নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাপযাপ শরীফ

কাপযাপ শরীফ › বিস্তারিত পোস্টঃ

সুযোগ কিন্তু বার বার আসে না

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১২

অামেরিকা নাকি গুলশান জঙ্গি হামলার তদন্তে সহায়তা করবে। তা ভালো কথা, কিন্তু ভাই আমেরিকা আপনার দেশেই বসেইতো জঙ্গিরা পোষ্ট দিচ্ছে,ভিডিও ছড়াচ্ছে সেটার কি কোন উৎস খুজে বের করতে পারছে না আপনার? (ভালো খূব ভালো)

ভাই আমেরিকা আপনারা না বিশ্বে এক নাম্বার প্রযুক্তির দেশ,আপনারা নতুন নতুন গ্রহ খুজে বের করতে পারেন,অন্য গ্রহে এলিয়েন আছে কিনা তা খুজে বের করতে পারেন আর নিজের গ্রহের অাইএস কে খুজে পাননা?

তা ভাই আমেরিকা আপনাদের এত এত সেটেলাইট,বিজ্ঞানি,প্রযুক্তি থাকার পরেও নিজের গ্রহের অাইএস কে কিছু করতে পরতাছেন না তাইলে অন্য গ্রহের এলিয়েন আসলে কি যে করবেন আমাদের জানা হইয়া গেছে।

বাই দ্য ওয়ে,নায়ক কিন্তু সবাই যেমন হইতে পারেনা তেমনি ভিলেন ও সবাই হইতে পারেনা বা মানায় না।

ডা. জাকির নিঃসন্দেহে ইসলামী জগতে একজন হিরো।
হিরো বললাম এই জন্য যে , সমসাময়ীককালে যে কোন ইসলামী প্রচারক তার মত তাত্ত্বিকভাবে, যুক্তি দিয়ে ইসলাম সম্পর্কে সঠিক ধারনা দিতে পারবে কিনা সন্দেহ।

অনেকে মাইন্ড করতে পারেন। দাড়ান বলছি....
জ্ঞান থাকলেই জ্ঞান দেয়া যায়না। মানুষকে জ্ঞান দেয়ার টেকনিক জানা দরকার।
অনেক অালেম অাছেন যারা ডা. জাকিরের থেকে দীনি জ্ঞান অনেক অনেক বেশি। কিন্তু দৌড় প্রতিযোগীতায় দেখা যাচ্ছে ডা. জাকির অনেক অনেক এগিয়ে।

কেন বলুনতো?
কারণ, উনি কিন্তু হিরো!!
অার হিরোর কাজই কিন্তু অসম্ভবকে সম্ভব করা। অার উনি এটাই করেন।

তো কেউ কেউ খানিকটা ঈর্ষান্বিত হলেন-অামি কেন নায়ক হতে পারলাম না। অাবার বিশ্ব পরিচালক গন দেখলেন, তার হিরোগিরীতে বিশ্ব পরিচালক গনদের ..... ব্যবসায় লাটে উঠছে।
তো কি করা, সুযোগ তো দরকার হিরোকে ভিলেন বানানোর।
হঠাৎ, সুযোগ এলো আর তাতো কাজে লাগাতেই হবে,সুযোগ কি আর বার বার আসে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:



সন্ত্রাসবাদের থিংকট্যাংক?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.