নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকার

গ্রিন জোন

গল্পকার

গ্রিন জোন › বিস্তারিত পোস্টঃ

জীবনানন্দের "জীবন"

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৯



চারি দিকে বেজে ওঠে অন্ধকার সমুদ্রের স্বর —
নতুন রাত্রির সাথে পৃথিবীর বিবাহের গান!
ফসল উঠিছে ফলে — রসে রসে ভরিছে শিকড়;
লক্ষ নক্ষত্রের সাথে কথা কয় পৃথিবীর প্রাণ।
সে কোন প্রথম ভোরে পৃথিবীতে ছিল যে সন্তান
অঙ্কুরের মতো আজ জেগেছে সে জীবনের বেগে!
আমার দেহের গন্ধ পাই তার শরীরের ঘ্রাণ —
সিন্ধুর ফেনার গন্ধ আমার শরীরে আছে লেগে!
পৃথিবী রয়েছে জেগে চক্ষু মেলে — তার সাথে সেও আছে জেগে!


নক্ষত্রের আলো জ্বেলে পরিস্কার আকাশের পর
কখন এসেছে রাত্রি! — পশ্চিমের সাগরের জলে
তার শব্দ; উত্তর সমুদ্র তার, দক্ষিণ সাগর
তাহার পায়ের শব্দে — তাহার পায়ের কোলাহলে
ভরে ওঠে; এসেছে সে আকাশের নক্ষত্রের তলে
প্রথম যে এসেছিল, তারই মতো — তাহার মতন
চোখ তার, তাহার মতন চুল, বুকের আঁচলে
প্রথম মেয়ের মতো — পৃথিবীর নদী মঠ বন
আবার পেয়েছে তারে — সমুদ্রের পারে রাত্রি এসেছে এখন!


সে এসেছে — আকাশের শেষ আলো পশ্চিমের মেঘে
সন্ধ্যার গহ্বর খুঁজে পালায়েছে! — রক্তে রক্তে লাল
হয়ে গেছে বুক তার আহত চিতার মতো বেগে
পালায়ে গিয়েছে রোদ — সরে গেছে আলোর বৈকাল!
চলে গেছে জীবনের আজ এক — আর এক কাল
আসিত না যদি আর আলো লয়ে — রৌদ্র সঙ্গে লয়ে!
এই রাত্রি নক্ষত্র সমুদ্র লয়ে এমন বিশাল
আকাশের বুক থেকে পড়িত না যদি আর ক্ষ’য়ে
রয়ে যেত — যে গান শুনি নি আর তাহার স্মৃতির মতো হয়ে!


যে পাতা সবুজ ছিল, তবুও হলুদ হতে হয় —
শীতের হাড়ের হাত আজও তারে যায় নাই ছুঁয়ে —
যে মুখ যুবার ছিল, তবু যার হয়ে যায় ক্ষয়,
হেমন্ত রাতের আগে ঝরে যায় — পড়ে যায় নুয়ে —
পৃথিবীর এই ব্যথা বিহ্বলতা অন্ধকারে ধুয়ে
পূর্ব সাগরের ঢেউয়ে জলে জলে, পশ্চিম সাগরে
তোমার বিনুনি খুলে — হেঁট হয়ে — পা তোমার থুয়ে —
তোমার নক্ষত্র জ্বেলে — তোমার জলের স্বরে স্বরে
রয়ে যেতে যদি তুমি আকাশের নিচে — নীল পৃথিবীর ‘পরে!
.........
...........।
............।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২

রাজসোহান বলেছেন: জীবনানন্দের অনুকরণের চেষ্টা, ভালোই!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮

গ্রিন জোন বলেছেন: না না এটা জীবনান্দের জীবন কবিতার প্রথম চার স্তবক রাজসোহান..............

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪

রাজসোহান বলেছেন: আহা, আমারই ভুল। উনার কবিতাতো মুখস্থ নাই!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

গ্রিন জোন বলেছেন: আশা করি সব কবিতা মুখস্ত করে ফেলবেন।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভালোই করেছেন জীবনানন্দের কবিতা তুলে ধরে।। ধন্যবাদ ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

গ্রিন জোন বলেছেন: ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

বিজন রয় বলেছেন: সুন্দর।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

গ্রিন জোন বলেছেন: সুন্দর ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ বড় হলেও ভালো লাগলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬

গ্রিন জোন বলেছেন: মাত্র তিন স্তবক দিয়েছি। ৩০ স্তবকের বেশি কবিতাটি। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.