নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

আসিবে দিন শুধিতে হইবে ঋণ।

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৮


ছবি, নেট দুনিয়া থেকে।

আসিবে দিন শুধিতে হইবে ঋণ
এ নিয়ম প্রকৃতির।
তুমি;
যতই করো কৌশল
যতই বিছাও ছলনার জাল
যতই চেতনা নিয়ে করো খেলা
হবে না, হবে না কোন ফল
আসিবে দিন শুধিতে হইবে ঋণ।

দেখো চেয়ে একটু অবসরে
ও চোখগুলো যেন বলছে
একদিন তুমিও
এ সারিতে দাঁড়াবে।

ওরা যেন বলছে, চিৎকার করে বলছে
বিচার চাই বিচার চাই
নিঃশব্দ এ চিৎকার তুমি না শুনলেও
প্রকৃতি শুনছে, ঠিক ঠিক লিখে রাখছে
আসিবে দিন শুধিতে হইবে ঋণ।

সময়ের খেয়াল ঘরে আজ অথবা কাল
তুমি আমি একই পথে
শুধু কেউ নির্মমতায় কেউ স্বাভাবিক শেষ বিদায়
সাথে যাবে শুধু পাপ-পূন্য,
খ্যাতি, ধন-সম্পদ যা কিছু ছিল বাহদুরীর-
সবই রয়ে যাবে।
এপারে না হলেও ওপারে
আসিবে দিন শুধিতে হইবে ঋণ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ বোধময় প্রকাশ কবি দা

১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

শাহিন-৯৯ বলেছেন:



আন্তরিক ধন্যবাদ।

২| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৬

নেওয়াজ আলি বলেছেন: বাহ , চালিয়ে যান অবিরত।

১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

শাহিন-৯৯ বলেছেন:



আন্তরিক ধন্যবাদ।

৩| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



হঠাৎ করে কবি হয়ে গেলেন; মনে কি অনেক হতাশা জমে গেছে?

১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫০

শাহিন-৯৯ বলেছেন:



হা হা হা, কি বলেন!
অবশ্য হতাশা আমার নিত্য সাথী তবে দমে যাই না বিরতিহীন চলছি জীবনের পথে নতুন সময়ের খোঁজে।

৪| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৬

জগতারন বলেছেন:
সাময়িক কবি ?
আবার যদি আসে পছন্দমাফিক কোন সময় !
তখন বুদ্ধাবতার (!)

১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

শাহিন-৯৯ বলেছেন:


সাময়িক কবি!
না, আমি সাময়িক কবি নই, নিয়মিত অ-কবিতা, অ-গল্প লিখি তবে তা এই নিকে প্রকাশ হয় না।

৫| ১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লেগেছে।

১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

শাহিন-৯৯ বলেছেন:


গুনীদের মন্তব্য দেখলে নিজেকে ধন্য মনে হয়।
আপনাকে আন্তরিক ধন্যবাদ মন্তব্যটির জন্য।

৬| ১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রচেষ্টা অব্যাহত রাখুন ।

পোস্টে প্রথম লাইক।

শুভেচ্ছা নিয়েন প্রিয় শাহিন ভাই।

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩

শাহিন-৯৯ বলেছেন:



প্রথম লাইকের জন্য আন্তরিক ধন্যবাদ প্রিয় দাদা।
শুভকামনা নিরন্তর।

৭| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪৩

কলাবাগান১ বলেছেন: আমি আপনার জায়গায় হলে, এই ছবিতে স্বাধীনতা বিরুধী জামাত/শিবির এবং বিনপি গং এর গ্রেনেড হামলায় নিহত ২৮ জনের ছবিও এড করতাম

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৫

শাহিন-৯৯ বলেছেন:



মাথায় সমস্যা আপনার?
এখানে কি বিএনপির কোন গুম হওয়া সদস্যের ছবি আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.