নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমরা দু’জনে সৃষ্টি করে যাবো

২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৬



মনেরও মাধুরী তব উছলিয়া ওঠে প্রাণে
মন্ত্রমুগ্ধ যেন কথার ফুলঝুরি ফোটে
তব স্তুতি বন্দনায়।

যেন মৃত দেহে জাগে প্রাণ
কবরের নিরবতা ভেঙে— এ এক অবাক মুখরতা
মৃত্যুপুরী নয় এ যেন এক স্বর্গীয় উদ্যান।

তুমি শুধু — আমারই অপেক্ষায়
স্তুতি বন্দনায় যেন অটুট থাকে
আমাদের দুজনার কালোত্তীর্ণ প্রেম।

মনেরও মাধুরী মিশিয়ে
তব প্রেম তব প্রাণ স্বর্গসমান।
তুমি আমারেই সঁপেছো তবে
ক্ষণিকের বিচ্যুতি মনে হলে
তোমার চাপা অভিমান
প্রকাশ্য দিবালোকোর মত
স্পষ্টতই ধরা পড়ে…

ভেবো না ভোবো না
কাব্য চর্চার হে অনন্ত প্রেরণা—মম।
চলছে চলবে ..... জীবন নিরবধী
মোরা মিশে যাবো হবোই হবো এক দেহ এক প্রাণ
যেন এক আত্না
তুমি দাও যদি —নেবো নেবো গো
প্রেমের একান্ত অধিকারে তোমার প্রেমের ছোট্ট ঘরে
এই প্রেম অপ্রগলভ নেই যে এতে কোন ত্রুটি বিচ্যুতি ।

নিয়ত প্রেম নিমগ্ন থাকি যেমন অস্তরবি রোজ সাগরে
গোধূলীর আলো মেখে দেয় ডুব
সুখের স্বর্গ বিরচনে আমরা দু’জনে সৃষ্টি করে যাবো
মনসা মঙ্গল রক্তকরবী হৃদয়মালতী…

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা খুব ভালো লেগেছে। প্রেমিক প্রেমিকা প্রেমে নিমগ্ন হয়ে সৃষ্টি করুক মনসা মঙ্গল, রক্তকরবী আর হৃদয়মালতী।

২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

২| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: একটু কঠিন লাগলো।

২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কেউ যদি অংবং কবিতায় অনুপ্রাণিত হয়ে দারুন সব পোস্টের অবতারণা করে আর সেখানে কমেন্টের বন্যয় ভেসে যায় অন্যায়।তাহলেও তো কবিতা লেখা স্বার্থক। :P


কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময় কবি দা

২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫২

জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা!

২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৩৬

জটিল ভাই বলেছেন:
আপনারা সৃষ্টি করুন,
আমরা পড়ার অপেক্ষায়......

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.