নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র-৫১

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৬

মেঘপরী,
তুমি কি জানো তোমার নিশ্চুপতা আমাকে নিঃশেষ করে দিচ্ছে;
সবুজ গোলগাল শিশির ভেতর লুকিয়ে রাখা নীল নীল বেদনা,
একশো ফিট ওপরে ইউক্যালিপটাসের সবুজ পাতার খোলকে লুকানো কাহারুষী বিষের মন্ত্রণা,আমার অপরাধবোধ মৃতপ্রায় অবস্থায় ম্যাসাচুসেটসের তীরে পড়েছিল অবসন্ন হয়ে ।হয়ত আমার অজান্তেই রক্তের বিন্দুগুলোর পতন হচ্ছিল, ধীরে ধীরে লুটিয়ে পড়েছিল ভূতলে;
তোমার নিশ্চই জানা আছে,কোন এক ভর দুপরের তোমার আগুনে আমি পুড়ে গিয়েছিলাম;তারপর আবার চোখের গহীনে নীল আটলান্টিকে পাড়ে কতকাল হাবুডুবু খেয়েছি তা তুমি হয়ত জানবে না;পূর্নিমার চাঁদের মত সেই তুমি আমাকে আজও মহীত কর আমি মুগ্ধ হয়ে যাই ।ওঃ প্রেমের সুধা। তুমি এত কঠিন? এতই শক্তির আঁধার?আমার হৃদয়ের ভেতরে আনন্দের ফল্গুধারাগুলো কি তোমার হৃদয় পাথারে গিয়ে পৌছায় না?
হৃদয়ের শেষ সীমানায় আজ কেবলি তুমিহীনতার বিভিষীকা দেখব কেন?
তোমার মুগ্ধতা আর নিশ্চুপতা একই ভাবে আমায় পোড়াবে কেন?আমি জানি তুমি হীনতায় আমার অক্সিজেনের অভাবে মৃত্যু হবে।আমি তোমারই ভালবাসায় শেষ হব ঠিক এমনই নিঃশেষ । জয়তু নিঃশেষ ।প্রিয়া তোমার নাকফুল না হতে পারার কস্টে,বাঁকানো ঠোটের কাঁপন, চোখের কাজল,এলো চুলের আলগা বাঁধন না হতে পারার কস্টে,বুকের গভীর খাজে ঝুলতে থাকা লকেট,চোখের উপর কাজল হতে না পারার কস্টে,
আজ বিকেলের ভেজা বৃষ্টিতে,তোমার ঠোট প্রলেপের সাধ নিতে না পেরে,
তোমার পায়ের রুপোর নুপুর, কোমল কোমড়ের ভাজ,কিংবা তোমার গায়ে পেচিয়ে থাকা আকাশ রংগা শাড়ি না হতে পারার কস্টে,এই বালক খুন হয়ে যায় প্রতিরাত, প্রতিদিন।রাতের আকাশের একটা তারা খোসে পড়তে দেখে,আমিও জানলাম, তোমায় লুকিয়ে রেখে,জীবন আমাকে ধর্ষন করেছে বেশ কতটি মাস।ভালোবাসতে গেলেই তোমাকেই আমি ভেবে নি,পাশাপাশি বসে, অকারন একশ একবার তোমায় ভালবাসি পাগলী,প্রেম এমনি হয়, প্রেমিকরা এমনি হয়,তোমার নামে বাতাসে চুমু ছুড়েই দিন কাটাই এই আমি।পাগলী এখনও ঘুমাওনি আমি জানি মুঠোফোন বালিশের পাশে রেখে দৃষ্টি সিলিং-এ আমার চিঠিখানি সজোরে
এসব তোমার দৃষ্টি আকর্ষণ করে না।তুমি ও আমি হেঁটে চলছি পাশাপাশি।
শুকতারা স্পর্শ করে আসা নিভু আলো এসে ছুঁয়ে যায় তোমার বিছানার শেষ প্রান্ত।
তোমার ভাবনা চলে ঘড়ির কাঁটার উল্টো দিকে শুয়ে শুয়ে তোমার ভালো লাগে গুনগুন গান তোমার এলোমেলো ভাবনা তোমার ইচ্ছের সুতোয় বোনা স্বপ্ন অথবা হয়ত আমি।পাগলী ঘুমাওনি জানি,তোমার হৃদয়ের দ্বারপ্রান্তে ফেসবুকের এই পাশে জেগে আছি আমি আর ইনবক্স। বলতে
দ্বিধা হয় চোখ খুলে বসে থাকি ইনবক্সে শুধু তুমি আমার চিঠি দেখবে
বলে!
জানো এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, বারান্দায় বসে আমি আনমনা, কারন এই ঝুম বৃষ্টির মধ্য রিক্সা গুলো চলে যাচ্ছে খালি,খুব ইচ্ছে করছে হুডখোলা রিক্সায় তুমি আমি ভিজি অথচও হাতের মুঠোয় তুমি নেই।
এই মনরম পরিবেশ কতই করে চাইছে তোমাকে অথচও রোমান্টিক ফিলিংস আসছে না কারন ঐযে তুমি পাশে নাই।
তোমারই
অনিমেষ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৯

মিঃ অলিম্পিক বলেছেন: নাইচ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.