নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিয়াল মামা

শিয়াল মামা › বিস্তারিত পোস্টঃ

সেফ রোড প্রোগ্রাম

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

ডঃ ইউনুসের সামাজিক ব্যাবসার* ধারনা থেকে উদ্বুদ্ধ হয়ে প্রায় ২ মাস আগে আমি একটি ব্যাঙ্কের প্রায় ৪৫ জন গাড়ি চালককে মানবিকতা-সম্পন্নভাবে গাড়ি চালনার ৩-ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ দেই।

প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল
ক) মানবিকভাবে গাড়ি চালনা
খ) দুর্ঘটনার মূল কারনগুলো চিহ্নিত করা
গ) রক্ষণাত্মকভাবে গাড়ি চালনা
ঘ) অনুপ্রেরণা দান।

ট্রেনিং শেষে জানতে পারি যে এইসকল চালকরা নিজেরা কখনোই ভাবেনি যে ড্রাইভিং এতটা মহতী এক পেশা এবং তাঁরা সমাজের ও অর্থনীতির জন্য এতটাই গুরুত্বপূর্ণ।

খুব ইচ্ছা ছিল মাসে দুইবার এই ট্রেইনিং পরিচালনা করবো। কিন্তু বাস্তবে হয়নি।

৩-ঘণ্টার প্রশিক্ষণের প্রথম ৩০ মিনিটের ভিডিও এখানে আপলোড করলাম।

যেহেতু আমি পেশাদার প্রশিক্ষক না, তাই আমার উপস্থাপনাও ভাল নয়। তবে এই ট্রেনিংটির কন্টেন্ট আমি অনেক সময় নিয়ে বানিয়েছি।

*(সামাজিক ব্যাবসাঃ একটি অ-লাভ এবং একইসাথে অ-ক্ষতি ব্যাবসায়, যার কর্মকাণ্ড একটি নির্দিষ্ট সামাজিক সমস্যা দূরীভূত করতে কাজ করবে, যা নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে।)

Video of Safe Road Program

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪১

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

আপনাকে অশেষ ধন্যবাদ এই কাজটি করার জন্য। আমরা নিজেদের সামর্থ অনুসারে সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেই এই মানুষ গুলোর জন্য তবে কাঙ্খিত সোনার বাংলা গড়া সম্ভব। ভালো থাকবেন। আশাকরি ভবিষ্যতেও এই রকম ট্রেইনিং প্রগ্রাম চালু করবেন।

২| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: ভালো নিউজ।

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৪

বিজন রয় বলেছেন: অাপনাকে স্যালুট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.