নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

দেশের গনতন্ত্র এখন মূল পথের বাহিরে।

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪০




স্বনির্ভর জাতি, টেকসই উন্নয়ন, আর চ্যালেঞ্জিং বিশ্বে নিজেদেরকে দাঁড় করাতে চাইলে আমাদের মত তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলিকে অবশ্যই যোগ্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ এক‌টি বিষয়, সল্প সম্পদ আর নানান সমস্যায় ডুবে থাকা এই দেশটির জন্য যোগ্য নেতৃত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যোগ্য নেতৃত্ব বাঁচাইয়ের একমাত্র পথ হল উন্মুক্ত গনতন্ত্র কিন্তু স্বাধীনতার প্রায় অর্ধশতাব্দী পার হতে চললেও আমরা কি সেই কাঙ্ক্ষিত গনতন্ত্রের দশ শতাংশ পূরণ করতে পেরেছি?

আমি বলবো মোটেও না, গনতন্ত্র শব্দটি উচ্চারণ এখন যেন অপরাধের মত! বাকস্বাধীনতা, গনতন্ত্র নিয়ে এখন একটু উচ্চ শব্দ করলে আড় চোখে দেখে প্রশাসন, কখ‌নো বন্দুকের নল তাক হয় বুকের পাঁজর বরাবর, জীবন বাঁচাতে অনেকে ছেড়েছে নাড়ীর টান, রেখেছে পা বিদেশ ভূমিতে।

নানা চড়া উৎরাই যখন ৯১ নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত গনতন্ত্রের পথে পা রাখলো দেশ তখন অনেকেই স্বপ্ন দেখতে শুরু করেছিল কিন্তু গত দুই নির্বাচনে এ জাতি আবার হারালো পথ, দোষ কার, কত বেশি তা নিয়ে তর্ক করছি না তবে আমরা গনতন্ত্র, বাকস্বাধীনতা, মানবিক মূল্যবোধ, জবাবদিহি প্রশাসন, স্বাধীন বিচার ব্যবস্থায় দিনকে দিন পিছিয়ে যাচ্ছি এ কথায় নিশ্চয়ই দ্বিমত করবেন না?

একুশ শতকের তৃতীয় দশকে আমরা পর্দাপন করেছি, এখন আমাদের আলোচনা নিদেনপক্ষে পরিবারতন্ত্রের বাহিরে আসার পদক্ষেপ নিয়ে হওয়ার কথা, ঠিক তখন আমাদের আবার নতুন করে শুরু করার জন্য প্রস্তুত হতে হচ্ছে!!

কে দায়ী, কারা দায়ী তা একদিন ইতিহাস বিচার করবে।

আজ দুইটি ভিডিও দেখলাম সংসদ অধিবেশনের, আমি হতভম্ব হয়ে গেলাম!! সংসদে কিভাবে বিল উথ্থাপন করতে হয় জানে না, স্পীকার বলে দিলেও ঠাঁই দাঁড়িয়ে তিনি প্রতিমন্ত্রী? আর একজন সংরক্ষিত এমপি দেখে বাংলা পর্যন্ত পড়তে পারছে না?

এদের বিকল্প কি সত্যিই এ দেশে নেই?

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৪৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার পেছনে, আপনি কি কোন ধরণের কারণ দেখছেন?

১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৭

শাহিন-৯৯ বলেছেন:


শেখ হাসিনার সমর্থক বা লীগ সমর্থক যারা তারা হয়তো একশ কারণ বলতে পারবেন কিন্তু কোন কারণেই কি এভাবে গনতন্ত্র হত্যা করার অধিকার কি তার আছে? তার মত নেত্রীর কাছে জনগণ কি আশা করে? যিনি সারাজীবন বলে এসেছেন "মানু‌ষের ভাত ও ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দিবেন না, কেড়ে নিতে দিবেন না"

২| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আওয়ামী লীগের সকল নেতাকে মেরে ফেলতে চাওয়া প্রধান কারন।একজন একজন করে মারতে ছিল সেটাও একটা কারন।আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটানো।
আওয়ামী লীগ ছাড়া যদি অন্য কোন গণতান্ত্রিক দলের ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরিহয় তবেই মনে হয় সম্ভব।অন্যথায় এমনই চলতে থাকবে।
আপনি সংসদ দেখেন,সংসদের খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেন তাতে বুঝা যায় একেবারে সাধারন মানুষ না।

১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২১

শাহিন-৯৯ বলেছেন:


খুলনার মন্জুরুল, গাজীপুরের আহসানউল্লাহ মাষ্টার ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার তদন্তগুলো ফলাফল কি আপনার কাছে সন্তোষজনক ছিল? আসল অপরাধীরা কি তদন্তে বের হয়েছিল?

৩| ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪৫

কবিতা ক্থ্য বলেছেন: ভাই গনতন্ত্র কি খায়, না মাথায় দেয়?
গনতন্ত্র বলতে আমরা বুঝি- সরকারি পার্টি কইরা কোটি কোটি টাকা বানানো।
আপনের আর আমাদের গনতন্ত্রের সংগা পুরাই আলাদা।

ভুল ত্রুটি মার্জনীয়।

১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৩

শাহিন-৯৯ বলেছেন:

ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের গণতন্ত্র দিয়ে বিচার করলে ফলাফল আপনার কথা মতই হবে।

৪| ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় শাহিন ভাই। আপনার লেখা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে একটাই অনুরোধ পশ্চিমবঙ্গে ভাজপার আমদানিকৃত 'গনতন্ত্র' বানানটা প্লিজ অনুকরণ করবেন না।নইলে আপনাকে হয়তো ভাজপারা নিজেদের প্রতিনিধি ভাবতেই পারে। হেহেহে...
ভাজপার এই ভুল বানান সংস্কৃতি এখন পশ্চিমবঙ্গবাসীর মুখে মুখে। কাজেই প্লিজ 'গণতন্ত্র'কে যথাযথ রাখুন।
শুভকামনা রইলো।

১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৬

শাহিন-৯৯ বলেছেন:



গণতন্ত্র নাকি গনতন্ত্র? আমার ই-ডায়রী দুইটাই সহি বলে!! হা হা হা,
গণতন্ত্র বোধ হয় সহি, এটাই তো সেই বাল্যকাল থেকে পড়ে আসছি।


আন্তরিক ধন্যবাদ প্রিয় দাদা।

৫| ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১১

পদাতিক চৌধুরি বলেছেন: এই প্রসঙ্গে গতকয়েকদিন আগে কাভা ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লেগেছে।
মোটামুটি যার সারাংশ ছিল এমন-
যতক্ষণ পর্যন্ত দেশের সর্বোচ্চ শক্তির অস্বস্তির কারণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাক স্বাধীনতা অ্যলাউ।

১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩০

শাহিন-৯৯ বলেছেন:


ব্লগ নিয়ে সেই লেখাটি পড়েছি, মন্তব্য করা হয়নি।

দাদা আমার এলাকায় চোর ছেচ্চর গুলো এখন মেম্বার চেয়ারম্যান হচ্ছে কারণ দলীয় প্রতীক সমর্থন যেই পাচ্ছে সেই জয়ী হচ্ছে তাই এই চোর ছেচ্চরগুলো জনগণের কাছে না গিয়ে টাকা নিয়ে উপরে দৌড়াচ্ছে।

৬| ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার মনে হবার উপর তো তদন্ত নির্ভর করবে না।আপনার কাছে যদি এমন কোন ক্লু থেকে থাকে জাতীয় স্বার্থে আপনার তা প্রকাশ করা উচিত ছিল।
তবে এটা ঠিক যে খালেদা জিয়া সংসদে দাড়িয়ে বলেছিল,হাসিনা ভ্যানিটে বেগে করে গ্রেনেট নিয়ে সভায় মেরেছিল এই কথাটা সত্য ছিল।অবশ্য কয়টা গ্রেনেড নিয়ে দিয়েছিল সেটা বলেনাই।
এখন শেখ হাসিনা কোন রকম লুকচুরি না করে প্রকাশ্যেই বলছেন,মানুষের জীবন নিয়ে আর কোন ছেলে খেলা খেলতে দেয়া হবে না।গনতান্ত্রিকভাবে আসুন গনতন্ত্রের ভাষায় কথা বলুন।

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪২

শাহিন-৯৯ বলেছেন:


এরশাদের অধীনে যে নির্বাচন করবে সে জাতীয় বেঈমান আর আওয়ামীলীগের একটি লাশ পড়লে আমরা দশটি ফেলাবো!!

এগুলোও কিন্তু ভাষণ, একজন দিয়েছিল!!

৭| ১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭

নেওয়াজ আলি বলেছেন: বর্তমানে গণতন্ত্রের মানসকন্যা ক্ষমতায় । গণতন্ত্রের জোয়ার বইছে। :-P

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪০

শাহিন-৯৯ বলেছেন:


জোয়ার বেশি হলে এলাকা প্লাবিত হয়, বন্যা হয়!! অন্তত জোয়ার যেন সে পর্যন্ত না যায়!!

৮| ১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: এই দেশ নিয়ে আশা ভরসা ছেড়ে দেওয়াই ভালো।

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৮

শাহিন-৯৯ বলেছেন:



আমি জন্ম এই ভূমিতে তাই হতাশ হলেও আশা ছাড়ি না, কখনো ছাড়বোও না।

৯| ১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

অপু তানভীর বলেছেন: দেশে এখন প্রচুর উন্নয়ন হচ্ছে তাই গনতন্ত্র বেড়াতে গেছে । উন্নয়নের কাজ শেষ হলে গনতন্ত্র ফেরৎ আসতে পারে ! :D

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৭

শাহিন-৯৯ বলেছেন:


আমাদের দেশের বেশিরভাগ লোক সরকারের রুটিন ওয়ার্ক বুঝে না, তাই উন্নয়ন শব্দটি খায় কি মাথায় দেয় তা বুঝে না।

আমি প্রচুর ঘুরতে ভালবাসি, আমাকে যদি সাথে নিত তয় মন্দ হতো না!!

১০| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি জন্ম এই ভূমিতে তাই হতাশ হলেও আশা ছাড়ি না, কখনো ছাড়বোও না।

আশা ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ না। আশাই তো মানুষকে বাঁচিয়ে রাখে।

১১| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি যে দুট বিষয় উল্লেখ করলেন দুটিই ঠিক আছে। আওয়ামী লীগ নির্বচনে না গেলে দেশে সামরিক সরকার আসতো,যেটা বিএনপির আদর্শ।কিন্তু আওয়ামী লীগ সম্পুর্ণ ভাবে সামরিক সরকার বিরোধী।
তার কর্মীদের মনোবল ঠিকরাখার জন্য দ্বিতীয় বক্তব্যটিও ঠিক আছে।

১২| ১৩ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩৩

স্প্যানকড বলেছেন: গনতন্ত্র!কবেই ছিল দেশে? খোঁজতে থাকেন আপনারা। আমি ঘুমাই। যে জাতি জেগে ঘুমায় তাদের জাগানো কারো পক্ষে সম্ভব না! ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.