নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়

যাযাবর চিল

i agree to disagree...

যাযাবর চিল › বিস্তারিত পোস্টঃ

শুভ জয়ন্তী বাঙালীর জাতীয় কবি \'ছকের বাইরের\' নজরুল!

২৫ শে মে, ২০১৮ রাত ১০:০০



কাজী নজরুল ইসলাম সম্ভবত ইতিহাসের সবচেয়ে সবচেয়ে দ্বিধাগ্রস্থ খ্যাপাটে প্রতিভাধর সাহিত্যিক। তিনি নিজের থিওলজি সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না। ব্যাপারগুলো মেলানো আসলেই মুসকিল যে ব্যক্তি বলেন,

"আমরা বলিবো সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ"

"মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই"

"দিকে দিকে জ্বালিয়া উঠেছে দীন ইসলামের লাল মশাল"।

সেই একই ব্যক্তি আবার কিভাবে বলেন,

"কালী নামে দেওরে বেড়া
ফসলে তছরুপ হবে না"।

"আমার কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন
মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব
যার হাতে মরণ বাঁচন"

"অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি
তারো হ’ল বনবাস রাবণ-কর দুর্গতি"।

তবে দুইটি লেখাই অসাধারণ, এটা স্বীকার করতে হবে।

তিনি রাসুলুল্লাহ সাঃ এর বন্দনা করে লিখলেন অসাধারণ কিছু গান..
"তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সে তো চাঁদও দোলে"

"মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে..

''ত্রিভুবনের প্রিয় মুহাম্মাদ এলোরে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়''।

একটু পরেই ১৮০ ডিগ্রি ইউটার্ন। এবার হিন্দুদের মা,

"মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
মৃন্ময়ী রূপ তোর পূজি শ্রীদুর্গা
তাই দুর্গতি ঘুচিল না হায়"।

"মহাকালের কোলে এসে
গৌরী হ’ল মহাকালী,
শ্মশান-চিতার ভস্ম মেখে
ম্লান হ’ল মার রূপের ডালি"।

এরপর করলেন ৩৬০ ডিগ্রি ওভার টার্ন,

" মূর্খের দল শোন, মানুষ এনেছে পুস্তক
পুস্তক আনেনি মানুষ কোন"

নজরুলের ব্যক্তি জীবনেও দ্বিধার ছাপ স্পর্ট, তিনি বিয়ে করেন একজন হিন্দু 'প্রমিলা দেবি'কে। নজরুল-প্রমিলা দম্পতির ছিল চার সন্তান। তাদের নাম যথাক্রমে কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ।

তবে যতই দ্বিধাগ্রস্থ ব্যক্তি হোক, বাংলা সাহিত্যকে তিনি করেছেন সমৃদ্ধ। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরের অবস্থান নিঃসন্দেহে নজরুলের। আর জনপ্রিয়তার দিক দিয়ে তার অবস্থান নিঃসন্দেহে রবীন্দ্রনাথের সমান কিংবা বেশি।

বাংলার মুসলিম সম্প্রদায় নজরুলের নিকট বিশেষভাবে ঋনী। সাহিত্যে প্রচুর আরবি, ফারসি শব্দ ব্যবহার কারনে ব্রাহ্মাণ্যবাদী এবং ফোট উইলিয়াম কলেজেগং দের বাংলাকে সংস্কৃত বানানোর অসৎ পরিকল্পনা অনেকাংশে ব্যাহত হয়।

তবে নজরুল কোন ভাবেই সাম্প্রদায়িক ছিলেন না। তিনি মুসলিম, হিন্দু উভয় সম্প্রদায়ের জন্যই লিখেছেন। তার লেখা ইসলামি বাংলার ভাষার শ্রেষ্ঠ ইসলামি গান। এই মুহূর্তে আমি নজরুলের রাসুলুল্লাহ সাঃ এর জীবনী ভিত্তিক কাব্য মরু ভাস্কর পড়ছি। সত্যিই অনবদ্য! অন্যদিকে কালী, দুর্গাকে বন্দনা করে লেখা শ্যামা সংগীত এবং কৃীত্তনগুলোও সাহিত্যমানের বিচারে অসাধারন। কিছু এথিয়েস্টটিক লেখা থাকলেও, নজরুল হিন্দু-মুসলিমের ঐক্যের একটি প্রধান সূত্র।

অমিয় চক্রবর্তী দুই বাংলার ঐক্য নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, "বাংলা ভাগ হয়েছে কিন্ত নজরুল তো ভাগ হয়নি"।

তাই শ্রেষ্ঠ সাহিত্যিক না হয়েও বাঙালীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:১০

অনুতপ্ত হৃদয় বলেছেন: যাই হোক কবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা

২| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: মনে হয় জীবনের নানা দিক, নানা রুপ দেখে উনার মনে ধর্ম সংক্রান্ত একটা জটিলতা সৃষ্টি হয়েছিলো।
একটা কথা আছে, ভালো লেখকদের কোন ধর্ম থাকে না, উনি এটার প্রমান।

৩| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


কবি তো দেখি অনেক গন্ডগোল, মাগো টাগো, এসব কি কথা? এগুলো তো কালী মাকে সম্বোধন!
ঢাকা আনাটা কি ঠিক হয়েছিলো?

৪| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: তিনি আমাদের জাতীয় কবি । তার লেখায় হিন্দু মুসলমান এক সুতোয় বাঁধা। তিনি বাঙালি চেতনার কবি।

৫| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:৩৪

সনেট কবি বলেছেন: কবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা

৬| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:৪১

রাকু হাসান বলেছেন: খুবই ভাল লিখেছেন, বেশ কিছু জানতাম না , জানলাম । আপনি এবং সকল নজরুল প্রেমিদের নিমন্ত্রণ আমার এই ব্লগটি পড়ার জন্য । এই ব্লগটি পড়ার জন্য

৭| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:০৭

জুন বলেছেন: আমার আব্বার প্রিয় কবি। প্রায়দিন আমাদের ভোর হতো আমার আব্বার সুললিত কন্ঠে আবৃত্তি করা কাব্যে আমপারা অথবা তার কোন প্রিয় গান দিয়ে। এর মধ্যে একটি ছিল " মসজিদের পাশে আমায় কবর দিও ভাই "। আমার আব্বার ইচ্ছে পুরন হয়েছে কবির মতই। একদম মসজিদের পাশ ঘেশেই তার কবর হয়েছে। নজরুলের কবিতায় বোঝা যায় তিনি কতটা উদার ছিলেন। সাম্প্রদায়িকতা তার অন্তরে থাবা বসায়নি। ভালোলাগলো আপনার লেখাটি যাযাবর চিল।

৮| ২৬ শে মে, ২০১৮ রাত ১:০৭

আকতার আর হোসাইন বলেছেন: মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান যিনি লিখতে জানেন তিনি অবশ্যই অসাম্প্রদায়িক...

৯| ২৬ শে মে, ২০১৮ রাত ১:০৮

আকতার আর হোসাইন বলেছেন: মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান যিনি লিখতে জানেন তিনি অবশ্যই অসাম্প্রদায়িক...

১০| ২৬ শে মে, ২০১৮ রাত ৩:০৬

জাহিদ অনিক বলেছেন:

ভালো লিখেছেন।
কিছুটা মনে হলো একটু তাড়াহুড়া করেছেন

১১| ২৬ শে মে, ২০১৮ ভোর ৪:৪৬

একদম_ঠোঁটকাটা বলেছেন: ভাগ্যিস কবি এইসময়ের ছিলেন না, তাহলে তাঁর দেহ চিতাতে তুলবে নাকি কবর দেবে তা জাতীয় ইস্যু হত।

একজন নারী যিনি সবজি বিক্রি করে একটি হাসপাতাল নির্মাণ করেছেন।

১২| ২৬ শে মে, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: অমিয় চক্তবতী ঠিকই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.