নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

আদালতের রায়ে যখন পরাজিত জন রায়!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৪

আজ সারা দিন মন বেশ ভালই ছিলো কিন্তু একটি সংবাদ পড়ে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না।

পূর্ব লন্ডনের বাঙালি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র পদ হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। যিনি কিনা টানা ২ বার রেকর্ড পরিমাণে ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন কোন দলের সমর্থন ছাড়াই জনগনের সমর্থনে। আমি জনাব লুৎফুর রহমান সম্পর্কে তেমন বেশি জানি না তবে বিভিন্ন সময়ে পত্রিকার মাধ্যমে যা জানতে পেরেছি লুৎফুর রহমান ছিলেন অত্তান্ত ধর্মভীরু, তিনি লন্ডনে মক্কার ইমামকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। লুৎফুর রহমান বাঙ্গালীদের জন্য তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু উন্নয়ন মূলক কাজ করার চেষ্টা করেছিলেন। তিনি বাঙ্গালী ছাত্রদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছিলেন। যেখানে সম্পূর্ণ ইংল্যান্ডে বাঙ্গালী ছাত্রদের লেখাপড়া কষ্টসাধ্য হয়ে পড়েছিল সরকারের নতুন নিয়মে সেখানে লুৎফুর রহমান চেষ্টা করেছিলেন তাদের জন্য সহজ শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে। তিনি চেষ্টা করেছিলেন তার নির্বাচনী এলাকার নাগরিকদের জন্য নাগরিক সুবিধা বৃদ্ধি করতে। এজন্য তিনি নতুন নতুন উন্নায়ন প্রকল্প শুরু করেছিলেন। অবশ্যই জনগনের সমর্থন সব সময় তার সাথেই ছিল। লুৎফুর রহমান প্রথমে লেবার পার্টির সদস্য থাকলেও শুধুমাত্র লেবারপার্টির কিছু বর্ণবাদি সদস্যের জন্য পার্টির থেকে মনোনয়ন লাভে ব্যার্থ হন পরবর্তীতে বিদ্রোহী পার্থী হিসাবে নির্বাচনে জয়লাভ করেন। গত বছর তিনি নিজে নতুন একটি নতুন দল গঠন করে নির্বাচনে অংশ নেন এবং আবার নির্বাচিত হন। দুঃখ জনক হলেও সত্য কথিত আদালতের রায়ের কাছে একজন জননন্দিত নেতার পরাজয় হল আজ। প্রকৃত পক্ষে আদালতের রায় আজ জন রায়কে পরাজিত করলো। স্যালুট জনাব লুৎফুর রহমান।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৫

অবনি মণি বলেছেন: স্যালুট জনাব লুৎফুর রহমান

আমার সিলেটী ।

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত

২| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৯

নতুন বলেছেন: আমি জনাব লুৎফুর রহমান সম্পর্কে তেমন বেশি জানি না তবে বিভিন্ন সময়ে পত্রিকার মাধ্যমে যা জানতে পেরেছি লুৎফুর রহমান ছিলেন অত্তান্ত ধর্মভীরু, তিনি লন্ডনে মক্কার ইমামকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন।


কি কারনে আদালত তার বিরুদ্ধে রায় দিয়েছে? তা কিন্তু বললেন না...

তার বিরুদ্ধে অভিযোগ ছিলো এবং তা প্রমানিত হয়েছে।

২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: তার মূল অপরাধ ছিলও একজন বাঙ্গালী হয়ে লন্ডনের মেয়র হওয়ার পরও তাদের অনুসরণ না করে নিজের মতন করে এগিয়ে যেতে চেয়েছিলেন লুৎফুর রহমান। তিনি তার বাঙ্গালীত্ব ও ধর্ম ছেড়ে দিতে পারেন নি। তিনি ইংলশ ও নাস্তিক হতে পারেন নি। তিনি পারেননি মুক্তমনা হতে। আর এইজন্যই তাকে শ্রদ্ধা করি আরও বেশি শ্রদ্ধা করবো।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৭

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ভাবনার বিষয়।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: তার মূল অপরাধ ছিলও একজন বাঙ্গালী হয়ে লন্ডনের মেয়র হওয়ার পরও তাদের অনুসরণ না করে নিজের মতন করে এগিয়ে যেতে চেয়েছিলেন লুৎফুর রহমান। তিনি তার বাঙ্গালীত্ব ও ধর্ম ছেড়ে দিতে পারেন নি। তিনি ইংলশ ও নাস্তিক হতে পারেন নি। তিনি পারেননি মুক্তমনা হতে। আর এইজন্যই তাকে শ্রদ্ধা করি আরও বেশি শ্রদ্ধা করবো।

The four voters mounted the legal challenge under the 1983 Representation of the People Act.

Their lawyers made a series of allegations, including "personation" in postal voting and at polling stations and ballot paper tampering.
The Election Commissioner upheld a number of the allegations, including:

Voting fraud: ballots were double-cast or cast from false addresses

False statements made against Mr Rahman's rival Mr Biggs
Bribery:
large amounts were given to organisations who were "totally ineligible or who failed to meet the threshold for eligibility"

Treating: providing free food and drink to encourage people to vote for Mr Rahman

Spiritual influence: voters were told that it was their duty as Muslims to vote for Mr Rahman. Mr Mawrey cited a letter signed by 101 Imams in Bengali stating it was people's "religious duty" to vote.

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: Treating/Spiritual influence/False statements made against Mr Rahman's rival Mr Biggs Bribery আমি মনে করিনা এগুলো কোন কারন হতে পারে।
Voting fraud বিষয়টি তো নির্বাচন কমিশনের দেখার বিষয়।
কিন্তু ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহন করতে না দেওয়াটা একান্তই
লুৎফুর রহমানের প্রতি অবিচার করা হয়েছে। কেননা তারা জানে নির্বাচনে লুৎফুর রহমান অংশ নিলে তিনিই আবার নির্বাচিত হবেন।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০২

নতুন বলেছেন:

৬| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৩

যোগী বলেছেন:
বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সাথে খুব বেশি আঁতাত ছিল এই লুৎফুর রহমানের।
কুখ্যাত যুদ্ধাপরাধী মইনুলের কাছের মানুষ এই লুৎফুর রহমান।

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: জনাব আপনাকে দেখে ভয় হয় পাছে আপনি আবার কোন রাজাকারের সাথে আতাত করে টিকে আছেন!!

৭| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: Treating/Spiritual influence/False statements made against Mr Rahman's rival Mr Biggs Bribery আমি মনে করিনা এগুলো কোন কারন হতে পারে।

আমাদের দেশের সাথে এই সব দেশের পাথ`ক্য এইখানেই...

আমাদের দেশে বত`মানে নিবাচন হচ্ছে.... হাসিনা ৫% ভোটে ক্ষমতায়...

এই সব আমাদের দেশেই হয়...জনগন মেনে নেয়...আপনি/আমি দেখতে অভস্ত হয়েছেন....

তাই উপরের টাকা দিয়ে/ধম`কে ব্যবহার করে ভোটে জনগনকে টানার চেস্টা আপনার কাছে কোন বিষয়না...

কিন্তু ব্রিটেনের আদালত এই বিষয়ে তাকে দোষী করেছে....

কারন তাদের নিবাচনে কোন প্রভাব বিস্তারকরাকেই অণ্যায় বলে মনে করে তারা....

লুৎফুর রহমান ১০১ জন ইমামদের দিয়ে ধম`কে কাজে লাগিয়েছে মুসলিমদের ভোটের জন্য....

তিনি অনেক সংঘটনকে টাকা দিয়েছেন যারা তার ভোটের জন্য কাজে লাগবে কিন্তু নিয়ম মতন টাকা পায়না...

যখন একটা আদালত রায় দেয় তখন আইনে কি আছে তা দেখেই দেয়....নাস্তিক/ধামিক হিসেবে দেয়না...

নিরোপেক্ষ দৃস্টিতে লুৎফুর রহমানের বিষয়টি দেখেন তবেই আদালতের রায়ের বিষয়টি পরিস্কার হবে....

নাস্তিক/ধামিক চশমা দিয়ে দেখলে বুঝতে পারবেন না...

২৪ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভাই সর্বশ্রেষ্ঠ আদালত হল জনগনের আদালত।
আর আমি বাংলাদেশের মানুষ আমরা এসব দেখতে অভ্যস্ত।
তবে ইন্ডিয়ান বিজিপি কি ধর্মকে ব্যবহার করে না।
এমন কি কনজারভেটিভ পার্টিইত এখন ক্ষমতায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.