নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

এক নিখাঁদ সুখ

২২ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০৩



সন্ধ্যাবাতি নিভিয়ে দিয়ে
আমি এক নিখাঁদ সুখ মাখি
সাঁঝের মায়ায় জোনাক খেয়ায়
আমি একাকি ভাসি !

এ যেনো মহাজাগতিক ছায়া
আমার জানলা বেয়ে নামে রোজ ,
আমি তখন মুগ্ধ পদ্মাবতী !

নৈশব্দ নীরবতায় ডুব দিয়ে ভাবি ,
এ কোন অচিন ঐশ্বরি
কোন অচিন মায়াবতী !

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০১

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সাঁঁজের বেলাটা বোধহয় একান্তই একাকিত্ব অনুভবের।

পোস্টে ++

২৩ শে আগস্ট, ২০২০ সকাল ৯:২১

শরতের ছবি বলেছেন:



রাইট । আর এই একাকিত্বের মধ্যে নিজেকে একান্তে , আপন করে পাওয়া যায় । সেটা খুবই প্রয়োজন , নিজেকে ভালবাসার মতো ।

২| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২৩ শে আগস্ট, ২০২০ সকাল ৯:১৭

শরতের ছবি বলেছেন:




ধন্যবাদ সবসময় পাশে আছেন বলে ।

৩| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৩

নেওয়াজ আলি বলেছেন: নিপুণ লেখনী।

২৩ শে আগস্ট, ২০২০ সকাল ৯:১৬

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ পাশে থাকার জন্য । ভালো থাকুন সবসময় ।

৪| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০২

সাজিদ উল হক আবির বলেছেন: কবিতার ভাব আরও একটু দীর্ঘ হোক, যাতে পাঠক একধরণের পূর্ণতায় অবগাহন করে বিরতি নিতে পারেন। ঐশ্বরি - শব্দটি কি বহুল ব্যবহৃত বাংলায়, নাকি ছন্দের সাযুজ্য বজায় রাখার জন্যে ব্যবহার করেছেন? শুভকামনা আপনার কবিতার প্রয়াসে!

২৩ শে আগস্ট, ২০২০ সকাল ৯:১৫

শরতের ছবি বলেছেন:


ঠিক তাই !
সুখের সাগরে ভেসে সময়টা শুরুতে শেষ হয়ে গেলো ।এই দোষে কবিতাটি দুষ্ট হয়েছে আমিও বুঝেছিলাম । এখন আরো বেশি করে বুঝলাম । ধন্যবাদ সেজন্য আপনাকে ।

ঐশ্বরি শব্দটি আমি ঈশ্বরের কাছ থেকে এনেছি বলার জন্য যে , এই সুখগুলো কেবল ওখান থেকেই আসতে পারে !

আপনাদের এই মন্তব্যগুলো খুবই উপকারি হবে আমার জন্য । আবার ধন্যবাদ , শুভেচ্ছা থাকলো ।

৫| ২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩২

নেয়ামুল নাহিদ বলেছেন: ভাব সুন্দর, প্রকাশ আরও মনোরম হতে পারে।

২৩ শে আগস্ট, ২০২০ সকাল ৯:০৪

শরতের ছবি বলেছেন:



ঠিক । একদম ঠিক বলেছেন । পরামর্শ মাথা পেতে নিলাম । ধন্যবাদ কথাগুলো বলার জন্য । ভালো থাকুন । শুভেচ্ছা অবিরাম ।

৬| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ২:১১

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: কবিতার মূল ভাব সুন্দর। ভাবের প্রকাশ অতি সংক্ষিপ্ত, কাব্যিকতার প্রকাশ তাই সীমিত।

২৩ শে আগস্ট, ২০২০ সকাল ৯:০১

শরতের ছবি বলেছেন:


আপনার সাথে আমি একমত । কবিতাটা পুকুর হয়েছে কিন্তু নদী হয়নি । সুখের অবগাহন থাকতে হয় কবিতায় যাতে কবিতা প্রেমিরা সুখের ভেলার বহুদূর যেতে পার, সেটি হয়নি । আমি বুঝেছি বিষয়টা ।

হবে আশা করছি । চেষ্টা চালিয়ে দিলাম ।
আপনাকে অনেক ধন্যবাদ এই মন্তব্যের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.