নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I'll Sleep When I'm Dead

আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...

শাহরুখ সাকিব

জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3

শাহরুখ সাকিব › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ- কেউ কেউ কথা রাখে :)

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

বইয়ের নাম- কেউ কেউ কথা রাখে।
লেখক- মোহাম্মদ নাজিম উদ্দিন।
প্রকাশনী- বাতিঘর।
জনরা- থ্রিলার, মার্ডার মিস্ট্রি, ড্রামা, পলিটিকাল।

বইয়ের নামটা পড়লে শুরতেই সুনীলের কেও কথা রাখিনি নামক বিখ্যাত কবিতার কথা মাথায় আসে, এমনকি চোখেও ভুল হয়। একটু পর বুঝা যায়, বইয়ের নাম আসলে কেউ কেউ কথা রাখে।

বইয়ের কাহিনীর সেটআপ হচ্ছে স্বাধীনতার ঠিক পরবর্তী সময়টা। এই সময়ে একটা খুন হয়। খুনি বের করার দায়িত্ব পড়ে সিনিয়র এসআই এস এম হায়দার আর অ্যাসিস্ট্যান্ট এসআই (আমাদের গল্পের বর্ণনাকারী সালসাবিল হক) উপরে। স্বাধীনতার পরের সময়, সদ্য স্বাধীন হওয়া দেশের অবস্থা এমনেই নাজুক, নেই কোন আধুনিক ফরেনসিক সিস্টেম বা অন্য কিছু, তার উপরে কিছুতেই আন্দাজ করা যাচ্ছে না খুনি কে হতে পারে। খুন হওয়া মেয়ের স্বামীকে প্রথমে সন্দেহ করা হলেও পরে দেখা গেল আসলে এই বেচারা একেবারেই নির্দোষ। খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ করে আমাদের গল্পের বর্ণনাকারীর বদৌলতে একজনকে সন্দেহ করা হয় খুনি হিসেবে। অনেক কাঠখড় পুড়িয়ে তাকে গ্রেফতারও করা হয়। কিন্তু এরপরেও হত্যাকাণ্ডের পুরোপুরি বিচার করা গেল না। এই খুনের ঘটনা বদলে দিল বেশ কিছু মানুষের জীবন আজীবনের জন্য।

এরপরের ঘটনা ২০১৫ সালে এসে। এতদিনে সময় অনেক গড়িয়েছে। আমাদের সেই বর্ণনাকারী পুলিশের চাকরি ছেড়ে একজন থ্রিলার লেখক। পুরনো সেই খুনের কথাটা নিজের লেখনীর মাধ্যমে তিনি সবার সামনে হাজির করতে চান। এরমাঝেই তিনি আবিষ্কার করলেন এই বিস্ময়কর সত্য সেই খুন সম্পর্কে কজেতা এতদিন চাপা ছিল। কিন্তু সত্য তিনি প্রকাশ করতে পারবেন না, সত্য প্রকাশ করতে হলে তাকে প্রকৃতির উপরে নির্ভর করতে হবে!

রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেন নি এরপরে মোহাম্মদ নাজিম উদ্দিনের আরেকটি মৌলিক বই। পুরোপুরি মৌলিক নাজিম সাহেব নিজেও বলেন নি। আর্জেন্টিনার ঔপন্যাসিক এচুয়ারদো সাচেরির "লা প্রেহুন্তা দে সুস ওহোস" থেকে পরোক্ষভাবে অনুপ্রাণিত এই বই। এই বই থেকে একটি সিনেমাও নির্মিত হয়েছে, যেটা আমি অনেক আগেই দেখে ফেলেছি, আর্জেন্টিনার সেই সিনেমার নাম THE SECRET IN THEIR EYES.

সিনেমাটি আগে দেখা থাকলেও বুঝতে পারিনি নাজিম উদ্দিন তার লেখা কোনদিকে কীভাবে নিয়ে যাচ্ছেন।আর্জেন্টিনার একটি ঘটনাকে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি যেভাবে সেট করেছেন- সেটা জাস্ট দুর্দান্ত! এই ঘটনার বর্ণনা করতে গিয়ে নাজিম উদ্দিন স্বাধীনতার পরবর্তী দেশের নাজুক অবস্থা, রক্ষীবাহিনী, সিরাজ শিকদার, বাকশাল- সবকিছুকেই অল্প অল্প করে এনেছেন(এক বা দুই লাইনে), তবে তাতে কোনোভাবেই মূল মার্ডার মিস্ট্রির ঘটনার গায়ে সামান্য আঁচড় লাগেনি। সরকারী দলের পক্ষে থাকা আর সরকারী দলের বাজে সিদ্ধান্তের সমালোচনা করাও দুইজন মানুষ যে একসাথে কীভাবে সহনশীলতার সাথে থাকতে পারেন, কাজ করতে পারেন- সেটাও ভাল লেগেছে। সবচেয়ে ভাল লেগেছে ক্যারেকটার ডেভেলপমেন্ট। এসআই হায়দারের ক্যারেক্টারটা অলটাইম ফেভারেট ক্যারেক্টারের লিস্টে ঢুকে গেল। বাকি ক্যারেক্টারগুলাও দারুণ। রামজিয়া শেহরিন এর জন্য শুধুই ভালোবাসা

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯

আমিই মিসির আলী বলেছেন: বাহ!
রিভিউ পড়ে ভালো লাগলো।
++

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

শাহরুখ সাকিব বলেছেন: থ্যাংকস ভাইয়া :)

২| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৮

বিজন রয় বলেছেন: ভাল হয়েছে।

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

শাহরুখ সাকিব বলেছেন: :)

৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৬

আরণ্যক রাখাল বলেছেন: বইটার কথা অনেক শুনছি। কিনতে হয়

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

শাহরুখ সাকিব বলেছেন: কিনে পড়ে ফেলেন :)

৪| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫

হাসান মাহবুব বলেছেন: মুভিটা দেখেছি। বইটাও বেশ ভালো হবে মনে হয়। আর কত বই কিনবো! :(( লিস্ট শুধু ভারি হয়, কেনা হয়, পড়া হয় না! :(

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

শাহরুখ সাকিব বলেছেন: আহারে!

৫| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

অপূর্ব আফজাল বলেছেন: উনার নাম শুনেছি । রিভিউ ভাল লিখেছেন । ধন্যবাদ

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫১

শাহরুখ সাকিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.