নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

একটি ছোট্ট জিজ্ঞাসা

১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৬



জাতীয় পশুকে এভাবে বিকৃত উপায়ে উপস্থাপন করার কারণ কি!!!...বাঘ শক্তির প্রতীক।...জীর্ণ শীর্ণ বাঘ দিয়ে কি আমাদের বাংলাদেশের শক্তিকে ব্যঙ্গ করা হয়েছে???....এরকম হয়ে থাকলে, এটা খুবই নিন্দনীয় কাজ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫৪

রানার ব্লগ বলেছেন: মানে আপনিও গর্ধভদের দলে নাম লেখাতে চাচ্ছেন ? কি আর বলবো ? B-)

১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যে এভাবে বাঘকে বিকৃত করেছে, তাকে লাথি দিতে ইচ্ছা করছে।

কিন্তু, আমি মানুষকে লাথি দেই নাই কখনো!

ধন্যবাদ।

২| ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৭

শূন্য সারমর্ম বলেছেন:



বাংলাদেশ থেকে বাঘ ধীরে ধীরে কমে যাচ্ছে, যারা বাঘ কমাচ্ছে ওরা বাঘ আঁকতে পারে না।

৩| ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৮

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন:যে এভাবে বাঘকে বিকৃত করেছে, তাকে লাথি দিতে ইচ্ছা করছে।
কিন্তু, আমি মানুষকে লাথি দেই নাই কখনো!
ধন্যবাদ।


এই গুলা প্রতিকি !! প্রতিকি কোন কিছুই আসলের মতো করে করা হয় না ।

৪| ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩০

অগ্নিবেশ বলেছেন: বাংলাদেশের হইলডা কি? বাঘ হইল বিলাই আর পোলারা মাইয়াগোর মত মাথায় ঝুটকি বাইন্ধা প্রোফাইলে পিক দেয়। আফচুশ।

৫| ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাদের বাঘের মুর্তি দেখে মনে হচ্ছে এ বিষয়ে তাদের যে জ্ঞান পূর্বে ছিলো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে গিয়ে তারা সেটাও ভুলে গেছে। এগুলো অতিশয় নিম্নমানের কাজ। এদের কাজে প্রফেশনের ছিঁটেফোটাও নাই।

৬| ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৫:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: বাঘের প্রতিমূর্তি আরও পারফেক্ট হতে পারত।

৭| ১৫ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

আমি নই বলেছেন: রানার ব্লগ বলেছেন:

এই গুলা প্রতিকি !! প্রতিকি কোন কিছুই আসলের মতো করে করা হয় না ।


তবে পেচাটা কিন্তু সবসময় সুন্দর হয়, ওটা কি প্রতিকি করা যায় না? নাকি পেচা বিকৃতি বারন আছে?

৮| ১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:০৯

ইফতেখার ভূইয়া বলেছেন: এই বাঘ দেখতে ছাগলের মতো হয়ে গেছে। =p~

৯| ১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এই ছবিটি দেখলাম ফেসবুকে প্রবল প্রতাপে এর দাপিয়ে বেড়াচ্ছে!!

ঘটনা কি!??

১০| ১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৯

ঢাবিয়ান বলেছেন: চারুকলাকে খুব সুকৌশলে ধংশ করা হচ্ছে। যে চারুকলার অহংকার হচ্ছে বিশ্ববিখ্যাত ভাস্কর নভেরা, শামীম শিকদার কিংবা জয়নুল আবেদিন , কামরুল আহসান এর মত শিল্পীরা , সেই চারুকলার ছাত্রদের প্রতিভাকে এখন ব্যবহার করা হচ্ছে মুখোশ, পেচা ইত্যাদি তৈরীতে। শিল্পীর সহজাত নিজস্ব স্বাধীনতা দমন করে যখন ব্যবহার করা হয় তখন নষ্ট হয়ে যায় শিল্পীর প্রতিভা এবং দক্ষতা।

১১| ১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:০৫

শেরজা তপন বলেছেন: এসব কিছুর পেছনে মহা যুক্তিবাদি মানুষের ওখানে আছে- তাদের যুক্তির কাছে আপনি খেই হারিয়ে ফেলবেন।
একসময় আপনি আসল বাঘের চেহারা ভুলে যাবেন- মনে হবে পৌরাণিক বেঙ্গলী বাঘের চেহারা আসলে এমনই ছিল :)

১২| ১৬ ই এপ্রিল, ২০২৪ রাত ২:২২

অহরহ বলেছেন: লেখক বলেছেন : জীর্ণ, শীর্ণ বাঘ দিয়ে কি আমাদের বাংলাদেশের শক্তি কে ব্যঙ্গ করা হয়েছে??


একদম ঠিক, ব্যঙ্গ আসালে কমই করা হয়েছে ভাইয়া। ৯৫% মুমিন মুসলমানের বাংলাদেশের শক্তি, সামর্থ্য, মুরোদ এর যে অবস্থা তাতে ইদুর আকৃতির বাঘের মুর্তি বানানো উচিত ছিল।

১৩| ১৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৬

পুরানমানব বলেছেন: ইহারা সারারাত্র জাগিয়া (চোখ লাল টকটকে করিয়া) বাঘো বানাইয়াছে। ওই বাঘো উহাদের মতই নিষ্পাপ। উহাদের ওসব কলাবিজ্ঞানের সার্কাস জাতির কোনো উপকারে আসিয়াছে বলে মনে হয়নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.