নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ছেলেটা, নাম কি রে তোর?আমি বললাম, “ফুসমন্তর !”

পার্থিব পার্থ

এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি। শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–

পার্থিব পার্থ › বিস্তারিত পোস্টঃ

আয়নায় ভ্রম!

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭




একখণ্ড চাঁদ নেমে আসে হাতের মুঠোয়।
তোমার দৃষ্টির মত নরম আলোয় ঘুম
ভাঙা পৃথিবী তখন আমার চেতনার
আবর্তে তোমাকেই আঁকবে বলে আমাকে
ভেঙে ফেলে তোমার স্পর্শের শীতলতায়!

কোথাও কেউ নেই বলে আমিও চলে যাব
তোমার হৃদয়ের অতল অন্ধকারে, যেখানে
তুমি লাশের ছবি আঁক, বিমুগ্ধ ভালোবাসায়!
তোমাকেই দেখব বলে দৃষ্টি রেখেছিলাম সূর্যের
তপ্ত আঁধারে-তুমি হবে পাহাড়ের সমুদ্র বিলাস!

আজকাল খুব ঘুম নেমে আসে, উষ্ণতা ভেবে
তোমার দিকে হাত বাড়ালেই পুড়ে যাই খুব!
তুমি তখন কি এক আনন্দে ভেসে বেড়াও
মৃত প্রেমিকের মিছিল দেখে শিহরিত তুমি
মুগ্ধ হয়ে বেঁচে থাকো-অপার্থিব কল্পনায়!

তবু যদি ঝড় আসে মৃত্যুর কাছাকাছি
মেনে রেখো, সবটুকু দিয়েই ভালোবেসেছিলাম!



মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

প্রামানিক বলেছেন: আজকাল খুব ঘুম নেমে আসে, উষ্ণতা ভেবে
তোমার দিকে হাত বাড়ালেই পুড়ে যাই খুব!


ভাল লাগল। ধন্যবাদ

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

নিমগ্ন বলেছেন: ১ম প্লাস ২য় কমেন্ট।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

পার্থিব পার্থ বলেছেন: চক্ষু মেলিয়া দেখিলাম ভ্রাতা!

খবর কি? দিনকাল ভালো যায়?

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

শায়মা বলেছেন: ভালোবাসার কবিতায় কেমন যেন ভয় ভয় ভাব আছে ভাইয়ু!!!!!!!!!!!:(

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

পার্থিব পার্থ বলেছেন: প্রথম ব্যাপার হচ্ছে আমি কবিতার ক ও জানি না! দ্বিতীয় ব্যাপার হচ্ছে ভালোবাসা কি জিনিস এখনও বুঝলাম না! আর ভয় আমার সবসমই একটু কম!!!!

মহুয়া আপনাকে এর একটা ব্যাখ্যা দিবে আশা করি!

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

সাহসী সন্তান বলেছেন: চমৎকার প্রেমাণুকাব্যে প্লাস হাকাইলাম! কবিতা ভাল, আর রোম্যান্টিক কবিতা হলেতো আরো ভাল....!!

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

পার্থিব পার্থ বলেছেন: আপনার এই কথা শুনলে মহুয়া হাসবে! ভাই, তার কবিতার কাছে এইসব কিছুই না!

ধন্যবাদ।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর কবিতা, পার্থ

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

নিমগ্ন বলেছেন: দিনকাল? হুঁ খারাপ না। ভালই বলা উচিত। আপনার কি খবর ভ্রাতা।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭

পার্থিব পার্থ বলেছেন: খবর ভালো। :)

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

নিমগ্ন বলেছেন: সবটুকো < সবটুকু

(টাইপো)

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০

পার্থিব পার্থ বলেছেন: টাইপো আছে বলেই টাইপিং এত আনন্দময়!!!!

ঠিক করে দিয়েছি।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

সাহসী সন্তান বলেছেন: এখানে আবার মহুয়াকে টেনে আনছেন কেন ভাই? আপনার পেস্টের কবিতাটা কি তার লেখা?



দেখুন, ইচ্ছা করলে কিন্তু আমি আপনার পোস্টে মন্তব্য নাও করতে পারতাম! তবে করলাম কেন জানেন, কারণ কিছু ব্যতিক্রমি মানুষ থাকে যাদের কে না চাইতেও ভাল বাসতে হয়! আপনি ঠিক তেমনই.....!! আর কিছু বলতে চাচ্ছি না। তবে শুধু এইটুকু বলবো, আপনার ব্যাপার আর মহুয়ার ব্যাপারটা এখানে সম্পূর্ন ভিন্ন! সে ব্যতিক্রমি একজন!

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭

পার্থিব পার্থ বলেছেন: একদম ঠিক বলেছেন। মহুয়া আসলেই অন্যরকম একজন। আমার কিংবা আপনার মত সাধারন কেউ না! মহুয়া অসাধারন। আসলে মহুয়ার কবিতা পড়েই আমি কবিতা লেখার চেষ্টা করি। আমার হাস্যকর কবিতা আর গল্প পড়েও সে আমাকে উৎসাহ দেয়।

আপনার মঙ্গল কামনা করছি।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

কল্লোল পথিক বলেছেন: সুপার লাইক

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

চোখের কাঁটা বলেছেন: শিরোণাম 'আয়নায় ভ্রম' দিছুইন? ক্যান আয়নাতে কি এহন অন্য কারো মুখ দেহা যায়?


কবিতা ভালা পাইলাম! লিকছুইন তো দারুণ, ঐডার থাইক্কাও বিটার হইচে!

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

পার্থিব পার্থ বলেছেন: চোখের কাঁটা,

আপনি মন্তব্যে কি ইঙ্গিত করেছেন তা আমি বুঝেছি। তবে আপনি মনে হয় ধরেই নিয়েছেন যে, আমি খুব শান্ত স্বভাবের মানুষ! ব্যাপারটা আসলে তেমন না! আমি মহুয়ার মত এত ভালো মানুষ না। সে যেমন আপনাদের মত অবুঝদের বুঝানোর চেষ্টা করেছে আমি তেমন কিছুই করবনা। কিছু করার ইচ্ছাও নেই আমার। শুধু বলব যদি কমেন্ট করতে চান ভদ্রতা বজায় রেখে কমেন্ট করবেন। সমালোচনা করলে গঠনমূলক সমালোচনা করবেন। আর আমার ব্লগে মহুয়া কে নিয়ে কোন আজে বাজে ইঙ্গিত করলে আমি অনেক কিছু করতেই বাধ্য হব। সেসব কারো জন্যই ভালো হবেনা। আশা করি যা বলতে চেয়েছি তা বুঝেছেন।

আপনার মঙ্গল কামনা করি।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

বনমহুয়া বলেছেন: B:-)


এইখানে তিনটা খারাপ মানুষ দেখতে পাচ্ছি।
তুমি এদের সাথে মিশোনা পার্থ। :(

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২

পার্থিব পার্থ বলেছেন: হা হা হা হা হা হা হা হা...............


ওদেরকে বল যেন আমার সাথে না মিশে! ;)

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

তুষার কাব্য বলেছেন: ভালবাসাময় কবিতায় ভাললাগা :)

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

পার্থিব পার্থ বলেছেন: অনেক ধন্যবাদ।

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

বনমহুয়া বলেছেন: একখণ্ড চাঁদ নেমে আসে হাতের মুঠোয়।
তোমার দৃষ্টির মত নরম আলোয় ঘুম
ভাঙা পৃথিবী তখন আমার চেতনার
আবর্তে তোমাকেই আঁকবে বলে আমাকে
ভেঙে ফেলে তোমার স্পর্শের শীতলতায়!


কবিতা পড়ে মুগ্ধ হলাম পার্থ। সত্যি অনেক ভালো হয়েছে।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

পার্থিব পার্থ বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা......................

তুমি যে কবিতা পড়েছ, তাতেই আমি খুশী! খুশী করার জন্য মিথ্যা বলতে হবেনা। :P

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

বনমহুয়া বলেছেন: লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা হা...............


ওদেরকে বল যেন আমার সাথে না মিশে! ;)

:P

এরপরে যদি আসে..........

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

পার্থিব পার্থ বলেছেন: :P

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

চোখের কাঁটা বলেছেন: ভাবছিলাম আসুম না, তয় দাওয়াত কইরা আনলে কার না আসতে ভাল লাগে? :`>

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

চোখের কাঁটা বলেছেন: ভাই ক্ষ্যাপাটে ষাড়কে আরো বেশি করে ক্ষ্যাপাইলে কিন্তু গুতা খাওয়ার সম্ভাবনা থাকে? আপনার সাথে দেখা করার বহুত শখ জাগছে ভাই, করবেন নাকি দেখা?

আপনার পোস্টে আমি গঠন মূলক সমালোচনা তখনই করবো যখন আপনাদের এই পাগলামী স্টোরি বন্ধ হবে! আর আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন!

I except you challenge!! Good day, bye!

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

বনমহুয়া বলেছেন: except
I except you challenge!! Good day, bye!


=p~ =p~ =p~

ইংলিশ না জানলে না বলাটাই ভালো।


১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

বনমহুয়া বলেছেন: চোখের কাঁটা বলেছেন: ভাই ক্ষ্যাপাটে ষাড়কে আরো বেশি করে ক্ষ্যাপাইলে কিন্তু গুতা খাওয়ার সম্ভাবনা থাকে? আপনার সাথে দেখা করার বহুত শখ জাগছে ভাই, করবেন নাকি দেখা?

আপনার পোস্টে আমি গঠন মূলক সমালোচনা তখনই করবো যখন আপনাদের এই পাগলামী স্টোরি বন্ধ হবে! আর আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন!

I except you challenge!! Good day, bye!


ষাড়ের সাথে দেখা! কইরোনা পার্থ। তাও আবার ভুলভাল ইংলিশ জানা ষাড়। একের পর এক এইভাবে ইংলিশ বলে কয়েকটা পোস্টে সবকটা নিক দিয়ে। ইংলিশ দেখলেই বুঝা যায়। আমি আগেও জানতাম এখনও জানি তারা একই মানুষ। ইটিং ব্রেকফাস্ট অন মাই হোম........উনরা হোমের উপরে উইঠা ব্রেকফাস্ট খান। :P এইভাবে একজনই বলে নানা নিকে কিন্তু ধরাইয়া দিলে আবার উনার নানা আত্মীয় স্বজন এসে সাফাই গান।
=p~

১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

বনমহুয়া বলেছেন: I except you challenge!! Good day, bye!


except you

না জানে ওয়ার্ড মিনিং না জানে সেনটেন্স মেকিং । কই থেকে ইংলিশ শিখছে খোদা মালুম। =p~

সকালের বিনোদন। হা হা রম্য আর কষ্ট কইরা লিখনের দরকার নাই। কয়েক লাইন ইংলিশ বাংলিশ লিখলেই কাজ সারা । হা হা হা

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

চোখের কাঁটা বলেছেন: প্রথমেই মেজাজ খারাপ করা ইমো হবে!

হুমকি ধামকি দিবার গেলে একটু আধটু ইংলিশ বাংলিশে গোলমাল হইবার পারে, এইটা কোন ব্যাপারই না! আপনার মত বুনোহাঁস এইটা বুঝবে না! আমার হুমকিটা কাজে লাগছে কিনা, সেইটাই হইলা গিয়া মূল কথা।

আর অত ঢং মাইরা কওনের কি দরকার? ভাল মানুষের লগে ভাল মানুষই থাকে! নিজেতো লেখেন ঘোড়ার কচু, আবার অন্যের ভুল ধরে! আজকের পর থেকে আপনারা দুঃস্বপ্নেও আমার নিকটাকে দেখবেন? আপনাদের পিরিতির পিন্ডি চটকে হাতে কাঁচকলা ধরিয়ে দিয়ে তারপর আমার শান্তি!

ঞ ব্লগিং করতে আইসা কত্ত পিরিত! পার্থ তুমি ওদের সাথে মিশনা খারাপ হয়ে যাবা? আহাহা, কি পিররিত! গাও জ্বালাইন্না কথা বার্তা....!! ব্যাক্কল মাইয়া কুনহানকার! X((

২১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

বনমহুয়া বলেছেন: চোরের মায়ের বড় গলা

নাচতে না জানলে উঠোন বাঁকা

এত ইংলিশ ভুল করে এখন এই জন্য ভুল, সেই জন্য ভুল যেন সবাই ঘোড়ার ঘাস খায়। সবাই বুঝে কার পেটে কতখানি বিদ্যা।
সামান্য except, accept, expect এর মাঝে পার্থক্য যে বুঝে না হাউজে অন ইন এ্যাট কোনটা হয় যে জানেনা সে যত নিকেই আসুক এই ইংলিশ বিদ্যা বলে মিলেমিশে একাকার হয়ে যাবে।



আপনাদের পিরিতির পিন্ডি চটকে হাতে কাঁচকলা ধরিয়ে দিয়ে তারপর আমার শান্তি!
কত শখ! গাছে কান্ঠাল লেজকাটা বিড়ালের গোঁফে তেল।

২২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

বনমহুয়া বলেছেন: মোট ৫ টা নিক ব্লক করলাম পার্থ। একের ভেতরে পাঁচ।

২৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

বনমহুয়া বলেছেন: পার্থ থ্যাংকস ইনফিনিটি।:)

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১

পার্থিব পার্থ বলেছেন: আমি যেদিক পানে চাই
তোমার ছায়া খুঁজে পাই।
আমি যেখানেই থাকি
তোমায় মাথায় তুলে রাখি। :)

২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭

গেম চেঞ্জার বলেছেন: ভাল লিখেছেন। +

১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ ব্রাদার। :)

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

বনমহুয়া বলেছেন: লেখক বলেছেন: আমি যেদিক পানে চাই
তোমার ছায়া খুঁজে পাই।
আমি যেখানেই থাকি
তোমায় মাথায় তুলে রাখি। :)



দেইখো মাথা থেকে আবার ফেলে দিওনা। :(

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫

পার্থিব পার্থ বলেছেন: না না.......... মাথার এমন যায়গায় আছো যে, শুধু আমি মরে গেলে সরে যাবে! জীবিত থাকতে না!!

২৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

বনমহুয়া বলেছেন: লেখক বলেছেন: না না.......... মাথার এমন যায়গায় আছো যে, শুধু আমি মরে গেলে সরে যাবে! জীবিত থাকতে না!!


পার্থ। :(

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

পার্থিব পার্থ বলেছেন: মন খারাপের কথা বলিনিত। আমিত আর এখনি মরে যাচ্ছিনা।যতদিন আছি, তুমিও থাকবে আমার মগজের গহীন কোনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.