নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো বলতে পারার মতো জানা হয়নি...

সেই অদ্ভুত ভালো লোকটা, তার অনেক কিছু দেখা চোখটা স্বপ্ন দেখে সে যদি কোন দিন তার স্বপ্ন সত্যি হয় সে কি কিছুটা তোমার সে কি কিছুটা আমার মতো নয়…

শেগুফতা শারমিন

এখানে মৃত্যু দড়িতে নাড়া শাড়ির মতো হালকা হাওয়ায় ওড়ে, এখানে মৃত্যু জানলার কাঁচে কুয়াশার মতো ঝরে

শেগুফতা শারমিন › বিস্তারিত পোস্টঃ

ভূমিকম্প : ভালো আছি, ভালো নাই

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪১

দিনটা দারুন সুন্দর ছিল। ছুটির সকাল, মেঘলা আকাশ, ঝিরঝির বৃষ্টি। অনেকটাই নিস্পলক মেঘলা দিনে রামধনু খোঁজার মতোই একটা ভালোলাগার দিন। একটু আলস্য, একটু খুঁটখাঁট। হয়তো এভাবেই কাটছিল বেশিরভাগ মানুষের শনিবার সকাল। এরপর সেই দুলুনি। প্রথমে মৃদু, একটু থেমে আবার শুরু। এরপর থেমে গিয়ে আবার শুরু টানা ঝাঁকুনি। মুহূর্তেই আতঙ্ক। কিছুক্ষণ পর আবার আফটার শক। মৃদু কম্পন। এরই সঙ্গে কিন্তু পাল্টে গেল পুরো দিনটার চিত্র। সুন্দরের জায়গা নিল আতঙ্ক। নিউজ চ্যানেলে একের পর এক ভূমিকম্পের খরব। ক্ষয়ক্ষতির বিবরণ।

ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যেই পরিস্কার হলো উৎপত্তিস্থল নেপাল এবং বেশ বড়সড় ক্ষতির মুখে পড়েছে দেশটা। আমাদের কিছু সহকর্মী, বন্ধু আছে নেপালে। প্রায় একটানা সবাই অফলাইন। টেলিফোন আনরিচেবল। ভয় হয়, বাড়ে উৎকন্ঠা। প্রায় ঘন্টা খানেক পর একজনের টেক্সট আসে আমি ঠিক আছি, অন্যদের খবর নিচ্ছি। ব্যস এই পর্যন্তই। অন্যদের অনেকেরই এখনও কোন খবর জানিনা। কিন্তু বাড়ছে উৎকন্ঠা। প্রতি সেকেন্ডে ডেথ টোলের আপডেট দেখছি আর উৎকন্ঠিত হচ্ছি। উৎকন্ঠিত হচ্ছি নেপালী বন্ধুদের জন্য, নেপালের জন্য। উৎকন্ঠিত হচ্ছি আমাদের জন্যও, বাংলাদেশের জন্যও।

আজকে যে ভূমিকম্প হলো উৎপত্তিস্থলে এর মাত্রা রিকটার স্কেলে ৭.৯। বৈজ্ঞানিক হিসেবে উৎপত্তিস্থল থেকে প্রতি কিলোমিটার দূরত্বে .১৫ মাত্রা কমতে থাকে। সে হিসেবে বাংলাদেশে কমবেশি ৩.৫ থেকে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। অথচ আশ্চর্যজনকভাবে দেখছি আমাদের দেশের নিউজ আপডেটে বলা হচ্ছে ৭.৫ অথবা কখনো ৭.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কিন্তু প্রকৃতপক্ষে বিভ্রান্তি ছড়ায়। এমনিতেই বিশেষজ্ঞরা বলেন ভূমিকম্পের মাত্রা একটি আপেক্ষিক বিষয়। ক্ষয়ক্ষতির কম বেশি নির্ভর করে আসলে কম্পনের ডিউরেশনের উপর। যদি ৮ মাত্রার ভূমিকম্প হয় এবং এক সেকেন্ড স্থায়ী হয়, তাতে যে ক্ষতি হবে তার চেয়ে কম মাত্রার কম্পন এক মিনিট স্থায়ী হলে ক্ষতির পরিমান অনেক বেশি হবে।

সন্দেহ নেই আজকের ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল দীর্ঘক্ষণ। স্থায়ীত্বের বিবেচনায় এটা আতঙ্কিত হওয়ার মতো একটা ঘটনা। কিন্তু স্কেলের মাপে মাঝারি মাত্রার ভূমিকম্প। এখন সমস্যাটা যা হচ্ছে, তা হলো - যেহেতু আমরা এখন পর্যন্ত কোন দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছ থেকে বিবৃতি পাইনি। তাই ধরেই নিচ্ছি বাংলাদেশ ও নেপালে বুঝি একই মাত্রার ভূমিকম্প হয়েছে। নেপালে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, আর যেকোন কারণেই হোক আমরা হয়তো বেশি দুর্যোগ প্রতিরোধক অবস্থায় আছি এজন্য আমাদের কম ক্ষতি হয়েছে। এই ভুলটা ভাঙাতে হবে। আপাততঃ নিজেরা ভালো অবস্থানে আছি, ভাবার কোন সুযোগ নাই। আমাদের জানতে হবে মৃদু, মাঝারি না তীব্র কোন ধরণের ভূমিকম্প হয়েছে। এটাও বুঝতে হবে কোন ধরণের ভূমিকম্পে আমাদের কি পরিমান ঝুঁকির আশঙ্কা রয়েছে। আর সবচেয়ে বড় কথা সবার জানতে হবে, ভূমিকম্পের চেয়ে ভূমিকম্পের আফটার শকটা বেশি আতঙ্কের।

ইতোমধ্যেই ওয়ার্ল্ড আর্থকুয়াক স্টাটিসটিকাল ডাটা তাদের আগামী ৪৮ ঘন্টার ভূমিকম্পের পূর্বাভাসে নেপাল অঞ্চলে আরেকটি ভূমিকম্প হওয়ার মারাত্মক সম্ভাবনা আছে বলে জানিয়েছে। এখন প্রশ্ন হলো স্পেকট্রাম, ফিনিক্স ভবন, রানা প্লাজা, কয়েকদিন আগে কমলাপুরের পাইপে আটকে পড়া শিশু বা হালের খিঁলগা ঝিলপাড় বারে বারে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দুর্যোগ মোকাবেলায় আমাদের সামর্থ্য! আমরা প্রতিবার দেখি, হোঁচট খাই কিন্তু হাঁটতে শিখিনা। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৯৭০ এর তুলনায় কমিয়ে আনা গেছে বলে আমরা দাবি করি দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা যথেষ্ট এগিয়ে গেছি। মূলতঃ জরুরী সতর্কিকরণ এবং পূর্বাভাষ ব্যবস্থা গড়ে ওঠার কারণেই এ অর্জন। আসলে অকস্মাৎ একটা বিপদ ঘটে গেলে বোঝা যায় আমাদের হাতুড়ি বাটাল প্রযুক্তিই এখনও সম্বল। সুতরাং ঘটনা ঘটে গেলে যেহেতু আমরা অসহায়, তাই ঘটার আগে অন্ততঃ যারা দায়িত্বে আছেন তারা একটু নড়েচড়ে বসুন। মানুষকে সতর্ক করুন। এরই সঙ্গে ভূমিকম্প হলে কি করতে হবে তার একটা সতর্কতামূলক বৈজ্ঞানিক প্রচারণা চালানো শুরু হোক এখন থেকেই। না হলে আমরা কিন্তু অনেকেই জানিনা কি করতে হবে, কি করবো। গ্যাসের সুইচ অফ করতে হবে। ছোটাছুটি না করে ঘরে তুলনামূলক নিরপদ জায়গায় আশ্রয় নিতে হবে। আফটার শকের প্রস্ততি হিসেবে প্রথম বার কম্পন থামার পর কী করতে হবে। সব বিষয়ে আমরা কিন্তু ব্যাপক অন্ধকারে আছি। অন্ধকারটা যেন আর না বাড়ে। দোহাই লাগে যারা দায়িত্বে আছেন বা ক্ষমতায় একটু নড়েচড়ে বসুন।

- See more at: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.