নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

যতক্ষণ পর্যন্ত না পরাস্ত হচ্ছি ততক্ষণ জানবো আমরাই জয়ী।

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৮



নিশ্চিত ভাবেই ইন্ডিয়া আমাদের থেকে অনেক ভালো টিম।

স্বাভাবিক ভাবেই তাদের জেতার সম্ভবনা অনেক বেশি।

তবুও মাসরাফি ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে পারি

বাংলাদেশ টিম শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করবে জিততে।

যদি জিততে পারি অবশ্যই অনেক বড় আনন্দ মিছিল করবো।

কিন্তু যদি হেরে যাই যত জনকে দেখবো দেশের দুর্নাম করেছে

সবাইকে ইন্ডিয়ান দালাল বলে জানবো।

খেলার পূর্বেই হেরে যাবো না। যতক্ষণ পর্যন্ত না পরাস্ত হচ্ছি

ততক্ষণ জানবো আমরাই জয়ী। ভুলবেন না কোয়ার্টার

ফাইনালে আমরা কারও দয়ায় আসিনি নিজেদের যোগ্যতা

প্রমান করেই এসেছি।

যদি যোগ্য টিম হয়ে থাকি তবে বিশ্বকাপ জয় থেকে মাত্র ৩ টি

ম্যাচ দূরে দাড়িয়ে আছি।

কবির ভাষায়----------------

আমি ভয় করব না ভয় করব না।

দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না ॥

তরীখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে--

তাই ব'লে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না ॥

শক্ত যা তাই সাধতে হবে, মাথা তুলে রইব ভবে--

সহজ পথে চলব ভেবে পড়ব না, পাঁকের 'পরে পড়ব না ॥

ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে--

বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না ॥

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: যে কোন ফলাফলের জন্য প্রস্তুত । তবে দোয়া করি বাংলাদেশ যেন জিতে যায়।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.