট্ট দোকানে
পিঠেপুলির উৎসব চলছে
সন্ধ্যার আকাশে জমাট বাধা কুয়াশা জমছে।
আলোর রাজপথে ছুটছে বিরতিহীন
ফুটপাতে নাগরীক বিরামবিহীন।
ছন্দের কোনো পতন নেই
চলছে তা বিরামহীন।
ডিজিটালের ছোয়ায় আমার এ বাংলাদেশ।
বীরত্বে আজ ভাটা নেই
প্রেম ভালবাসায় কসুর নেই
মায়ের মমতার কমতি নেই
বদলে গেছি আমরা
বদলেছে মনুষ্যত্ব।

একাত্তরের বীরেরা আজ হারিয়ে
খুঁজেছিলে আশ্রয় কাটাতারের ওপারে
ভেবে দেখ হে বাংলা!!
সিমান্ত যদি সেদিন রুদ্ধ হতো তবে.......
মালাউন চিৎকার উঠতো না
কফিন মিছিল হতো না
শাহবাগ মুখরিত হতো না শ্লোগানে শ্লোগানে
"রাজাকারের ফাসি চাই"
মুক্তোচিন্তার নামে শাম্মি,আজাদ উদ্ধত হতো না
তসলিমার চটি রচিত হতো না
ইত্তিলা হতো না তার আহবায়ক।
চাপাটির আগ্রাসনে প্রাণ হারাত না
নিলয়,অভিজিৎ এর মতো প্রাণ
রচিত হতো অন্য ইতিহাস।
৭১এর পর বিশ্বমানচিত্রের বাংলা হারিয়ে যেতো
দাফন হতো শোষণের সমাধিতে।

বাংলা ভুলে যেয়ো না
সেদিন তুমিও আশ্রিত হয়েছিলে
যেই আশ্রয়ে ও সাহায্যে পেয়েছিলে
স্বাধিনতার মধুর স্বাদ
আজ আশ্রয় চাচ্ছে
তোমাদের প্রতিবেশী মুসলিম
নাফের বুক চিরে আসছে
চোখেমুখে মৃত্যুর আতংক
বুকভরা প্রত্যাশায় ওপারে মিলবে মুক্তি।
মুসলিম তুমি দেখছো না
"জীব হত্যা পাপ"যাদের ধর্ম
মুসলিম হত্যা তাদের কাছে কতোটা প্রিয়
কিভাবে ফিরিয়ে দেও তাদের আবারো
আরকানের বধ্যভূমিতে

হায়,কোথায় সেই সূচি কোথায় আমাদের দেশ নেত্রী
শান্তি প্রতিষ্ঠায় নোবেলজয়ী
তারা সম্ভবত ঘুমচ্ছে
হয়ত জেগে উঠে জাতিসংঘ কোনো বিবৃতি দিবে
মানবতা???

বাংলা তুমি কি দেখছো না
আরকানের আকাশে বেদনার্ত রংধনু
কিভাবে রক্তের প্লাবন বইছে
জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে
গলা কেটে হত্যা করা হচ্ছে
দেখছো না সে বীভৎস দৃশ্য
ধর্ষিতাদের রক্তমাখা দেহ,জামাকাপড়
শুনছো না তোমার মা-বোনের চিৎকার
বাচার আশায় গগনবিদারী আর্তনাদ??

তোমরাও ঘুমিয়ে??
তবে শুনে রাখো
কভু মুক্তি মিলবে না তোমাদেরও
আরেকটি একাত্তর রচিত হবে।
যাদের হাতে বিক্রি করেছো দেশ
তারা করবে তোমাদের নিঃশেষ।
তোমাদের রক্তে রঞ্জিত হবে মাতৃভূমির মাটি
কবিতা হাসবে
কবি মেনে নিবে নির্দয় মৃত্যু
মানবতা তখন লিপ্ত শেষ প্রহরের নিদ্রায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.