নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাপযাপ শরীফ

কাপযাপ শরীফ › বিস্তারিত পোস্টঃ

লাল শাড়িতে মুগ্ধ আমি

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৬

ক্রাশ খাওয়া আর মুগ্ধ হওয়া এক কথা না। হালের আবিস্কার ক্রাশ যেমন বলিউডের কোন নায়কের সিক্স প্যাকের উপর খাওয়া যায় কিন্তু মুগ্ধ সবকিছুতে হওয়া যায়না।

শর্ট স্কার্টের কোন মেয়েকে দেখে আপনি বড়জোড় ক্রাশ খাবেন কিন্তু আপনার অস্থিত্ব কে কাপিয়ে দেয়ার ক্ষমতা শুধুমাত্র ওই লাল শাড়ির বাংলাদেশের মেয়েটারই আছে।

হালের অত্যা আধুনিক ফটোসুন্দর ইয়ো মডেল কাম অভিনেতাদের উপর আপনি দিনে রাতে ক্রাশ খাবেন কিন্তু দিনের শেষে জীবনের ভাগ দিতে ওই সহজিয়া বাঙ্গালী ছেলে গুলোকেই খুজবেন।

আপনার মাথা ঝিম ঝিম করবে। নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে। ওই লাল শাড়ির মেয়েটাকে দেখে। হৃদয়ে জ্বর উঠানোর ক্ষমতা লাল শাড়িতে আছে ,ললনার শর্ট স্কারট এর নগ্নতায় না।

চাঁদের আলোতে তার মুখ দেখে মুগ্ধ হবেন আপনি। এমন মুগ্ধ তাজমহল ও আপনাকে করতে পারবে না। মুগ্ধ আপনি জীবনে খুব বেশী হবেন না। ভালোবাসার মানুষটা হুটহাট মুগ্ধ করবে আপনাকে। সে মুগ্ধতা হবে অন্তরের মনি।

ক্রাশ তো চুইংগাম চাবাতে চাবাতে বারোবার খাওয়া যায়। মুগ্ধতা অনেক দামী জিনিস। লুকায় রাখতে হয়।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:
কবি কবি ভাব?

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১২

কবি এবং হিমু বলেছেন: ওই লাল শাড়ির মেয়েটাকে দেখে। হৃদয়ে জ্বর উঠানোর ক্ষমতা লাল শাড়িতে আছে ,ললনার শর্ট স্কারট এর নগ্নতায় না।
আসলেই তাই।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২০

আরণ্যক রাখাল বলেছেন: মুগ্ধতা যে কখন আসে বলা যায়?

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩

ক্রাশখোর বলেছেন: :| :| :|

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

ইলুসন বলেছেন: আসলেই তাই!

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

মাকড়সাঁ বলেছেন: মুগ্ধতা অনেক দামী জিনিস। লুকায় রাখতে হয়।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

টরপিড বলেছেন: ভাই, লাল শাড়ির প্রতি অনেক মুগ্ধতার সহিত আপনার সাথে দ্বিমত পোষন করছি।
লাল শাড়ি যেমন মুগ্ধতার গ্যারান্টি দেয়না, তেমনি সিক্স প্যাক কিংবা শর্ট স্কার্ট মুগ্ধতার প্রতিবন্ধকতা না। যদি তাই হয়, তাহলে মুগ্ধতা শুধু ভারতবর্ষের সম্পত্তি হয়ে যায়!

আপনি যেমন বলেছেন, মুগ্ধতা দামী জিনিস। আসলেই দামী। লাল শাড়ি কিংবা শর্ট স্কার্টের চাইতে দামী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.