নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোবা কাব্য।কৃষ্ণপক্ষের অতৃপ্ত কায়া।কলঙ্কতিলক আঁকা বিতর্কিত।

সালমান মালিক

জীবনের বড্ড চাহিদা, সকাল দুপুর অথবা ক্লান্ত বিকেল সেই চাহিদার অন্বেষণে।নিস্তব্ধতাটা নিজস্ব।গভীর রাত, ঘুমন্ত শহরের এক অকৃত্রিম চাদের কোয়েক ফোটা জোছনা আর নিশাহত আমি হেটে বেড়াতে থাকি রহস্যময়তার বাসস্টপ থেকে বাসস্টপে।সে উদাসীনতায় কেটে গেছে বহু সন্ধিকাল। জীবন্ত এই দেহে মৃত্যুর আনাগোনা, রক্তিম হৃদয়ে অন্ধকার। বিস্রস্ত রোমকূপে শুষে নেই ভালবাসার উষ্ণতা।রক্তের আবেগে পাই ভালবাসার আস্বাদ।দর্শকহীন রূপসীর মতো মধ্যরাতে উজ্জ্বল আলোকে রূপকথার মৃতনগরীর মতো সার সার বাড়ির মিছিল,গলি,ম্যানশন,কালভার্ট ছেড়ে গেছি।উঁচু উঁচু দালানের অস্থিময় বিশালতা হাড়ের ভিতর শুষে নিয়েছি।বিজ্ঞাপনের নগ্ন নায়িকার উচ্ছল যৌবন নিংড়ে হেটে গেছি মাইল মাইল।এগিয়ে যাচ্ছি অনিদির্ষ্ট কালের অপেক্ষায়। যার নাম মৃত্যু, পুনরুত্থান,The Hour of Judgment...

সালমান মালিক › বিস্তারিত পোস্টঃ

বিষাদের নদী

২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৯

সে এক বিষাদে মাখা কাব্য
ছেলেটি সমুদ্রের ঢেউ গুনত
একদিন আনমনা অজানায় নদীর ঢেউ গুনা শুরু করে
সে বুঝত নদীর জোয়ারভাটা
নদীর প্রবলতা, দিগন্তব্যাপী পরিসীমা
নদী তার জীবন স্পন্দন, তার বেচে থাকার অনুভূতি

দুজনা রজনী আধারে চিলেকোঠায় দাঁড়িয়ে বলত
চল তারা গুনি
সেদিন আমি অগণিত তারা গুনি
হঠাৎ তাকে জিজ্ঞাসা করিলাম-
কিরে কয়টা তারা গুনেছিস?
সে বলল একটাও না- আমি জানতে চাইলাম কেনো?
অপলক নেত্রে তাকিয়ে তোকে দেখেছি
আমি ভাল করে তাকিয়ে দেখি
নদীর গাল বেয়ে ঝরে পরছে কষ্টের সমুদ্র
আমি প্রশ্ন ছুড়ি, কিরে কাঁদিস কেনো?
সেদিন সে দৌড়ে চলে গেল

ধীরেধীরে দিন বদলে একএকটি রাত্রি আসে
নদীর প্রবলতা কমে যায়, পানিও শুকিয়ে যায়
নদীটি আর আগের মত খরস্রোতা নেই
সে এক নি:সাড় নিশ্চুপ
সে আগের মত খিলখিল করে হাসেনা কথার বাণ ছুড়েনা
মাঝেমধ্যে একলা বসে মুখচেপে কাদে
হঠাৎ একদিন কাদার মর্ম জানান দিয়ে সে সমাধিসৌধে আশ্রয় নেয়
সেদিন আমার চোখের রেটিনা প্রচণ্ড তৃষ্ণার্ত হয়
উত্তর থেকে দক্ষিণ মেরু খুঁজে আমি কোথাও জল পাইনি।

আমি এখন রাত্রিক্লান্তা মুখ চেপে কাদি
উদাস দৃষ্টিতে তাকিয়ে দেখি শূন্য চিলেকোঠা
ধীরপায়ে এগিয়ে যাই সেথায় দাঁড়িয়ে থাকি, কতক্ষণ, নিজেও জানিনা
বুকটা ভরে যায় কষ্টের হীম বাতাসে চোখে মৃত্যুর নীল আতঙ্ক
আমি ছটফট করে আর্তনাদ করি যা মেঘমালায় হারিয়ে যায়
তারকা ঝলসে উঠে.........
কষ্টের তীব্রতায় অন্ধকার আকাশও কালো মেঘে ছেয়ে যায়
আমি সে তিমিরময়ি আধার উপেক্ষা করি
নাগরীর পথপ্রান্তরে ছুটি, হয়ত সে সামনেই দাঁড়িয়ে।

আমি হিমালয়ে ছুটে যাই
হয়ত সেথায় শুকনো তুষারে তার পদচিহ্ন আছে
আমি মরুর বুকে নীলসমুদ্র খুঁজি
আকাশের দিকে তাকিয়ে ক্লান্ত চোখ ভিজাই
আবার কখনো রক্তস্রোতে হাবুডুবু খাই
কাটাবনে দৌড়াতে গিয়ে নিজেকে করি ছিন্নক্ষত
আমি সমুদ্রতটে দাঁড়িয়ে অস্তাচল দেখ
ঘুমহীন রাত পার করে পাহাড়ের কোণে লাল সূর্য দেখি
আমি জানিনা কিসের আশায় এ বেচে থাকা
কিসের আশায় এ অবেলায় দিনপাত
আমি মৃত্যুকামী তবুও মৃত্যুর বিঘত অপেক্ষা

আমি আজও বেচে আছি, বদলে গেছি অনুভূতিহীন হৃদয়ে
রোগ, তাপ, শোক কিছুই আমায় স্পর্শ করেনা
আমার নর্মল হাসিও আজ-কাল বিরল
আমি নিজেও জানিনা কি জন্য এ বেচে থাকা
হয়ত তা মৃত্যুর প্রয়োজনে.........

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২১

আরাফআহনাফ বলেছেন: "কষ্টের তীব্রতায় অন্ধকার আকাশও কালো মেঘে ছেয়ে যায়
আমি সে তিমিরময়ি আধার উপেক্ষা করি
নাগরীর পথপ্রান্তরে ছুটি, হয়ত সে সামনেই দাঁড়িয়ে।"

"ঘুমহীন রাত পার করে পাহাড়ের কোণে লাল সূর্য দেখি
আমি জানিনা কিসের আশায় এ বেচে থাকা
কিসের আশায় এ অবেলায় দিনপাত
আমি মৃত্যুকামী তবুও মৃত্যুর বিঘত অপেক্ষা"


অনেক ভালো লাগলো।
অতীতকে যদি যেত মুছে ফেলা - হতো না জীবনের সুখ-দু:খ খেলা।

ভালো থাকুন সবসময় - শুভ কামনা রইলো আপনার জন্য।

বি দ্র: কিছু টাইপো রয়ে গেছে - আশা করি ঠিক করে দিবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৫

সালমান মালিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
আপনার জন্যও শুভ কামনা।
ভাল থাকুন চিরকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.