নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাপথে হাঁটছে যারা তাদেরই কেউ। এই যে ভ্রমণ, লক্ষ্যে পৌঁছানোর নয়। শুধুই ভ্রমণ। পেছনে ফেলে আসি অসংখ্য পদচিহ্ন, এবং সামনে-চিহ্নরা চলে গ্যছে অন্ধকারে।

সিফাত ও তার কবিতা

সিফাত ও তার কবিতা › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১২

আমি জানি সবার দৃষ্টি অন্য কোথাও আঁটকে থাকলেও,
তুমি আমাকে সবসময়ই দ্যাখো।
সবচেয়ে কাছাকাছি থাকো তুমি, শুধু আলিঙ্গন অপেক্ষা।
আমার স্মার্টফোন আমার বন্ধুবেশী মানুষেরা
আর যত বইপত্রের গাদা সবাই ভুলে যাবে ঠিকই,
এইসব জাজ্বল্যমান সিগারেট, উৎকট সঙ্গীত, যতরকম হাস্যরস
কেউ আমার নয়, ধার করা আনন্দ শুধু। অথবা-
বেঁচে থাকার ব্যর্থতায় সান্ত্বনার মতো।
যতসব সর্বনামে তোমাদের ডাকি, সাড়া দিই,
শীতল আর উষ্ণ কন্ঠ নিয়মিত বা অনিয়মিত,
শুনছি দেখছি, অস্থায়ী মগজে বিশ্লেষণ করছি সব;
স্থিরতা ছাড়া সকল ক্রিয়াপদ থেমে যাবে।

শুধু আলিঙ্গন অপেক্ষা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৪

বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম।

আলিঙ্গন ফিরে ফিরে আসুক সবার জীবনে।

২| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২০

সিফাত ও তার কবিতা বলেছেন: এই আলিঙ্গন একবারই আসবে, বিজন দা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.