নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ছেলেটা, নাম কি রে তোর?আমি বললাম, “ফুসমন্তর !”

পার্থিব পার্থ

এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি। শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–

পার্থিব পার্থ › বিস্তারিত পোস্টঃ

চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮



মাঝেমাঝে হঠাৎ করে মানুষের জীবনে এমন কিছু ঘটে যায় যার জন্য মানুষ কখনো প্রস্তুত থাকেনা। মহুয়া আমার জীবনে ঘটে যাওয়া তেমনি এক ঘটনা। এখন ভাবলে মনে হয় একটা ঝড়ের মতই মহুয়া আমার অস্তিত্বের সাথে মিশে গেছে। বইমেলায় প্রথম যখন মহুয়ার সাথে কথা বলি তখন ব্যাপারটা আমার কাছে খুবই স্বাভাবিক মনে হয়েছিল। মহুয়ার উপস্থিতি আমার ভালো লাগত। সে যেখানে যখন থাকে, গল্প করে কিংবা আড্ডা দেয় তখন সেই সময়টা আমার কাছে খুব জীবন্ত মনে হয়। আমি তাকে আগেও দেখেছি। তার উপস্থিতি উপভোগ করেছি। কিন্তু কেন যেন কখনো কথা বলতে ইচ্ছে হয়নি। তাছাড়া মহুয়ার সাথে কোন দিক দিয়েই আমার কোন মিল নেই। সব মানুষেরই জীবন নিয়ে একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি থাকে। আমরা সে দিক থেকে দুজন দুই মেরুর বাসিন্দা। কিন্তু তখনও আমি জানতাম না আমার জন্য কি অপেক্ষা করছে!

আমি নিজেকে যুক্তিবাদী মানুষ মনে করি। কখনো অযৌক্তিক আবেগকে প্রশ্রয় দেইনা। নিজের জীবনে কারো খবরদারি পছন্দ করিনা। তাই পরিচয় হওয়ার পর থেকেই মহুয়ার সাথে আমার অনেক কিছু নিয়েই দ্বিমত হতে থাকে। আমি যা ভাবি কিংবা যা কিছু আমার কাছে সঠিক মনে হত আমি সব সরাসরি বলে দিতাম। মহুয়া রেগে যেত! কষ্ট পেত এবং মাঝেমাঝে আমাকে যা তা বলে ফেলত! সবচেয়ে অবাক করা ব্যাপার ছিল খুব দ্রুত সে সবকিছু আবার ভুলেও যেত। মহুয়া অনেক আবেগপ্রবন এবং অনেকটাই শিশুদের মত। সে যখন রেগে যেত আমার খুব মায়া হত। কিন্তু আমি ঠিক করেছিলাম কোন ভাবেই এই মেয়েকে সেটা বুঝতে দেওয়া যাবেনা।

একদিন মহুয়ার সাথে আমার খুব বড় ধরনের ঝগড়া হয়। আমি অনেক কড়া কড়া কথা বলে ফেলি। মহুয়াও আমাকে যা তা বলে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি এই মেয়ের সাথে আমার বন্ধুত্ব হবে না। বরং থাকলে সে আমার জন্য আরো অনেক কষ্ট পাবে। কেন যেন মহুয়ার মন খারাপ করে দিতে আমার কখনোই ভালো লাগত না। আবার আমার মাথা নত যেন না হয় সেটাও ভাবতাম। তাই নিজেকে নিয়ন্ত্রন করতে পারতাম না। তাই ভেবেছিলাম চলেই যাব! তাই গিয়েছিলাম একদিন। কিন্তু তারপর আমার জীবনে কিছু মুহূর্ত এসেছিল যার স্বাদ আমি আগে কখনোই পাইনি।


যেদিন মহুয়াকে বিদায় বলে তার উত্তরের অপেক্ষা না করেই চলে এসেছিলাম সেদিন রাতটা বোধহয় আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। কেমন যেন একটা অদ্ভুত যন্ত্রণা হতে থাকে নিজের ভেতর। আমি কাঁদতে পারিনা। কাঁদিও না। মনে হচ্ছিল মহুয়ার মত কেঁদে বুক ভাসাতে পারলেও খুব আরাম পেতাম। কিন্তু তাও পারিনি। কেমন যেন একটা শূন্যতায় আমি নিমজ্জিত হয়ে যাই। শুধু মনে হচ্ছিল আমি মহুয়াকে কষ্ট দিয়েছি। মহুয়া কষ্ট পাচ্ছে। এই বোধটাই আমাকে অবশ করে দিচ্ছিল। খুব মহুয়ার কাছে যেতে ইচ্ছে করছিল। তার কথা শুনতে ইচ্ছে করছিল। তার হাত ধরে চুপচাপ বসে থাকতে চাচ্ছিলাম। হঠাৎ করেই আমি বুঝতে পেরেছিলাম যে, মহুয়া নামের এই মেয়েটিকে আমি আসলে পাগলের মত ভালোবাসি। যে ভালোবাসার কোন যৌক্তিক ব্যাখ্যা আমার কাছে নেই।

মহুয়া আমাকে হারিয়ে যেতে দেয়নি। পরম মমতায় আমার সব দোষ মাফ করে আমাকে কাছে টেনে নিয়েছে। আমি কিন্তু সেই আগের মতই বেয়াদপ আছি! কিন্তু আমি এখন জানি আমি মহুয়াকে ভালোবাসি। এই জানাতাই আমার জন্য জরুরি খবর!



মহুয়া,

হয়তো একদিন অচেনা এক প্রচন্ড ঝড়ে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। কিন্তু মনে রেখো তোমার অস্তিত্ব আমৃত্যু আমার সাথেই থাকবে। যাই বলি না কেন শুধু মনে রেখো অনেক অনেক ভালোবাসি। যেখানেই থাক অনেক অনেক ভালো থেকো! তাতেই আমার সবকিছু পাওয়া হয়ে যাবে। :)

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: পার্থ ভাইয়ু!!!!!!!!

তুমিও তো দেখছি মহুয়া আপুনিটার মতই আরেকজন এক্সসেলেন্টো রাইটার।

গুড গুড ভেরী গুড!!!!!!!!!!!






একটা কথা বলি কানে কানে উত্তর দিও। তোমার সাথে আপুনিটার কতশোবার ঝগড়া হয়েছে এই জীবনে??? :P

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

কানে কানে উত্তর দিয়ে দিলাম! :P

২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ ! বেশ রোমান্তিক প্রেম কাহিনী!

মহুয়া পার্থ প্রেম কোন ঝড়েই যেন বিচ্ছিন্ন না হয় :)

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

শায়মা বলেছেন: ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২ ০
লেখক বলেছেন: ধন্যবাদ। :)

কানে কানে উত্তর দিয়ে দিলাম! :P


শুনতে পাইনি ভাইয়ু!!!!!!!!!!!!!!

সবাই আমার কাছে জানতে চাচ্ছে!!!!!!! কেউ সাহস পাচ্ছে না তো তাই আমিই সাহস করে আসলাম!!!!!!! :) :) :)

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

পার্থিব পার্থ বলেছেন: মহুয়া ঝগড়া করেনা। তবে তার সাথে আমার অনেক ব্যাপারে মতের অমিল হয়।আসলে যদি কিছু হয় তাহলে আমার দোষেই হয়।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

শায়মা বলেছেন: গুড গুড ভেরী গুড!!!!!!!


তাইলে সে এত্তা লক্ষী মেয়ে !!!!!!!!!!:)

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

পার্থিব পার্থ বলেছেন: মহুয়া মায়াবতী! অনেক শক্ত থাকার ভান করে! কিন্তু অন্যের দুঃখে খুব সহজেই তার চোখ ভিজে উঠতে আমি দেখেছি। মহুয়ার তুলনা মহুয়াই! :)

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২

আজাদ মোল্লা বলেছেন: প্রেম কাহিনি অনেক সুন্দর হয়েছে ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

রুদ্র জাহেদ বলেছেন:
হয়তো একদিন অচেনা এক প্রচন্ড ঝড়ে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। কিন্তু মনে রেখো
তোমার অস্তিত্ব আমৃত্যু আমার সাথেই থাকবে। যাই বলি না কেন শুধু মনে রেখো
অনেক অনেক ভালোবাসি। যেখানেই থাক অনেক অনেক ভালো থেকো! তাতেই
আমার সবকিছু পাওয়া হয়ে যাবে।

দারুণভাবে জীবনের কথাটা বলা হয়ে গেল।কিন্তু বিচ্ছিন্নতা প্রত্যাশা করি না।সত্তায় একশা হয়ে আজীবন থাকা চাই।গল্পের কথামালা জীবন থেকে নেওয়া যেন।অনেক অনেক ভালো লাগল
+++

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: চমৎকার

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

বনমহুয়া বলেছেন: পার্থ :`>

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১

পার্থিব পার্থ বলেছেন: তুমি এত লজ্জা পাও কেন? :P

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

বনমহুয়া বলেছেন: মহুয়া,

হয়তো একদিন অচেনা এক প্রচন্ড ঝড়ে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। কিন্তু মনে রেখো তোমার অস্তিত্ব আমৃত্যু আমার সাথেই থাকবে। যাই বলি না কেন শুধু মনে রেখো অনেক অনেক ভালোবাসি। যেখানেই থাক অনেক অনেক ভালো থেকো! তাতেই আমার সবকিছু পাওয়া হয়ে যাবে।

পার্থ,
এমন করে বললে আমি নিঃস্ব হয়ে যাই। প্রলয়ঙ্করী ভাঙ্গচুর ওঠে আমার হৃদয়ের দুকূল জুড়ে। এমন হয়তো সব অচেনা ঝড়ঝঞ্ঝার কথা মনে হয় কেনো তোমার বলো তো? ঝড় আসুক, আসুক প্রলয়, আসুক পৃথিবী ভেসে যাওয়া বান তবুও তুমি কোথাও হারাতে পারবেনা। তোমাকে কোথাও হারাতে দেবো না আমি। এমন শক্ত বাঁধনে আটকে রাখবো, পৃথিবীর কোনো শক্তিরই সাধ্য নেই সে বাঁধন ছেড়ার। তুমি থাকবে পৃথিবীর শেষ দিন পর্যন্ত, আমার প্রতিটি রক্তকনিকায় বয়ে যাবে তোমার নাম।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০

পার্থিব পার্থ বলেছেন: মহুয়া,

তোমার বাঁধন ভাঙ্গার কোন ইচ্ছা কিংবা শক্তি কোনটাই আমার নেই। কিন্তু আমি জানি একদিন হারিয়ে যেতে হবে! বহু জন্মে আমার বিশ্বাস নেই। যদি থাকত তাহলে বলতাম পরের জন্মে তোমার সাথে আবার দেখা হবে, সব না হারানোর আয়োজনে! কিন্তু জীবন একটাই। এই এক জীবনেই যত প্রলয় ঝড় আসুক, আমি তোমাকে ভালবাসবোই আমার মত করে! এই ভালোবাসা কেউ আমার থেকে বিচ্ছিন্ন করতে পারবেনা।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩

বনমহুয়া বলেছেন: মাঝে মাঝে কবিতারা ফুরিয়ে যায়
নির্বাক নিগুঢ় মৌনতায়,
মাঝে মাঝে ভাষারা হারায়
বুঁদ হয়ে থাকা অনুভুতির মাঝে,
দুচোখ জুড়ে নামে স্বপ্নীল আকাশ,
সে আকাশে ওড়ে শঙ্খচিল, ওড়ে সিগাল
সমুদ্রপাড়, বালুকাবেলা
কখনও কি হাঁটবোনা আমরা
পাশাপাশি ধরে হাত?
উড়বে শাড়ির আঁচল সে সামুদ্রিক বাতাসে
নীল মনিহার সে স্বর্নালী বিকেল
মনে থেকে যাবে আমৃত্যু চিরকাল,
অনন্তকালের অনেক পরেও।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

পার্থিব পার্থ বলেছেন: একদিন এক ঘোরলাগা সময়ে
হাঁটা যেতেই পারে হাত ধরে!
তোমার চোখের দিকে তাকিয়ে
একদিন সম্মোহিত হতে পারি খুব!
কিংবা হৃদয়ের আরো কাছাকাছি
মিশে যেতে পারি, তুমি আর আমি!
তোমার চুম্বনে হারিয়ে ফেলতে পারি
পঞ্চইন্দ্রিয়ের সব আরোপিত ভদ্রতা!
আবার হতে পারে তুমি আমি বহুদূরে
সমান্তরাল পথে ভালোবাসার পথিক!
হেঁটেই যাব, হেঁটেই যাব!
কখনো মিলিত হব না পথের সীমারেখায়!
কাছে দূরে যাই হোক প্রিয়তমা!
যতদিন আমার হৃদয় আমার কাছে থাকবে
ততদিন তুমি মিশে থাকবে আমার আমৃত্যু সত্ত্বায়!

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২

রক্তিম দিগন্ত বলেছেন: ভাইয়াপুরা, প্রেমের কাব্য আবৃতির সময় মাঝে মাঝে ঝালমুড়ি ও চানাচুর ওয়ালাদেরও খোঁজ খবর করতে হয়।

হাজার হোক, পেটে মুড়ি না থাকলে মাথায় কাব্য আসবে কিভাবে বলেন!!! :-B

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

পার্থিব পার্থ বলেছেন: ঠিক! ঠিক! নাহয় আবার আবৃতি করতে হবে পৃথিবী গদ্যময়! ;)

ঝালমুড়ি দিয়ে যান! :)

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

রক্তিম দিগন্ত বলেছেন: ঝালমুড়ি গদ্যময় রুটি খান!!!

অনেক অনেক অনেক কবিতা বের হয়ে আসবে পেট থেকে থুড়ি মাথা থেকে।

আমি দিব কেন? ঝালমুড়িওয়ালাকে দিতে বলেন না!!!

ফুচকালাও আছে। ঐগ্লাও খান! কবিতার শক্তি বাড়ান। :-B

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

পার্থিব পার্থ বলেছেন: ভাইজান, আগে বলবেন না?

আমি ভাবছিলাম আপনি ঝালমুড়ি বিক্রয় করেন!

এখন বুঝলাম আপনি ঝালমুড়ির ব্রোকার!

সমস্যা নাই ব্রো! আপনিও কমিশন পাবেন! ;)

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

বনমহুয়া বলেছেন: পার্থ। :(

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

পার্থিব পার্থ বলেছেন: তুমি তোমার কাজ করে যাও! অনেকেই অনেক কথা বলবে! এটা অনেকের কাজ! সেসব কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই। :)

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

নিমগ্ন বলেছেন: আপনার ভাবনার প্রতি শ্রদ্ধা জানাই। অনেক ভাল ও যৌক্তিক ভাবনা আপনার।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ! :)

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

বনমহুয়া বলেছেন: পার্থ মৌলবাদীটার ঘুম দেখছি ছুটে গেছে। হা হা

কি যাদু করিলা? :P

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩০

পার্থিব পার্থ বলেছেন: ধুর! কত দেখ্লাম এমন! এদের ঘুম সবসময় ছুটাই থাকে।

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা :)

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ। :)

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

খেয়ালি দুপুর বলেছেন: ভালবাসা ভাল থাকুক। শুভকামনা দুজনের জন্য অনেক।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

পার্থিব পার্থ বলেছেন: ধন্যবাদ :) আপনার জন্যও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.