নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কোথায় হারালে

১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১২





কোথায় হারালে বলোনা কোথায় দাঁড়ালে
কোথায় গেলে ভালোবেসে দুহাত বাড়ালে
পাবো ওগো তোমারে— মম বাহুডোরে
ষড়ঋতুর পরিক্রমা শেষে
এসেছে যে নতুন বছর, গ্রহণ করো তারে
এসেছে রৌদ্র খরতাপ।
যদি কাছে না আসো
যদি না দাও দেখা
যদি করো হেলা
বাজিবে প্রলয় বীণ জ্বলিবে অগ্নি শিখা
বোশেখ ঝড়ে যাবে উড়ে ভেঙেচুড়ে পাখির বাসা।
ভালোবাসা হতে পারে লীন
দিবালোকের মতো তাই হও প্রকাশিত
প্রেমের লেনদেনে।
এসেছে নতুন বছর
অতীত গ্লানি ঝেরে ফেলে
এসোগো নিরোপমা, চাঁদের উপমা
আমি সূর্য তোমার।
এই নাও আলো
ভরাপূর্ণিমার জোছনা লয়ে
দূর করো হে সব তিমির আঁধার
গ্রহণ করো সূর্য তোমার
সূর্য গ্রহণে ধন্য করো হে, পূণ্য করো!
আনত হও— কালোত্তীর্ণ প্রেমে
এবার করো হে স্বীকার;
ভালোবাসো শুধু মোরে একান্ত অধিকারে।
যেন হাজার বছর ধরে লালিত
বাংলার কাদা মাটি জল
প্রেমের চঞ্চল ঝর্ণাধারা হে
আমায় প্রশান্ত করো তৃপ্ত করো
প্র্রেমস্নাত হয়ে পুতপবিত্র করো অন্তর তব
তৃষিত ওষ্ঠ অধর
কবিতা পাঠ করে ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৬

মায়াস্পর্শ বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতা।

১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৭

রানার ব্লগ বলেছেন: চমৎকার হয়েছে !!

১৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে।

৩| ১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:০১

শেরজা তপন বলেছেন: বাসি ঈদ মোবারক ও বাংলা নববর্ষের শুভেচ্ছা কবি। ভাল থাকুন নিরন্তর।

১৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.