নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাচ্ছেতাই

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু

সিদ্দিকী শিপলু › বিস্তারিত পোস্টঃ

স্কুল-জেলখানা

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

১) বিদ্যালয়ের নিয়ম মানাইতে না পারাটা বিদ্যালয়ের ব্যর্থতা মূল, শিক্ষার্থীর ব্যর্থতাটা গৌণ।

আর পিটিয়ে বা বহিস্কার করে নিয়ম মানানোটা পুলিশী এক্টিভিটিজ। পুলিশী এক্টিভিটিজের বাইরে থেকে শিক্ষণ-শিখন কার্যক্রমের মাধ্যমে নিয়ম শেখানোর জন্যই ভালো বিদ্যালয়।

কিন্তু বিদ্যালয়সমূহ পুলিশী এক্টিভিটিসের মাধ্যমে নিয়ম মানাইয়া সুনাম পায়, বা আমরা দেই, কারণ নিয়ম মানানোর পদ্ধতিটা আমাদের কাছে গৌণ হয়ে নিয়ম শেখাটাই মূখ্য হয়ে গেছে।

শুধু সমাজ কটু কথা কইবে বলে নিয়ম শিখাইতে থানায় পাঠাই না, কিন্তু থানার নাম বিদ্যালয় দেখে শিক্ষার্থীকে নিয়ম মানতে পাঠাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

অধৃষ্য বলেছেন: নিয়ম মানতে সন্তানদের স্কুলে পাঠান? তাহলে শিক্ষক একটা কথা বললে লাঠি নিয়ে স্কুলে হাজির হন কেন? নিয়ম মানাটা আপনার শেখানোর কথা ছিলো, নিজের দায়িত্ব-কর্তব্যগুলো স্কুলের হাতে দিয়ে দিচ্ছেন কেন? আপনার সন্তান পরীক্ষায় মোবাইল নিয়ে যাওয়ার সাহস পাবে কেন? মোবাইল কিনে দেওয়ার পরে সেটা দিয়ে কী করছে সেটা জানেন?

স্কুল আপনার সন্তানকে তখনই শেখাতে পারবে যখন আপনি সন্তানকে শিক্ষা নেয়ার উপযোগী করে স্কুলে পাঠাবেন।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: আশাপূর্ণ দেবীর প্রতিশ্রুতি উপন্যাসের একটি লাইন হলো, ‘পরের দুঃখে কাঁদবার এমন সুযোগ জীবনে ক’বার আসে?’
আসুন আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য আমরা সবাই মিলে গলাগলি করে কাঁদি। আর কোনো .... তো ছিঁড়তে পারব না, এই কাজটিই অনুষ্ঠান করে সম্পন্ন করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.