নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ওরা নিজেদের স্বার্থে মিয়ানমারকে বাংলাদেশের উপর লেলিয়ে দিয়েছে

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৯



এই চালবাজি তারা একাত্তরেও করেছিলো। বাংলাদেশের মানুষের উপর পরিকল্পিত অত্যাচার করে বর্ডার খুলে দিয়েছিলো যাতে দরিদ্র ভারত চাপে পড়ে। ভারত সেটা সহ্য করেনি। পাল্টা মার দিয়েছিলো অমানুষগুলোকে, বাংলার মানুষদের সাথে নিয়ে।

আজ একাত্তরের সেই চালবাজরা মিয়ানমারকে ব্যবহার করছে। আবারো অসভ্য বেয়ারারা বর্ডার খুলে দিয়ে বাংলাদেশের উপর শরণার্থি দিয়ে আরও চাপ সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশ যাতে সেই চাপে নতি স্বীকার করে পাল্টা আক্রমণ করে বসে।

একাত্তরে তারা আশা করেছিলো, চীন সাহায্য করবে। মজলুম জননেতা ভাসানী তা হতে দেননি। তিনি ঠিকই চীনকে রাজি করিয়েছিলেন যাতে পাকিস্তানের পাশে না দাঁড়ায়।

এবারে, চীন-রাশিয়া-পাকিস্তান এক হয়েছে। কিন্তু এদিকে, ভাসানী নেই, ভাসানী'র দূর্বল বহিঃপ্রকাশ 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল' এখন মাঠে-ঘাটে-বন্দরে আন্দোলনে ব্যস্ত। তারা কি বাংলাদেশের এই বিপদটা আঁচ করতে পারছে না?

একটা গল্প বলি। দৈনিক মানবজমিনে প্রকাশিত হয়েছিলো ঘটনাটি।

স্বাধীনতার পরে, মওলানা ভাসানী তখন আওয়ামী লীগের বিরোধিতা করে ন্যাপকে নেতৃত্ব দিয়ে রাজপথে আন্দোলন করছেন। ঈদের আগের দিন, ন্যাপের সাধারণ সম্পাদক কাজী জাফর আহমেদ অনেক খুঁজে একটি পাঞ্জাবী কিনে ভাসানী'র জন্যে নিয়ে গেলেন। তাঁর ইচ্ছে ছিলো মওলানা সাহেব সেই পাঞ্জাবী পরে ঈদের জামাতে যাবেন। কিন্তু, তাকে তাজ্জব করে দিয়ে ভাসানী বললেন- তোমার দেয়া পোশাক ঈদের দিন বিকালে পরবো।

অবাক কাজী জাফরের কারণ জানতে চাইতেই ভাসানী বললেন- ঈদের জামাতে যাবো মুজিবুরের পোশাক পরে। রাতেই মুজিবুরের পোশাক পেয়ে যাবো।

এবারে আকাশ থেকে পড়লেন কাজী জাফর! বললেন- বঙ্গবন্ধুর বিরুদ্ধে আপনি রাজপথে আন্দোলন করছেন। তার সরকারের সমালোচনা করছেন। আর তার দেয়া পোশাক পরে আপনি ঈদের জামাতে যাবেন?

মওলানা ভাসানী তখন কাজী জাফরকে বলেন, শোন জাফর, শুধু কালকের ঈদই নয়, দীর্ঘ ১৭ বছর ধরে মুজিবুরের দেয়া পোশাক পরে আমি ঈদের নামাজ পড়ি।


ভাসানীকে অনুসরণ করে বাংলাদেশের বিপদ আঁচ করে বি,এন,পি কি মানুষের পাশে দাঁড়িয়ে মায়ানমার আর তার দোসরদের উদ্দেশ্যে একটি জোরালো হাঁক দিতে পারে না?

পারে, অবশ্যই পারে!

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হয় তখনকার সমীকরণ এবং এখনকার সমীকরণ এক নয়।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এখন কি ভাসানী'র মতো আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের পিছনে দাঁড়াতে পারবে না?

এজন্যেই কি সমীকরণ ভিন্ন?

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেশের প্রশ্নে দল ও মত নির্বিশেষে সবাইকে একযোগ এবং একজোট হওয়ার বিকল্প নাই।

মায়ানমারকে কাজে লাগানো সেই চালবাজ কারা?

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এক জোট হওয়াটা সময়ের ব্যাপার।
কিন্তু, চেষ্টা চলতে হবে।

মায়ানমারকে অকাজে লাগানো চালবাজরা বিশ্ববেহায়া।

ধন্যবাদ নিরন্তর।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



একটা প্রশ্ন করি, প্লিজ?

আপনি আর শায়মা আপু কি একই নিক থেকে লেখেন?

আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন। আমি বলতে পারি নাই।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


লেখক সত্যপথিক শাইয়্যান বলেছেন:



একটা প্রশ্ন করি, প্লিজ?

আপনি আর শায়মা আপু কি একই নিক থেকে লেখেন?

আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন। আমি বলতে পারি নাই।


:)

না, এক নিক থেকে লিখি না। আমরা এক ব্যক্তিও না। তবে, এ প্রশ্নে বিস্মিত হয়েছি :) আমাদের লেখা ও আচরণে কি কখনো একরকম মনে হয়েছে? আমার কাছে তো কখনো এমন মনে হয় নি। শায়মা আপু অনেক ভালো লেখেন। তিনি সর্বকালের সেরা ও জনপ্রিয় লেখকদের একজন। আমাকে পার্টটাইম ব্লগার বলতে পারেন, অতটা সময় এখন ব্লগে দিতে পারি না।

শুভেচ্ছা রইল শাইয়্যান ভাই। আমার পোস্টে আপনার কমেন্টের বিপরীতে একটা প্রশ্ন করেছিলাম। সেটার উত্তর কই? :)

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের লেখা ও আচরণে কি কখনো একরকম মনে হয়েছে?

আমার মনে হয়নি, ভাইয়া। আপনারা এক নিকে লিখলেও কারো কিছু বলার থাকতে পারে না। কারণ, 'শায়মা' নিক এবং আপনার নিকের লেখার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। আর, মডারেটররাও এটা সমর্থন করেন।

অনেক অনেক ধন্যবাদ, আপনার উত্তরের জন্যে।

আমার এখন দুটি নিক। প্রথমটির পরে ২য়টি খুলেছিলাম ১ম নিকের পাসোয়ার্ড ভুলে যাওয়ার কারণে। পরে, কোন খাতা থেকে পাসোয়ার্ড খুঁজে পাই। কিন্তু, ১মটি বন্ধ করার কোন উপায় পাইনি।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৩

কামাল৮০ বলেছেন: আপনার বিশ্লেষণ ঠিক হয় নাই।পাকিস্তানীদের শোসনছিল বাংগালীদের উপর।বর্ডার কেই খুলে দেয় নাই।বর্ডার রক্ষা করার ক্ষমতা কারো ছিল না।সব কিছু স্বচক্ষে দেখা।এক কোটি লোককে ঠেকানো ক্ষমতা বিশ্বে কারো নাই।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পাকিস্তানীদের শোসন ছিল বাংগালীদের উপর সেটা তো অস্বীকার করি নাই।

আর, বর্ডার খুলে দেওয়া একটা স্ট্রাতেজির অংশ। পরিকল্পিত ভাবে অত্যাচার করে বাংলার মানুষকে ভারতের দিকে ঠেলে দেওয়া একটা অর্গানাইজড ক্রাইম ছিলো।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৬

বাংলার এয়ানা বলেছেন: চেতনা আজ খুব দূর্বল, তাই সব কিছুতেই ঐ জুজু, ১৯৭১ আর ২০২২ মাঝ খানে ৫০ বছরের ব্যাবধান। আমাদের আর কত জুজুর ভয় দিয়ে ঘুম পাড়িইয়ে রাখার চেষ্টা করা হবে। অযোগ্যতার সমিকরনে এই সবের উত্তর পাওয়া যাবে।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


দেশের বাইরে থেকে এসব বলাটা বেশ সহজ। ব্লগে বসে বলাটা আরও সহজ। ;)

শুভেচ্ছা।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৩

বাংলার এয়ানা বলেছেন: ধন্যবাদ, আপনাকে কে বলল আমি বিদেশে, আপনিও ত খুব সহজে ব্লগে নিজের মত অবাস্তব কিছু বিঝাতে চাইলেন।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি কি এখন বাংলাদেশ থেকে ব্লগিং করছেন? :)

ধন্যবাদ।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৩

বাংলার এয়ানা বলেছেন: না, আমি আপনার মত এত উর্বর মস্থিকের লোক নয়, স্থান কাল পাত্র জানা কি খুব প্রয়োজন আপনার। May be you are breaking rules. Thanks for understanding.

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আরে!!! রাগ করছেন কেন!!!

একটা প্রশ্নই না শুধু জিজ্ঞাসা করেছিলাম!

হতে পারে, সেটা ঠিক ঠাক লেগে গিয়েছে!!! :)

ধন্যবাদ।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৫

রানার ব্লগ বলেছেন: তারেক চোরা উলাটা ফাকিস্তানীদের উৎসাহ দেবে যেনো আজই বাংলাদেশে মায়ানমার আক্রমন চালায় ! কারন তার দরকার মাটি দেশ বা জনগন না ।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৮

অক্পটে বলেছেন: মায়ানমারের কাছে অস্র বিক্রি করে চায়না, রাশিয়া ভারত পাকিস্তান ও সার্বিয়া। মায়ানমারকে উস্কানি দিয়ে এসব কাম করানো হয়েছে। তবে তারা এখন সিমান্তের কাছে গোলাগুলি থামিয়ে দিয়েছে। সেদিন কক্সবাজারের উখিয়ায় ২৪ দেশের সেনা কর্মকর্তারা সফর করে গেলেন।

বাংলাদেশকে নিয়ে বৈশ্বিকভাবে কিছু একটা হচ্ছে এটা বুঝা যাচ্ছে। কয়েকদিন আগে পিটার হাস শেখ হাসিনার সাথে বৈঠক করে গেছে। বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র! আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারী বলেছেন অত্যাধুনিক মার্কিন অস্র কিনতে বাংলাদেশকে সামরিক ঋণ দেবে যুক্তরাষ্ট্র, তবে এই জন্য দুটি শর্তের আওতায় বাংলাদেশের সাথে দুটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি করবে তারা। যুক্তরাষ্ট্র যদি কিছু করতে চায় তাহলে বাংলাদেশের মতো দেশ না করবে কি করে। মায়ানমারের গৃহযুদ্ধে সামরিক জান্তার বিরুদ্ধে লড়ছে স্বাধীনতাকামীরা ওদেরকে কারা অস্র দিচ্ছে। যুক্তরাষ্ট্র। সো আমাদের অঞ্চল অনেক বেশি গুরুত্বপূর্ণ অঞ্চল আগামী দিনের ভূ- রাজনৈতিক প্রেক্ষাপটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.