নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কেমন দেশ গড়বি তোরাআমি নাকি হিংসে করি

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২


কেমন দেশ গড়বি তোরা

কেমন দেশ গড়বি তোরা,
কেমন তোদের স্বপ্ন ?
মনের মাঝে সুপ্ত সেসব
মনে মনে নিতেছিলি তার যত্ন।

অবশেষে বুঝেই গেলি
দূরারোগ্য ব্যাধিতে স্বদেশ
ভীষণ রকম আক্রান্ত।

পড়ার টেবিল ছেড়ে তোরা
রাজপথে নামলি-প্রতিবাদমুখর হয়ে
অনিয়মের লাগাম ধরে
জুরছে টান মারলি।

আগামীতে,
তোরাই দেশের কর্ণধার
তোরাই দেশের রত্ন।
পাপিষ্ঠদের ঘাড় মটকিয়ে
পারবি তোরাই করতে পূরণ
গণতান্ত্রিক দেশগড়ার স্বপ্ন।


আমি নাকি হিংসে করি

আমি করেছি বৃক্ষরূপন তোমরা ইটের ভাটা,
আমি ব্যস্ত পরিবেশ রক্ষায় তোমরা খুঁজেছো টাকা।
টাকার লোভে কাটলে মাটি
যা কেনেছো তারও বেশি-
ধানক্ষেতগুলো হয়ে গেল বদ্ধ জলাভূমি
এখন তোমাদের নাকি আছে অনেক টাকা,
নতুন করে করেছো ইটের ভাটা ।
ফলের গাছে ফল ধরেনা নষ্ট হয়ে যায়
বৃক্ষরূপন কর্মসূচী ব্যর্থ হলো তাই।
টাকার পেছন ছুটতে গিয়ে বিবেক বুদ্ধির মাথা খেয়ে
কেবল দেশের ক্ষতি করলে
আমি নাকি হিংসে করি - ন্যায্য প্রতিবাদ করলে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
ছবিটি হতাশাদায়ক। সিরিয়ায় আই এসরা শিশুদের ব্যবহার করছে। সোমালিয়ায় বোকো হারাম করছে। দেশে করছে কিছু উজবুক! আন্দোলন করবেন নিজে নামেন না।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ছোট বেলায় ফিলিস্তিনের খবরে পত্রিকায় এমন ছবি দেখতাম। শিশুর হাতে অস্ত্র তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করবে।

এইটা বাংলাদেশ। জীবনে এ রকম ছবি ক্ল্পনাও করিনি।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


বাচ্চারা প্রতিবাদ করেছে, কাজ হয়েছে; এখন সরে না গেলে সাধারণ মানুষ ক্ষেপে যাবে

এবার সকারের পতন হচ্ছে না; এখন সরকারের পতন হলে, দেশ চালানোর মতো দল নেই; উপযুক্ত লোকেরা দেশ চালানোর সুযোগ পাবে না।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কাজ কতটা হয়েছে। কোটা সংস্কার হয়েছিলো কিন্তু।

ছাত্রদের মুভমেন্ট দেখে বুঝা গেছে দুইদিনে সরকারের পতন সম্ভভ। শেখ হাছিনা অনুধাবণ করতে পারে নি।

ফলাফল.......চূড়ান্ত পতন ।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২

ভ্রমরের ডানা বলেছেন:

দেশের মানুষ যারা প্রাপ্তবয়স্ক তারা কি মরে গেছে সব! এই শিশুটিকে কেন এসবে জড়িয়ে ফেলা হচ্ছে। সেতো খেলবে ঘুরবে! তার জন্যে ধারিবুড়ো খোকাগুলো কি করছে এত্তদিন? এখন?

সব বালখিল্য কারবার সেলিম ভাই! বাংলাদেশ ফিনিস্তিন না, সিরিয়াও না। তবে কিছু উজবুক আছে যারা নিজেও জানেনা যে তারা মনে মনে জংগুলে!

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কথা যাই বলেন। মন খুব খারাপ হয়ে যায়।

আমাদের সন্তান এমন ভাবে একটা স্বাধীন দেশে রাজপথে দাড়িয়ে।

রাস্তা ঘাটে বের হওয়াও যাবে না দেখা যাবে গাড়ী চাপা দিয়ে মেরে ফেলার চক্রান্ত হয়ে আছে। :( কত অনিষ্চয়তা।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬

ঢাবিয়ান বলেছেন: জনাব চাঁদ্গাজী নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করেন। কিন্তু কথাবার্তার স্টাইল পুরাই গোলাম আজম। ৭১ এর রাজাকারদের আরো কিছু কার্বন কপি ব্লগে বেশ সক্রিয়।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: এমন স্বৈর শাসক হিটলারও ছিলেন না। দেশের মানুষের কপালে কত ভোগান্তি। আহারে মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছিল।

মুক্তিযদ্ধারা পরস্পরকে দোষারোপ করে । শাহজান খান মুক্তিযুদ্ধের সময় কি করেছিল?? কতজন মুক্তিযুদ্ধা তিনি হত্যা করেছিলেন জাতি জানতে চায় ।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৭

জগতারন বলেছেন:
শাজাহান খান এখন দুর্গন্ধময় ডাইপার (diapers) ছাড়া আর কিছুই না।
সে শুধুই দুর্গন্ধ আর দুর্গন্ধ।
এই হারামী কে সরানো এখন সময়ের ব্যাপার মাত্র।

আচমত খাঁ মোক্তারের ছাওয়াল 
দানব শাজাহান খাঁ এবার লও ঠেলা।
ধমক আর অপমান কত প্রকার ও কি কি ?

খালুর বসত বাড়ী জবর দখল করেছো !
খালাতো ভাই বোনেরা আজ বাস্তুহারা !!
১৯৭৯ সালে তরুন মেধাবী ছাত্র নেতা 
হেলালুল ইসলাম (রাংগু)-কে 
সর্বহারার গুন্ডা দিয়া গুলি করে মেরে
পথের কাঁটা সরাইয়ে নেতা হয়েছিলে !!!

খালুর দখল করা বাড়ীর সামনে নিজের এক দৈত্তাকৃতি
ছবি টাংগাইয়াছে এই সাজাহান খান
যেন বলতে চান;
"অত্র এলাকায় আমিই বড় দানম,
আমার সামনে আসবিতো এক্কেবারে চাঁবাইয়া খামু"


ওর বাপে মোক্তারি করতো মাদারীপুর কোর্টে,
ওর বাবার নুন আনতে পানতা ফুরাতো।
এখন এই কু**র বাচ্ছার হাজার কুটী টাকা সুইস ব্যাঙ্কে জমা।
এ সব টাকাই বাংলাদেশ ও বাংলাদেশের জনগনের টাকা।

এবার সেই সব স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!!

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: এরকম মন্ত্রী দেশের কি উন্নয়ন করবে?

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: দেশে আন্দোলোনরত ছাত্রচাত্রীদের শুভবুদ্ধি উদয় হবে না, কারণ একবার ছাত্রছাত্রী যখন আন্দোলোনে আসক্ত হয় তারা আন্দোলোন ছেড়ে যেতে পারে না, এটা না হলে অন্যটা - কোনো না কোনো আন্দোলোনে তারা জড়াবে - মাদকের নেশার চেয়ে বড় নেশা আন্দোলোনের নেশা !!!

আমার নিজের কিছু মতামত আশা করি পড়ে দেখবেন: -
http://www.somewhereinblog.net/blog/thakurmahmud/30249250

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভ বুদ্ধির উদয় হবে আশা করি। আর যে করার কিছু নেই। তারা মাথা উঁচু করে স্বাধীনতা পতাকা হাতে নিয়ে সর্বোচ্চ নাগরিক সুবিধা নিয়ে বড়ো হবে এই কামনা করি ।

আর কী করবো? দেশে চলছে অরাজকতা । তার সঙ্গে চাটুকার শ্রেণী দিয়েছে নতুন মাত্রা। ১৫৪ অধ্যায়ের কেলেংকারি মাথায় নিয়ে তারা ধরা কে সরা জ্ঞান করছে ।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


@ঢাবিয়ান ,

আমি কোথায়ও নিজকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবী করিনি; আমার পরিচিতরা অকারণে ব্লগে মুখ খোলায় কেহ কেহ তা শুনেছেন। আমি এখানে ব্লগিং করছি, আপনি সংগ্রাম করছেন, দুইটি আলাদা ব্যাপার।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনা প্রতিউত্তর আশা করি ঢাবিয়ান দিবেন।
আপনি মুক্তিযুদ্ধ হয়তো করেন নি অথবা করেছেন সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের বর্তমান প্রেক্ষাপট কি? যারা ক্ষমতা চালাচ্ছেন তারা দেশের মানুষের কথা কতটুকু ভাবছেন! তাদের দেশ পরিচালনা যদি দেশের মানুষের জন্য না হয়ে থাকে তাদের পক্ষে না বলে চুপ থাকা বেটার আর পারলে পরিবর্তনের পক্ষে। অতীত আমাদের শিক্ষা দেয়। একজন মন্দ মানুষ ভালো হয়ে যেতে ও পারে। তাই বর্তমানই সব। বর্তমানের নিরিখে যাচাই করতে হবে। ইতিহাসের পুনরাবৃত্তি হতে থাকে । সেক্ষেত্রে বর্তমান সরকারের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে বলা যায়!! পরিবর্তন দরকার। পরিবর্তন আবশ্যক ।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.