নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

অত্যান্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহন চলবে - প্রধানমন্ত্রী

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৯

আজকের সংবাদ পত্রের কিছু খবরের শিরোনামঃ-



**সোমবার রাতে গোড়ান ও বাসাবোর চারটি কেন্দ্রে সরকার-সমর্থক প্রার্থীদের বিরুদ্ধে ব্যালটে সিল মারার অভিযোগ উঠেছে।



**পুরান ঢাকার বুলবুল ললিত কলা একাডেমিতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে।



**ভোট দিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ।



**যেভাবে দখল হলো একটি কেন্দ্র।



**বাংলাবাজারে জাল ভোটে অংশ নিলেন পোলিং কর্মকর্তা।



**পুলিশের বন্দুক ভেঙেছে, প্রিসাইডিং কর্মকর্তা আহত-আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহমুদা বেগম একই দলের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মোল্লা অনুসারীদের হামলার জন্য দায়ী করেন।



**ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয় পার্টি মেয়রপ্রার্থী হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন দাবি করেছেন, ঢাকা দক্ষিণের প্রতিটি ভোটকেন্দ্র আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল নিয়েছে।



**বেলা ১১টাতেই ভোট শেষ!



**মোহাম্মদপুরে আমি যে কেন্দ্রে ভোট দিলাম সেখানে ভোটার উপস্থিতি নেই বললেই চলে : ড. বদিউল আলম মজুমদার।



**দাবি বাস প্রতীকের এজেন্ট, পরিচয়পত্রে আ. লীগ-সমর্থিত।



**ঢাকা দক্ষিণে নাজিরাবাদ ভোটকেন্দ্রে সাংবাদিকদের ঢুকতেই দেওয়া হয়নি।



**মিরপুরের চার কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট নেই।



**১০ টির নয়টিতেই নেই তাবিথের এজেন্ট!



**ঢাকা দক্ষিণের বিএনপি-সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন, তাঁর সমর্থকেরা ভোট দিতে না পারায় তিনিও ভোট দেবেন না।



**ঢাবির সব কেন্দ্রে ছাত্রলীগের জাল ভোটের মহোৎসব।



**ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দরজা বন্ধ করে ভোট চলছে।



**১৮ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ভোট কেন্দ্রে ঢুকতেই পুলিশের বাধা, ঢোকা যাবে না। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও একই কথা।



**প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে ঢুকে ব্যালটে সিল।



**ধলপুরের ২টি কেন্দ্রে ভোট গ্রহন বন্ধ।



**সুরিটোলা কেন্দ্রে ভাঙচুর, ভোট সাময়িক স্থগিত।



**পোলিং এজেন্টদের বের করে দেবার অভিযোগ বিএনপির।



**৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর নারী পোলিং এজেন্টকে মারধর করে রক্তাক্ত অবস্থায় কেন্দ্র থেকে বের করে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা।



**‘বাসের এজেন্ট, মামলা আছে, তাই ধরে নিয়ে যাচ্ছি’।



**আমি বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের এজেন্ট ছিলাম। এ জন্য আমাকে ধরে নিয়ে যাচ্ছে।



**রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটের বান্ডেল নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর প্রতীকে সিল মারার ঘটনা ঘটেছে।



**চট্টগ্রামে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার অভিযোগ।



**ভোট কেন্দ্রে আটকে রাখার অ​ভিযোগ ভোটারের।



**‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যালটে সিল মারার অভিযোগ।



**চট্টগ্রামে ৮০ শতাংশ কেন্দ্র দখলের অভিযোগ খসরুর।



**ভোট কারচুপির অভিযোগে ৩টি সিটির নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির।



**রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মেয়র প্রার্থী মঞ্জুরের।



বিদ্রঃ অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ পরিবেশে নির্বাচনে সরকার সামর্থিত প্রার্থিরা জয়লাভ করবে এটিও প্রধানমন্ত্রীর বানীর অংশ।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৪

রেজওয়ান26 বলেছেন: ভোট এরকম হচ্ছে-

দীর্ঘ সংগ্রাম করে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছি : প্রধানমন্ত্রী

কারচুপির অভিযোগে চট্টগ্রামে বিএনপির নির্বাচন বর্জন

ভোট দিতে পারলেন না কাউন্সিলর প্রার্থী

চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে হামলা-ব্যালট পেপার ছিনতাই
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যালটে সিল মারার অভিযোগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.