নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাপযাপ শরীফ

কাপযাপ শরীফ › বিস্তারিত পোস্টঃ

রসিক প্রেমালাপ

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৩

ঢাকা থেকে কুমিল্লা ফেরার পথে টুপ করে একদিন চাদনি চকে নেমে যাব।ভেতরের গলিতে গেলে বেগুনি পাড়ের নীল শাড়ি পাব। জমিনে কাজ থাকবে হাল্কা। ফেরার সময় এক মিনিটে এক পাতা টিপ কিনতে ভুলব না।

পাশেই নীলক্ষেত। এক কপি জীবনানন্দের প্রেমের কবিতা সংকলন কিনব। ব্যাস হয়ে গেল আয়োজন। বাসার দরজার সামনে দাড়িয়ে কলিংবেলটা টেপার আগে পাতা থেকে কালো টিপটা খুলে হাতে নিব। সেই মানুষটা দরজা খুললেই তার হা করা গোল মুখের দুই ভ্রুর ঠিক মাঝখানে কালো টিপটা লাগিয়ে দেয়া হবে সেদিন।

সেদিন না হয় সবকিছুই একটু অন্যরকম হোক।
- শাড়িটা পড়ে নাও
- ডিনারটা বাইরেই করব কি বল?
সেদিন হা করে আমার কান্ড দেখবে।.
বুকের মাঝখানের জায়গা দিয়ে জীবনানন্দের পাঠ হবে । টিভিপাগল মেয়েটাকে সেদিন ভালোবাসার শক দেয়া হবে। বিষ্ময়ে বিষ্ময়ে বিষ্মিত হবে। সুখের পানি চিক চিক করবে চোখের কোণায়। জোছনাও সেদিন এমন ভালোবাসাকে সালাম জানাবে ……

আজ বিকেলে টিভি দেখা নয়। সবচেয়ে প্রিয় শাড়িটা পড়ে একটা রিকশা নিবে। সোজা চলে আসবে বাসার সামনে। মোবাইলে কল দিয়ে জানাবেন
- বাহিরে আস
- বাহিরে কেন?
-আমি দাড়িয়ে আছি
তার হা করা মুখের উপর মজার এক হাসি দিব
- তুমি এখানে
- ভাপা পিঠা খাব তোমার সাথে
- কিন্তু আমার ছুট একটা কাজ আছে
- গোল্লায় যাক কাজ

সে বিকেলে হুড খোলা রিকশায় হাত ধরে শহরে রাস্তায় দু এক ফোটা রসিক প্রেমালাপের সাধ।
- হ্যাবলার মত তাকায় আছ কেন
- না মানে
- আনফিট নাকি
- ওই ফাযিল
- চুপ বল ভালোবাসি

জীবনের জন্য ভালোবাসা না,হোক ভালোবাসার জন্য জীবন। সব বাস্তবতাকে মাঝখানের আঙ্গুল টা দেখিয়ে দু আকাশ বেয়ে নামিয়ে আনুন ভালোবাসার সাইক্লোন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.