নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা চাই, আরো ভালবাসা চাই

২৫ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১০

জীবন ছিল মুক্ত স্বাধীন,
বাধা বন্ধনহীন, স্বপ্ন রংগীন
বন্দী হলাম হটাৎ করে
তোমার ভালবাসার খাচায়।

এত ভালবাসার মাঝে
হারিয়ে ফেলেছি নিজেকে
ভালবাসা চাই, আরো ভালবাসা চাই
ভালবাসা পেয়ে পেয়ে মরে যেতে চাই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:১৬

নজসু বলেছেন:




ভালোবাসা কি গাছে ধরে প্রিয় ভ্রাতা? :-B
যে চাইলেই পাবেন? :D
..................................

লেখার আকুতি কিন্তু ভালো লেগেছে। ♥

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১২

এস এম ইসমাঈল বলেছেন: সুপ্রিয় সুজন, আমার ভাগ্য খারাপ তাই মনের ভুমিতে ভালবাসার চাহিদা থাকলেও রয়ে গেল নিষ্ফলা। তাই আর ভালবাসার খায়েশ মিটলো না।
ধন্যবাদ জানবেন জনাব। সংগে ভালবাসা বোনাস হিসাবে শুধু আপনার তরে পার্সেল পাঠালাম, ভাই
ভালবাসার গাছের খবর পেলে জানাবো।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: কখনও ভালোবাসা চাইতে হয় না বরং চেষ্টা করুন অন্যকে স্বচ্ছ পবিত্র ভালোবাসা দিতে। আর নিজেকে যোগ্য করে তুললে এমনতেই ভালোবাসা পাবেন।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬

এস এম ইসমাঈল বলেছেন: ভালবাসা সরল সোজা,মাঝখানে নাই হসন্ত, মোর জীবনে আসবে কবে শান্তি সুখের বসন্ত??

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

আকতার আর হোসাইন বলেছেন: ভালবাসা পেয়ে সকলেই মরিতে চায়। কিন্তু কজনা পায়?

আপনার আকুতি আপনার মিনতি হোক পূর্ণ।

রংগীন - রঙিন।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

এস এম ইসমাঈল বলেছেন: সালাম, জনাব, হোসাইন, আমার ব্লগে স্বাগতম। মন্তব্যের জন্য ধন্যবাদ।ভালো থাকবেন

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১

হাবিব বলেছেন: কে গো এমন করে আপনার মন কারিলো দাদা???

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮

এস এম ইসমাঈল বলেছেন: কি আর বলব জনাব? ভিনদেশি ওই মেয়েটা, কেড়ে নিয়েছে আমার মনটা। উপায় কিছু বলেন না, দাদা? ওকে ছাড়া আমি বাঁঁচবো না।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৭

এস এম ইসমাঈল বলেছেন: সালাম প্রিয় সনেট কবি, আপনার মত গুনি মানুষের আগমনে নিজেকে খুউব সম্মানিত বোধ করছি, পাশে থাকার জন্য শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.