নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।\n

স্বপ্নবাজ তরী

প্রতিনিয়ত সৎ থাকার চেষ্টার যুদ্ধে লিপ্ত একসৈনিক

স্বপ্নবাজ তরী › বিস্তারিত পোস্টঃ

ইসলামের প্রথম স্লোগান ছিল,পড়, তোমার প্রভূর নামে।

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৪

কুরআন অবমাননার অভিযোগ তুলে গনপিটুনি দিয়ে ধর্মপ্রাণ মুসলিমরা হত্যাই শুধু করেনি, আগুন দিয়ে লাশ পুড়ে উল্লাস করেছে। যেন তারা জান্নাত নিশ্চিতকরণের অপার সুযোগ পেয়ে গেছে। পুলিশ, UNO, চেয়ারম্যানের সামনে হত্যার ঘটনা ঘটেছে ( যদিও পুলিশ এখন বলছে তারা ভিডিও দেখে হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে)। কিন্তু রাত পোহাতে শুরু করার সাথে সাথে সূর্য যেমন অন্ধকারকে দূরীভূত করে দেয় তেমনি সত্যও উন্মেচিত হতে থাকে। হত্যাকারীদের জান্নাত পাওয়াটাও ফিকে হয়ে আসে কারণ নিহত ব্যক্তিও তাদের চেয়ে কোন অংশেই কম ধর্মপ্রাণ ছিলেন না। একজন সহজ সরল মানুষ ছিলেন। এবং একজন মুসলিম। উন্মাদ ও পশুবৃত্তি কখনও জিহাদ কিংবা প্রতিবাদের ভাষা হতে পারে না।
এমন উন্মাদ, মুর্খ, বিবেক হীন, উগ্র, জ্ঞান বিমুখ, সত্য মিথ্যার ফারাক না জানা, অসহিষ্ণু, নির্দয়, ধর্ম না জানা মুসলিম থাকাটাও ইসলামের জন্য অধিক ক্ষতিকর। প্ল্যাকার্ড, স্লোগান, দেয়ার আগে নিজেকে বারবার প্রশ্ন করুন, আপনি এই প্ল্যাকার্ড, স্লোগান অন্তরে ধারন করে কিনা। কাউকে ঘৃনা করার আগে দ্বিতীয় বার ভাবুন, সত্যি আপনি ঘৃণা করেন কিনা? নাকি স্লোতের সাথে খড়কুটোর মত আপনি, উদ্দেশ্যে না জানা একজন। ভাবুন, পড়ুন, কারণ ইসলামের প্রথম স্লোগানই ছিল, পড়। পড়, তোমার প্রভুর নামে।

ভালো করে খেয়াল করলে দেখবেন, হ্যাশট্যাগ কারীদেে কেউই খেয়ালি করছে না যে, মহানবী মুহাম্মদ(সাঃ) এর নামটি তারা ছোট অক্ষরে লিখছে যা অগ্রহন যোগ্য কারণ যেকোন নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হরফ দিয়ে শুরু করতে হয়৷ এমন বেখেয়ালি নবী প্রেমী জনগোষ্ঠী দিয়ে কি হবে, তা একমাত্র আল্লাহেই ভালো জানে। যারা ফেসবুকে ব্যস্ত শুধু এক নাম্বার ট্রেন্ড বানানো তে, (অথচ স্লোগান হবার কথা ছিল এক নাম্বার টেকনোলজি বানানোর, যাতে পশ্চাৎ মুখিতা কমে) তারা আর যাই হোক, কখনও Leader. হতে পারবেনা (জ্ঞান বিমুখ সম্প্রদায় কখনও নেতা হতে পারে না)।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: গোটা জাতিকে উন্মাদ, বিবেকহীন, মূর্খ বিবেচনায় এই নিরীহ ব্যক্তিকে হত্যার দায়মুক্তির সুযোগ নেই। এই বর্বর জাতির জন্য অপেক্ষা করছে চরম দুর্ভোগ।

২| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৫

অধীতি বলেছেন: জ্ঞান বিমুখতাই নেতার হাতিয়ার

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫২

স্বপ্নবাজ তরী বলেছেন: এটাই পিছিয়ে রাখছে আমাদের

৩| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩১

শাহ আজিজ বলেছেন: একটু পাল্টে আয়াত বানাতে হবে " পিটাও তোমার নেতার নামে" । মাইরা ফালাও বসের নামে __________

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫২

স্বপ্নবাজ তরী বলেছেন: এটাই হচ্ছে

৪| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১১

নেওয়াজ আলি বলেছেন: ন্যায়, মানবতা আজ মৃত

৫| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: এরকম ঘটনা যেন আর না ঘটে সেই ব্যবস্থা নিতে হবে সরকারকে।

৬| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যে আহাম্মক এই লেখা নিয়ে এসেছিল সে কি জানতো না আমাদের নবী পড়তে জানে না।তাকে বলে পড়তে।

লেখায় সহমত।

৭| ৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৭

একাল-সেকাল বলেছেন:
শাহ আজিজ বলেছেন: " পিটাও তোমার নেতার নামে"
হাজী পুত্রের বেলায় ত তাই ঘটল

৮| ৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইক্বরা অর্থ ভুল গেছে জাতি!
তাইতো আজ পশ্চাদপততারে সবচে পিছে!

৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২৫

স্বপ্নবাজ তরী বলেছেন: অধঃপতন অনিবার্য

৯| ৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: একটা কথা বলি- ধর্ম থেকে দূরে থাকতে পারলেই শান্তি। আমার কথায় ভুল বুঝবেন না। তাহলে হানাহানি কম হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.