নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

চির বসন্তের শহরে চিকিৎসা হয় বিনামূল্যে সেবা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮


না শীত না গরম। বলতে পারেন ব্যাপক আরামের এক ঋতুর নাম বসন্ত। পথিক নাকি ক্লান্ত হয় না এই ঋতুতে। তাই বসন্তে পথিক একটু বেশি হাঁটেন আনন্দ নিয়ে ক্লান্তি ভুলে।

আর একটা শহর যদি হয় ১২ মাস বসন্তের অবয়ে ঘেরা তবে?

হ্যাঁ। শহরটার নাম ব্যাঙ্গালোর।

শহরে পা রেখেই মন ভাল হয়ে যাওয়ার মত শহর ব্যাঙ্গালোর। তবে আমার বেশি প্রিয় ব্যাঙ্গালোর থেকে ছোট শহর মহীশূর। মহীশূর আমার সেই ছোটবেলায় টিপু সুলতান দেখেই প্রিয় শহরের তালিকাভুক্ত।

কনাটকের রাজধানী নিয়ে আমার প্রথম ও শেষ অভিযোগ শুধুই খাবার। এখানের খাবার আমি খেতে পারি না। খরচ বাঁচাতে আমি বিভিন্ন বিনামূল্যের স্থানে থাকায় স্থানীয় খাবার মিলে। যা প্রায়ই সময় গলা দিয়ে নামে না।

আর চলাচলের খরচ কমাতে বেশির ভাগ সময় স্কুটি নিয়ে চলি। বড় রাস্তায় গেলে স্কুটি চালাই না।

তবে বড় রাস্তায় চলি একটা ভিন্ন উপায়ে। একটা হেলমেট কিনে নেই। আমি হেলমেট পড়ে রাস্তায় হাটি। রাস্তায় সুযোগ পেলে এর ওর কাছে সাহায্য প্রার্থনা করি। অনেকেই আমাকে বিনামূল্যে এখানে ওখানে নামিয়ে দেয়। আমি ধন্যবাদ দেই।

আমার এক বন্ধু সে আমাকে এক হাসপাতাল দেখাবে। ফ্রি’র হাসপাতাল, যে হাসপাতালে সবকিছু ফ্রি। বসন্তের শহরে এতো বসন্ত সংবাদ।

হ্যাঁ সত্যি। একটা কিনলে একটা ফ্রি এমন নয়। এই সুপার স্পেশালাইস্ট হাসপাতালে এক কথায় সকল অপারেশন ফ্রি/বিনামূল্যে প্রদান করা হয়। নাম সত্য সাই বাবা হাসপাতাল। হাসপাতাল প্রবেশ পথে লেখা এখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়।

আমি কর্তৃপক্ষের সাথে কথা বলছি কত মানুষের চিকিৎসা ফ্রি/বিনামূল্যে হয় প্রতিদিন ১০০,২০০,৩০০,১০০০? না তাও না।

১০০০ মানুষ হলে তো কম হয়ে যায়? হৃদরোগ বিভাগে আমার সিরিয়াল ৪৫। আমার হৃদযন্ত্র ভাল। এত ভাল যন্ত্র নিয়ে কেউ হাসপাতালে যায় না। আমি গেলাম। চির বসন্তের শহর ব্যাঙ্গালোলের আমার হৃদযন্ত্র কেমন জানি আচরণ করছে এই আচরণ আমার অপরিচিত নয়। আমি অতি খুশিতে হৃদযন্ত্রে ব্যাথা অনুভব করি, আবার অতি দুঃখে সেই এক আচরণ।

ফ্রি চিকিৎসা নিতে কাদের পাঠানো যায় এখানে বলতো বন্ধু? যার দরকার তাকে পাঠাও। যারা সামর্থ্য আছে তার আসার দরকার কি? আমাদের প্রচারনার দরকার নেই। প্রচুর রোগি আসে আমাদের এখানে। শুধু মনে রেখে যাদের অর্থিক সামর্থ্য নেই চিকিৎসার। তাদের কাছে সংবাদটা পৌছে দিও বাঁচার অধিকার তাদেরও আছে। আমার তাদের সেবায় নিয়োজিত।

আমি চির বসন্তের শহর থেকে বিদায় নিয়ে যাচ্ছি বন্ধুর বাড়ি। আপনিও খুজতে থাকুন কোথায় কোথায় ফ্রি চিকিৎসা হয় এবং যাদের দরকার আছে বিনামূল্যে চিকিৎসার তাদের কাছে খবরটি পৌছে দিন। ব্যাঙ্গালোলের সাই বাবা হাসপাতাল
এবং তাদের সংগঠন সম্পর্কে জানতে পারবেন । এখানে :

১. Click This Link
২.Sri Sathya Sai Institute of Higher Medicial Sciences, Bangalore
http://www.sathyasai.org/saihealth/bnglrhosp.htm
৩. http://saiuniverse.sathyasai.org
৪. http://www.sathyasai.org

কোন প্রকার মাধ্যম ছাড়াই এখানে চিকিৎসা মিলবে।সহযোগিতার জন্য কোন লোকের দরকার নেই। শত শত সেচ্ছাসেবক এখানে রোগীর সেবায় নিয়োজিত। প্রতিবছর সারা ভারত থেকে লক্ষ সেচ্ছাসেবক এখানে নিবন্ধন করে শুধুই রোগীর সেবার করার স্বার্থে। তার বিশ্বাস করে রোগীর সেবাই মানে ঈশ্বরের সেবা।

দুনিয়াব্যাপী ভিন্ন স্থানে তাদের কার্যক্রম চলছে। তবে সাই হাসপাতালে চিকিৎসার জন্য অবশ্যই মেডিকেল ভিসা নিয়ে যাবেন।থাকার জন্য কাছেই আছে স্বল্পমূল্যের বাসস্থান।

ফেবু’র ভাই ব্রাদার, বোন এন্ড আপাদের জানাই। দুনিয়াব্যাপী অনেক স্থানে বিনামূল্যে অসচ্ছল ব্যক্তিদের নানা ধরনের চিকিৎসা করা হয়। তবে তার অর্থ এই নয় সকল চিকিৎসা ফ্রি । যেমন আমি এখনো বিনামূল্যে ক্যান্সার, কিডনী প্রতিস্থাপনের মত চিকিৎসা বিনামূল্যে কোথায় করা হয় তার ঠিকানা সংগ্রহ করতে পারি নি। আপনাদের জানা থাকলে জানাবেন।

পরের দেশের গুন গানের শেষে এদেশের খবর দেই।

১. গণস্বাস্থ হাসপাতালে ফ্রি ডাইলেসিস চালু হয়েছে। প্রতিদিন ২৫জন রোগী ফ্রি এই সেবা পাবেন।

২.স্বাস্থ্য বাতায়ন চালু হয়েছে দেশে ১৬২৬৩ হেল্পলাইন দিনরাত ২৪ ঘন্টা আপনার সেবায় নিয়োজিত।

৩. ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস রোগীদের জন্য সরকার আর্থিক সহায়তা কর্মসূচি চালু করেছে ।

শুভ বসন্ত। বসন্তের রং লাগুক আপনার মনে আপনার শহরে।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪

কামরুননাহার কলি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইলো । এবং আমরা চিরকৃর্তজ্ঞ হলাম এই হাসপাতালের উপর।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: সেবার মান ভাল। তবে সিরিয়াল/সারি অনেক বেশি।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

আখেনাটেন বলেছেন: কিছু ভালো লোক ও ভালো বিষয় দুনিয়াতে আছে বলেই পৃথিবীটা এখনও বাসযোগ্য।

এই ভালোত্বগুলো দিকে দিকে ছড়িয়ে পড়ুক এই কামনা।

বসন্তের শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ছড়িয়ে দিন আপনার আশেপাশে।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

মোস্তফা সোহেল বলেছেন: হাসপাতারটির কথা জেনে ভাল লাগল।আমাদের দেশেও ভাল কিছু হচ্ছে সেটা জেনেও ভাল লাগল।
আপনাকেও বসন্তের শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: বসন্তের শুভেচ্ছা আপনার জন্য

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

আটলান্টিক বলেছেন: ওই হাসপাতালে নাকি ব্যাপক ভৌতিক ঘটনা ঘটে শুনেছি।চমৎকার পোষ্ট করেছেন।
+++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ভক্তদের দাবী তারা নাকি দ্রুত সুস্থ হয়ে যায়। তা নিয়ে হাজার গল্প আছে।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮

করুণাধারা বলেছেন: খুব কাজের পোস্ট - বিশেষ করে শেষের তিন হাসপাতালের তথ্য।

আপনার জন্য বসন্তের শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: বসন্তের শুভেচ্ছা।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ফ্রী বলতে কিছু নেই।

ইউরোপ ও কানাডাতে চিকিৎসা ফ্রী হলেও ফ্রী বলা যায় না।
কারন পাবলিকের কাছ থেকে উচ্চ হারে ট্যাক্স নিয়েই ডাক্তার ও মেডিকেশনের ব্যাবস্থা করা হয়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: সত্য সাইতে ফ্রিতে হয়। ভক্তদের টাকায় মানুষের জন্য বিনামূল্যে হয়

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

পার্থ তালুকদার বলেছেন: ভালো পোস্ট ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

ইমরান আশফাক বলেছেন: বাংগালোর আমার প্রিয় শহর। বেশ কয়েকবারই ওখানে গিয়েছি। লাস্ট গত বৎসরের জুন মাসে ওখানে গিয়েছিলাম। তখন রমজান মাস ছিল। আগে আমিও খাবার নিয়ে ভালই সমস্যায় পড়তাম। কিন্তু এই রমজানে দেখলাম জয়ানগর, করমোংলা, এবং এইরকম আরও কয়েকটা জায়গায় প্রকাশ্যে গরুর মাংসের হরেক রকম কাবাব বিক্রি হচ্ছে। অবশ্য খাশী বা ভেড়ার মাংস, মুরগী, মাছ সবকিছুই বিক্রি হচ্ছে প্রকাশ্যে। ক্রেতা মেয়েরাই বেশী।

বাংগালোর আমার প্রিয় শহর। বেশ কয়েকবারই ওখানে গিয়েছি। লাস্ট গত বৎসরের জুন মাসে ওখানে গিয়েছিলাম। তখন রমজান মাস ছিল। আগে আমিও খাবার নিয়ে ভালই সমস্যায় পড়তাম। কিন্তু এই রমজানে দেখলাম জয়ানগর, করমোংলা, এবং এইরকম আরও কয়েকটা জায়গায় প্রকাশ্যে গরুর মাংসের হরেক রকম কাবাব বিক্রি হচ্ছে। অবশ্য খাশী বা ভেড়ার মাংস, মুরগী, মাছ সবকিছুই বিক্রি হচ্ছে প্রকাশ্যে। ক্রেতা মেয়েরাই বেশী।







বাংগালোর আমার প্রিয় শহর। বেশ কয়েকবারই ওখানে গিয়েছি। লাস্ট গত বৎসরের জুন মাসে ওখানে গিয়েছিলাম। তখন রমজান মাস ছিল। আগে আমিও খাবার নিয়ে ভালই সমস্যায় পড়তাম। কিন্তু এই রমজানে দেখলাম জয়ানগর, করমোংলা, এবং এইরকম আরও কয়েকটা জায়গায় প্রকাশ্যে গরুর মাংসের হরেক রকম কাবাব বিক্রি হচ্ছে। অবশ্য খাশী বা ভেড়ার মাংস, মুরগী, মাছ সবকিছুই বিক্রি হচ্ছে প্রকাশ্যে। ক্রেতা মেয়েরাই বেশী।








১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

সুমন কর বলেছেন: কাজের পোস্ট, অনেকের কাজে লাগতে পারে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা রইলো ......

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৩

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ। একজনের কাজে লাগলেই আমার লেখা সফল।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

সকাল রয় বলেছেন: ধন্যবাদ ভাই। দারুন একটা কাজের পোস্ট দিয়েছেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ। একজনের কাজে লাগলেই আমার লেখা সফল। আমার কাছ থেকে প্রয়োজনে আরো বিস্তারিত তথ্য নিতে পারেন।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

হাসান রাজু বলেছেন: অবশ্যই অবশ্যই অসাধারণ পোস্ট । লিখেছেন আরও অসাধারণ ভঙ্গিতে। ভালো লাগলো।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

নতুন নকিব বলেছেন:



কোন কোন মন্তব্যের উত্তর দেয়া হয়নি। কোনটার আবার দেয়া হয়েছে। রহস্যটা জানা দরকার!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: জ্বি। রহস্যময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.