নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

শাহজাহান সাঈফ

একাকিত্ব হলো জীবনের সাধনা লাভের উত্কৃষ্ট উপায়। উর্দু বা হিন্দুতে একাকিত্বকে বলা হয় তানহা। একাকিত্ব মানুষের জীবনে পূর্ণতা দেয়। পৃথিবীর তাবত্ বিখ্যাত ও মহান ব্যক্তি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ একাকিত্বে কাটিয়েছেন। কখনো ইচ্ছা করে আবার কখনো বা বাধ্য হয়ে। তারা কেউবা গেছেন নির্জন পাহাড়ের কোনো গুহায়, অথবা গভীর জঙ্গলে।

শাহজাহান সাঈফ › বিস্তারিত পোস্টঃ

সম্মানীত দুবাই প্রবাসীদের দৃষ্টি আকর্ষন

২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫১

সম্মানীত দুবাই প্রবাসীগণ আসসালামু আলাইকুম।
আপনারা যারা আপনাদের কর্মস্থলে (দুবাই, আবুধাবী, শারজাহ সহ অন্যান্য শহরে) যেতে চান, তাদের প্রত্যেককে সংযুক্ত আরব আমিরাত (UAE) সরকারী নির্দেশ মোতাবেক সবাইকে অনলাইন রেজিষ্ট্রেশন করে যেতে হবে। এই অনলাইন রেজিষ্ট্রেশন নিয়ে যারা দু:চিন্তায় আছেন কিংবা সঠিকভাবে রেজিষ্ট্রেশন করতে পারছেন না, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ বিনা মূল্যে, বিনা পারিশ্রমিকে আমি আপনাদের সহযোগিতা করব।
তবে শর্ত হল নিম্নোক্ত ডকুমেন্টস এবং তথ্যগুলো সঠিক ভাবে দিতে হবে। মোবাইলে তোলা কোনো ছবি গ্রহণ করা হবে না।প্রয়োজনীয় তথ্য দিতে অপারগ হলে দয়া করে যোগাযোগ করবেন না।

নিম্নোক্ত ডকুমেন্টস এবং তথ্যগুলো দিতে হবে।
===========================
০১। পাসপোর্ট স্ক্যান কপি (* মোবাইল দিয়ে ছবি তুলে দিলে কোনো প্রকার সহযোগিতা করা হবে না) ***
০২। রেসিডেন্সী আইডি কার্ড কপি (* অবশ্যই স্ক্যানিং করা কপি দিতে হবে) ***
০৩। ভিসা কপি (* অবশ্যই স্ক্যানিং করা কপি দিতে হবে) ***
০৪। দুবাই’র মোবাইল নাম্বার ***
০৫। বাংলাদেশের মোবাইল নাম্বার ***

০৬। ই-মেইল এড্রেস (যদি থাকে)
০৭। ইউ.এ.ই. কোন শহরে যেতে চান? যেমন- >> দুবাই >> আবুধাবী >> শারজাহ ইত্যাদি।
০৮। কোন তারিখে যেতে চান (সম্ভাব্য তারিখ)
যদি কারো কোনো সহযোগিতা লাগে, তাহলে কমেন্টস করবেন, আমি আমার ফেইসবুক লিংক দিয়ে দেব সেখানে বিস্তারিত পাবেন।
-------------------------------------------------------------------------
*** দয়া করে কোনো ট্রাভেল এজেন্সী কিংবা থার্ডপার্টি যোগাযোগ করবেন না। এটা শুধুমাত্র সম্মানীত প্রবাসীদের একটু সহযোগিতা করার প্রয়াস। ধন্যবাদ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২০ রাত ৯:২৩

মা.হাসান বলেছেন: আপনার উদ্দেশ্য মহৎ । খুব ভালো লাগলো। চালিয়ে যান।

তবে বেশিরভাগ লোকের জন্য স্ক্যান করা কপি জোগাড় করা কষ্টকর। ভালো মানে ছবিতে কাজ হলে ঝামেলা কম হয়।

২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১২

শাহজাহান সাঈফ বলেছেন: স্ক্যানিংয়ের বিষয়টা আমি বুঝি কিছুটা ভোগান্তি হবে কিন্তু উপায় নাই। মোবাইলে যে সব ছবি তুলে পাঠায় সেগুলো আপনার কাছে যদি সাবমিট করি আপনেও সরাসরি রিজেক্ট করে দিবেন। বলতে পারেন প্যারালাইজড রোগির মত, ধরে ধরে খাড়া করাতে হয়। ধন্যবাদ আপনাকে

২| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৮

শাহজাহান সাঈফ বলেছেন: মা। হাসান কে উদ্দেশ্য করে সর্বশেষ যিনি কমেন্টস করেছিলেন তার কমেন্টসটি আমি ডিলিট করে দিলাম। এই কমেন্টসটি ছিল সরাসরি ব্যক্তি আক্রমণ। যেটি আমার লেখার সাথে প্রাসঙ্গিক নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.