নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ওগো মমতাময়ী, আমারে দানিবে কবে ভালোবাসার দৃষ্টি?

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪১



অবশেষে মাঝ রাত্রিতে —ঘাম দিয়ে নামে জ্বর
জ্বরের ঘোরে মনে পড়ে—
মমতাময়ী মায়ের কথা আর অপাঙতেয় স্মৃতিরা করে ভর।

মায়ের সেবা শুশ্রুষায়
জ্বর পালিয়ে যেত
নামতো প্রশান্তির নৈঃস্বর্গ বুকে।

প্রিয়তমা লইলো না তার খবর,
শেলসম বিঁধে তা মনের ভিতর ।

একাকিত্বের গরল পান করে
বোধের দেয়ালে ক্রমাগত আছড়ে পড়ে
প্রেমহীন অবজ্ঞার কবিতা,
প্রিয়তমা এবং হিংস্র শকুনি সমার্থক যখন।

ফুলের বিনিময়ে জুটে শঠতার কন্টক
মিথ্যে অভিযোগে ক্ষতবিক্ষত—এ প্রেমিক হৃদয়।

মনে রেখো প্রবঞ্চনা কখনো প্রেম নয়—গ্রীষ্মের দাবদাহের মতো
অসহনীয় লাগে প্রাণে তা।

গণতন্ত্রের চেতনাধারি প্রহসনের কারাগারে বন্দি

তাকে মুক্ত করতে হবে—তবেই প্রতিষ্ঠিত হবে
গণতন্ত্র ও নাগরিক অধিকার তথা আধুনিক রাষ্ট্র।

ভালোবাসার পৃথিবী আমার চাই- জ্বরে পুড়ে দেহটা হলো যেন ছাই ।

মানুষকে কষ্ট দিতে নেই....তাতে কেবল বাড়ে বিড়ম্বনা
সাফল্য নিহিত কেবল ভালোবাসাতেই
ভালোবাসার অর্ঘ্য বুকে টেনে লহ সখা এক নিমিষে।

জীবনটা এমনি প্রিয়তমা—
বন্ধুর পথে জ্বরের ঘোরে
ভালোবাসার আকূতি যেন ছড়িয়ে পড়ে
—আকাশের নীলিমায়।

সতত প্রশ্ন জাগে মনে
কবে নামিবে প্রশান্তির বৃষ্টি ?
ওগো মমতাময়ী, আমার তরে দানিবে কবে ভালোবাসার দৃষ্টি?




মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫০

ভীতু সিংহ বলেছেন: সুন্দর কবিতা। প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম।

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

২| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লাগল।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৯

সেলিম আনোয়ার বলেছেন: জ্বরের ঘোরে লেখা কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো । এটা কি কবিতা হয়েছে। জ্বর সারলে বুঝতে পারবো ।

৩| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৩

বাকপ্রবাস বলেছেন: মা হয়ে যায় মাটি
প্রেমিকা হয়ে যায় ঘষেটি....
খুব সুন্দর।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

৪| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

অচেনা হৃদি বলেছেন: ওহে কবি, তুমি তো লভিয়াছো শত
মমতার ছায়াঘেরা আঁখি,
তবু আরও চাও কেন তুমি?
তৃপ্ত হবে কোন কালে, বলো আর কত? ;)

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: একটি সাগর চাই ।

৫| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




প্রিয়তমা বিহনে ঘাম দিয়ে নামা জ্বরের জন্যে ভালোবাসার দৃষ্টির প্রেসক্রিপশান !
ভালো ।
তবে প্রিয়তমা যখন শকুনি হয়ে যায় তখন এমন প্রেসক্রিপশান দরকার কিনা !

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: শকুনিতো ভালোবেসে বলা।

৬| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩

বিজন রয় বলেছেন: প্রথম ৬ লাইন পর্যন্ত ভাল ছিল, তারপর গুলিয়ে ফেললেন।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি?
কবিতার ইচ্ছাতেই অমন হলো।

৭| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪

বিজন রয় বলেছেন: হয় আপনি ওইভাবে লেখেন, না হয় এইভাবে লেখেন।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: হা হা হা । =p~

৮| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! সুন্দর আঁকুতি। নিশ্চয় মমতাময়ী দানিবে ভালোবাসার দৃষ্টি , নামিবে প্রশান্তির বৃষ্টি।

শুভকামনা রইল।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৯| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩

সুমন কর বলেছেন: আজ বাহিরে প্রচন্ড গরম, বের হওয়া যাচ্ছে না........হাহাহাহা

কবিতা ভালো লাগল।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি হলে ভালো হতো।

হবে কি না কে জানে? মাথা ব্যথা করছে জ্বরে।

১০| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২১

কুঁড়ের_বাদশা বলেছেন: দারুন কবিতা। ;)

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ :)

১১| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম প্যারাটা চমৎকার।

মা আর প্রেমিকা হলো কবিতার বিষয়। মা আর প্রেমিকার বিষয়টা আলাদা করে লিখলে দুটো কবিতা হয়ে যায়।

বানান নিয়ে আরেকটু সতর্ক হোন।

আপনার নির্মাণ কৌশলে উন্নতি লক্ষণীয়।

শুভেচ্ছা প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: টাইপো ঠিক করা হয়েছে ।

১২| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

১৩| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১

বিজন রয় বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম প্যারাটা চমৎকার। আপনার নির্মাণ কৌশলে উন্নতি লক্ষণীয়।

সহমত।
একথা আমি অনেকদিন আগে থেকেই কবিকে বলে আসছি।

১৪| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৩

বলেছেন: আহা----অসাধারন

১৫| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৭

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ! চমৎকার কবিতা; সুপাঠ্য +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.