নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ছাদ-খোলা বাসটিকে এখন যা করা যেতে পারে

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৭



উপরের অংশ কেটে ছাদ-খোলা বাস বানানো ডাবল ডেকারটিকে এখন অন্য কোন কাজে লাগানো যায় কি? যেমন- টুরিস্টদের ঢাকার দর্শনীয় স্থানে ঘুরিয়ে আনতে সেটা ব্যবহার করা যায় কি?

সরকারের পরিবহন সংস্থা এই নিয়ে নিশ্চয় কিছু চিন্তা করছেন। মনে রাখতে হবে, বাংলাদেশে মাত্র ২টি ছাদ-খোলা বাস আছে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের পলিসি মেকাররা আপনার মতো করে চিন্তা করে না। এটাই হলো সমস্যা।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

তাঁরা হয়তো আমার চেয়েও ভালো চিন্তা করেন।

হয়তো সেটা আমরা বুঝতে পারি না।

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: হতে পারে কিন্তু তরকারিতে লবন কতটুকু দিতে হয় তা শেখার জন্য কিছু সরকারী মানুষ যখন বিদেশ যায় তখন এরা চুপ থাকে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


দেশ-বিদেশে না ঘুরলে অনেক জ্ঞানই অধরা থাকে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছাদ খোলা ও আবার লাগানো কি খুব কঠিন কাজ? আমার আইডিয়া নাই।


ঐটা খোলাই থাক। পর্যটন ছাড়াও অন্যান্য কাজেও লাগানো যাবে। কিছুদিন পর বাংলাদেশ ক্রিকেট টিম যদি চ্যাম্পিয়ন বা রানার আপ হয়ে আসে, এটা কাজে লাগানো যাবে। আরো কত খেলা আছে না? বার বার তো বাসের ছাদ খোলা আর লাগানো ঠিক না।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


গাড়িকে চলমান রাখলে তা চালু থাকে।

বাসটিকে ফ্রিকোয়েন্টলি ব্যবহার না করে গেলে বসে যাবে।

তাই, পর্যটন কর্পোরেশনে দিয়ে দিলে তারাই বাসটিকে রক্ষনা বেক্ষণ করতে পারবে।

ধন্যবাদ নিরন্তর।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫৬

কামাল৮০ বলেছেন: ছাদ খোলা বাসে চড়ে ঢাকা শহর দেখেছি।মনে হয় নষ্ট হয়ে পড়ে আছে।বিআরটিসির বহু বাস দোলাই খালে পাওয়া যায়।তারা খুলে বিক্রি করে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বেশি বাসের তো দরকার নেই।

কয়েকটা হলেই চলে। যেটা আছে সেটাইকেই কাজে লাগান যেতে পারে।

ধন্যবাদ।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৩৫

শেরজা তপন বলেছেন: এই ভীষণ রোদ, ঝড় বৃষ্টি, ধুলা ধোঁয়া, দীর্ঘ ট্রাফিকে ছাদ খোলা বাসে ঢাকা শহর ঘোরাটা খুব বেঈশ বুদ্ধিমানের কাজ নয়।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাসে করে টুরিস্টরা ঘুরতে পারার চমৎকার একটি ব্যবস্থা ছাদ-খোলা বাস।

টুরিস্টরা সাধারনত শীতকালে আসেন।

ধন্যবাদ।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৩

নাহল তরকারি বলেছেন: আমি যদি এই বাস ক্রয় করতে পারতাম। এবং টুরিস্ট স্পর্ট বানাতে পারতাম??

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


তাতে দেশের ভালো হতো, সন্দেহ নেই। :)

শুভেচ্ছা।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৩

শাহ আজিজ বলেছেন: শীতের দিনে প্যাকেজ ট্যুরে ঢাকা -সোনারগাও , ঢাকা- জাতীয় স্মৃতি সৌধ , ঢাকা - রাজেন্দ্রপুর, ঢাকা- টুঙ্গিপাড়া , ঢাকা - কুমিল্লা কোটবাড়ি ট্রিপ দেওয়া যায় । নভেম্বর ডিসেম্বর জানুয়ারি উত্তম সময় । প্যাকেজে নাস্তা ও দুপুরের খাবার যুক্ত থাকবে । এটি পর্যটনের নামে চল্লেও প্রাইভেট এক্সপার্ট গ্রুপ দিয়ে চলবে । ঢাকাতে এখন এত ভিড় যে সিটি ট্যুরের কথা বললাম না । মেট্রো শুরু হলে পরিস্থিতি উন্নতি হলে ঢাকা সিটি ট্যুর চালু করা যাবে ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঢাকা -সোনারগাও , ঢাকা- জাতীয় স্মৃতি সৌধ ট্যুরের কথা চিন্তা করেই লিখেছিলাম।

পর্যটন কর্পোরেশন এমন উদ্যোগ নিবেন নিশ্চয়।

ধন্যবাদ নিরন্তর।


৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

রানার ব্লগ বলেছেন: ঊহাতে আবার ছাদ লাগানো হবে !!!

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


তাই!!! খেয়েছে রে!!!

জানানোর জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.