নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

বিনোদনের নামে কি তৈরি হচ্ছে?

১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৫



বহু পোলাপান টাকা উপার্জনের সহজ মাধ্যম হিসাবে বেছে নিচ্ছে ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও তৈরি করার কাজ। মানুষের বিনোদন প্রয়োজন সে হিসাবে এটি ভাল উদ্যোগ কিন্তু বিনোনের নামে কি ধরনের ভিডিও হচ্ছে তা কেউ খবর রাখছে বলে মনে হয় না।

উঠতি বয়সের ছেলে মেয়েদের কাছে যৌন বিষয়ক অনেক কিছুই ভাল লাগে এটা প্রাকৃতিক প্রদত্ত একটি বিষয় ঠিক সেই সুযোগটা নিচ্ছে ইউটিবার নামে একদল ধান্দবাজ।

বিশ্রী অঙ্গভঙ্গি, অশ্লীল পোশাক, অশ্লীল ভাষা প্রয়োগ করে তৈরি হচ্ছে এসব ভিডিও, সবচেয়ে উদ্বেগের বিষয় এসব ভিডিও তৈরি করতে বেছে নেওয়া হচ্ছে উঠতি বয়সের ছেলেমেয়েদের। আজ সকালে একজনের শেয়ার করা একটি ভিডিও দেখলাম একটি ধর্ষণ টাইপের কিছু অভিনয়, আমি ভাবতে পারছি না এত অল্প বয়সের ছেলেমেয়েদের দিয়ে কিভাবে এই অভিনয় করানো সম্ভব? মেয়েটির বয়স বড়জোর সাত বছর! ছেলেগুলোর দশ এগার বছরের মত হবে!

এরপর আছে টিকটক নামের এক অশ্লীল এ্যাপ (আরো নাকি আছে, আমি নাম জানি না)

এবার একটু ইসলামী ভিডিওগুলো দিকে নজর দিই, এক শ্রেণীর ইসলামিক দাবিদার ভাই বোনেরা ইসলামের বিভিন্ন ঘঠনা উপর একটি সচিত্র ভিডিও তৈরি করছে, ভিডিও গুলো দেখে আমার কিছু প্রশ্ন মাথায় এসেছে,

এক, শুধুমাত্র টাকা উপার্জনের উদ্দেশ্য ইসলামের প্রচার কতটুকু ইসলামসম্মত?

দুই, যেভাবে ঘঠনাগুলোর ভিডিওর ছবি তৈরি হচ্ছে ঐ ঘঠনা তো ওভাবে না ঘঠতেও পারে, তাহলে কেন এভাবে প্রচার হচ্ছে?

তিন, অনেক বির্তকিত বিষয় নিয়ে মনগড়া বক্তব্য প্রচার যা সমাজে বিরুপ প্রভাব পড়ছে এগুলো কেন করা হচ্ছে উদ্দেশ্য প্রণীত নাকি শুধু অর্থের হিসাব?

ভাল ভিডিও যে হচ্ছে না তা নয়, ভ্রমন, রান্নাসহ অনেক ভাল কনটেন্ট আছে তবে তাদেরকে ছাপিয়ে যাচ্ছে অশ্লীল তৈরীর ধান্দাবাজরা।

এসব দেখার দায়িত্ব যাদের আশাকরি তারা খুব দ্রুত এ দিকে নজর দিবে, এমনিতেই আমার সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়ছে তার উপর এভাবে যৌন সুড়সুড়ি ভিডিও খুবই প্রভাব ফেলাচ্ছে উঠতি ছেলেমেয়েদের উপর, বিনোদন থাকবে তবে তা যেন সমাজ গঠনে ভূমিকা রাখে, সমাজ ধংস না করে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এসব দেখার যেন কেউ নেই। বড় আফসোস লাগে।

১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

শাহিন-৯৯ বলেছেন:



সত্যিই আফসোসের বিষয়।
আন্তরিক ধন্যবাদ।

২| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এই বয়সে যেখানে উন্নত বিশ্বের ছেলেমেয়েরা কোডিং সহ অন্যান্য শিক্ষনীয় বিষয়সমূহ শিখে - সেখানে আমাদের দেশের ছেলে মেয়েরা এ সকল কালচারে গা ভাসিয়ে দিয়ে নিজেদের /সমাজের অধ:পতন ডেকে আনছে। আর কর্তৃপক্ষরাও ভাতঘুমে আছে।

১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

শাহিন-৯৯ বলেছেন:




সহমত, চমৎকার কিছু কথা বলেছেন।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৩| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বড়ই চিন্তাযুক্ত হইলাম।

১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪০

শাহিন-৯৯ বলেছেন:




মালয়েশিয়ায় এসব ভিডিও প্রভাব কেমন?

৪| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: আমি প্রতিদিন এক ঘন্টা করে টিকটক দেখি। তাই দেশ কোথায় গেছে তা আমি খুব ভালো জানি। ভয়াবহ অবস্থা। ইয়াবার নেশার চেয়ে কম নয়।

১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪১

শাহিন-৯৯ বলেছেন:



আপনার উপলব্ধি অবিশ্বাস করার প্রশ্নই উঠে না, আপনি সত্যিই একজন জ্ঞানী মানুষ।

৫| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৮

নেওয়াজ আলি বলেছেন: প্রতিটি পাড়ায় মহল্লায় কিশোর গ্যাং আছে এদের দেখাশোনা করে পাড়ার ক্ষমতাবান লিড়ার ফেনীতে অলরেড়ি একজন মেধাবী যুবককে হত্যা করছে একটু তর্কতেই । তাই নজর রাখি বাচ্চাদের উপর। এইটা রাজনৈতিক কারণে সমাজের অবক্ষয় ।

১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

শাহিন-৯৯ বলেছেন:



এইটা রাজনৈতিক কারণে সমাজের অবক্ষয়।
এই একটি কারণে আমারা অনেক পিছিয়ে।
আন্তরিক ধন্যবাদ।

৬| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @ কিশোর গ্যাং দের বিষয়ে কি ৯৯৯ সহযোগিতা করে ?? সঠিক তথ্য জানতে চাই।

১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

শাহিন-৯৯ বলেছেন:



কি ধরণের তথ্য জানতে চান?

৭| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১৪

জাহিদ হাসান বলেছেন: :(

১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

শাহিন-৯৯ বলেছেন:




ধন্যবাদ।

৮| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
টিকটক ও লাইকি সস্তা বিনোদনে আর নোংরামীতে ভরে গেছে। প্রশাসনের নজর নেই।

১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

শাহিন-৯৯ বলেছেন:



সস্তা বিনোদন আমাদের সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে, দ্রুত সমাধান দরকা।

৯| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৮

জনৈক অপদার্থ বলেছেন: ইউটিউবে বাংলা কন্টেন্ট এসব কারনেই দেখা বাদ দিয়ে দিসি। আপনিও দিন, বিরক্তিকর কন্টেন্ট বানায় এরা

১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

শাহিন-৯৯ বলেছেন:




আমি তেমন দেখি না, ফেসবুকে অনেক শেয়ার দেই তাই মাঝে মধ্যে দেখি।

১০| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৮

আহা রুবন বলেছেন: এসবের দর্শক অসংস্কৃতিবান ছেলে-মেয়েরা। সংস্কৃতি চর্চা, শরীর চর্চা, সুস্থ বিনোদন না থাকলে যা হওয়ার তাই হচ্ছে।

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৬

শাহিন-৯৯ বলেছেন:



সহমত।
সুস্থ বিনোদনের অভাবে এগুলো আমাদেরকে চেপে ধরছে।

১১| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: ভয়ঙ্কর অবস্থা! কতটা ভয়ঙ্কর, তা বেশিরভাগ মানুষের কল্পনারও বাইরে।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তরুণ সমাজকে ধ্বংসে ভয়াবহ একটা ফাঁদ তৈরী হয়েছে; এবিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.