নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির দাগ

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৯


কেউ থাকে না
কিছুই থাকে না
কেবল দাগ থাকে স্মৃতির !

এই যে বাড়ি মামার,
মামা নেই, নেই মামী
কেউ নেই সেই মায়ার সাগর !

বড়-খালা নেই, তাঁর পান-খাওয়া,
গল্প-বলা বান্ধবীরা নেই
কবে যে মুখ লুকিয়েছেন হিসেব করে দেখি না আর
বহুদিন, বহুকাল, গিয়েছে চলে
তবু মনে পড়ে তাঁদের !
সেই মায়া বৃক্ষরা কেউ নেই
যেন মাটিতে, আকাশে, বাতাসে হারানোর হাহাকার !

সেই নদী নেই, নেই সেই চর
নেই সেই ওঠোন, নেই সে ঘর !
নেই সেই পথ , নেই সেই ঘাট
নেই খেলার সেই মাঠ |
মানুষের হৃদয়ের মতো সব
সংকোচিত আজ !

ডিম কুড়োনোর সেই কলমির ঝোঁপ নেই
শাপলা ফোটার সেই শান্ত ডোবাটি নেই
মামার সেই পইত্তা নেই
পইত্তার পাশ ঘেঁষে পূবের মাঠে যাবার সেই প্রশস্ত রাস্তাটি নেই !
অবারিত স্বপ্ন দেখার সাজানো সেই ছবিটি নেই
সেই পিছনের বিছরায় লাগানো ডাঁটা, কাঁটা কীদরি নেই
কাঁচা-মরিচ আর বেগুনের গাছ নেই,
পিছনের পুষ্করিণীর সেই ঘাটলা নেই |

চৌধুরী নানা বাড়ির সেই জৌলুস নেই
বাড়ির সামনে ছায়ানট সেই
পথটিও নেই
কিন্তু আমিতো খুঁজে ফিরেছি তাই !


সেই খেলার সাথিরা নেই
জোনাকির নেভা জ্বলা সেই বাঁশ ঝাড় নেই
ওই মায়ামি জোছনার মনে সেই শৈশবের উচ্ছ্বাস নেই !

আমি খুঁজেছিলাম সেই সব
সেই পুকুরের ঘাটে,
সেই মেঠো পথে
সেই নদীর ধারে
সেই সবুজ ঘাসে
সেই মাটির গন্ধে
সেই কলমির ফুলে !

হয়তো কোনো মায়াবি হৃদয়ে
সেই সময়ের কোনো পুরনো বৃক্ষের ডালে
কোনো পাখির কন্ঠে!

আমি খুঁজেছি সেই আমাকে
তাদেরই মাঝে
চাঁদের আলোতে
পৌষের কুয়াশালী শীতে
কিংবা ভোরের হাসিতে !

কিছু নেই আর আমার মতো করে
আমি পাইনি তাই কোথাও কাহারে' !

হয়তো সময় অন্য গল্পের স্ক্রিপ্ট লিখে এখন !
হৃদয় আমার একাকি কাঁদবে বলে খুঁজে নির্জন!


মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: কবিতাময় ছড়িয়ে আছে
'নেই নেই' হাহাকার!
এভাবেই দিন চলে যায়,
বয়স বেড়ে যায়,
সময় এসে যায়,
নিজেরও 'নেই' হয়ে যাবার!

কবিতায় প্রথম ভাললাগাটি রেখে গেলাম। + +

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৮

শরতের ছবি বলেছেন:



আপনাকে সালাম । অনেক অনেক দিন পরে আপনার সাথে যেন দেখা হল ।
হ্যাঁ সত্যি বলেছেন ,
এভাবেই দিন চলে যায়,
বয়স বেড়ে যায়,
সময় এসে যায়,
নিজেরও 'নেই' হয়ে যাবার !

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ অনেকদিন পর আপনাকে পেলাম আপি খুব ভালো লাগছে

হ্যাঁ এভাবেই সব হারিয়ে যায় একে একে আমরা বুড়ো হয়ে যাই :

সুন্দর হয়েছে

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: অতি মনোরম একটি কবিতা পাঠ করলাম।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০২

ফয়সাল রকি বলেছেন: মনে হলো, অতীত থেকে ঘুরে এলাম।
ভালোলাগা রেখে গেলাম।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০০

ঢাকার লোক বলেছেন: আমার নানার বাড়ি বেড়াতে যাওয়ার দিনগুলোর কথা মনে পড়ল! আজ নানা নেই৷ মামা-মামীও নেই, ছেলে বেলার খেলার সাথীরাও কে কোথায় আজ আর যোগাযোগ নেই, সত্যি বদলে গেছে সবকিছু!
খুব সুন্দর লিখেছেন!

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: ছবিটা সুন্দর।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫০

জগতারন বলেছেন:
অসাধারণ একটি কবিতা পড়লাম।
খুউব ভাল লাগিল কবিতাটি।

আমার মামা বড়ীটি ছিল বিশাল এক বাগান বাড়ী। আমার লেখা পড়া না জানা নানা সুন্দর সে বাড়ীটি নির্মাণ করেছিলেন ৫০ বিঘা জমি জুড়ে। সে বাড়ীটির নির্মাণকৌশল স্থাপত্যকর্ম যেন নিপুন স্থাপত্য-বিদ্যা-বিষয়ক শিল্পকার-এর গড়া। এখন আর সে বাড়ীটির সেই সব আজ আর নেই।
আছে শুধু স্মৃতি (!)
একদিন আমিও নাই হয়ে যাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.