নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

বিদায় মুর্শিদ পিয়া

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯

বিদায় ওগো মুর্শীদ পিয়া,
বিচ্ছেদে মোর কাঁপে হিয়া
জানিনা আবার কখন কবে?
এ চাতক তব দেখা পাবে??

তব পথ পানে চেয়ে থাকি
বাঁধ মানেনা পোড়া আঁখি
তব চেহারা দেখে জুড়াবো মন
আসবে কখন সে মহাক্ষণ???

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩

চিট্টি বলেছেন: nice

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০

এস এম ইসমাঈল বলেছেন: Thanks Dear, It's my pleasure
Be happy always

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাহ! খুবই সুন্দর লিখেছেন তো! ভালো লাগলো

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭

এস এম ইসমাঈল বলেছেন: সালাম জনাব জাহাঙ্গীর, আপনার ভাল লেগেছ তাতেই আমি খুশি। ধন্যবাদ, ভাল থাকবেন।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

তারেক ফাহিম বলেছেন: পাঠে ভালো লাগলো।

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

এস এম ইসমাঈল বলেছেন: সালাম তারেক ফাহিম, আপনার ভাল লেগেছ তাতেই আমি খুশি। ধন্যবাদ, ভাল থাকবেন জনাব।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২

এস এম ইসমাঈল বলেছেন: পাঠ ও মন্তব্যে শুকরিয়া, জনাব রাজীব নুর। খুব ভালো থাকবেন জনাব।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

হাবিব বলেছেন: দাদা তুমি কেমন আছো গো..........
দাদী কি এসেছে ?

মন ভালো হয়েছে কি?

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮

এস এম ইসমাঈল বলেছেন: সুপ্রিয় হাবিব স্যার, দাদার কষ্ট সইতে না পেরে পরদিন দাদী বিরহ ব্যাথা নিয়ে ফিরে এসেছেন। বাব্বা ! বড় বাচা বেচে গেছিগো। এখন মনটা তার কাছে জমা দিয়ে আসতে হয়েছে। কারন বাড়িতে এখন উনার সাপোর্টার বেশি। আমিও কম কিসে? সেটা উনাকে বুঝবার সুযোগ দিয়ে্ আমি সোজা আমার মেয়ের বাসায় চলেে এসেছি। এবার বুঝুক ঠেলা। হা হা হা

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

হাবিব বলেছেন: আমিও কম কিসে? সেটা উনাকে বুঝবার সুযোগ দিয়ে আমি সোজা আমার মেয়ের বাসায় চলেে এসেছি। এবার বুঝুক ঠেলা। হা হা হা .........B-) B-) B-) . ভালো করেছেন দাদাজান। অবশ্য আমাকেও বাড়িতে রেখে আসতে পারতেন,... :P :P

২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯

এস এম ইসমাঈল বলেছেন: নারে বাবা না, আমার সবেধন নীলমণি একটা মাত্র বউ, তাকেও যদি কেউ ফুসলিয়ে নিয়ে যায়? না না না, এত বড় রিস্ক নেয়া চলবে না। আর তোমার মত এমন হ্যান্ডসাম ইয়াং কবিকে তো একদম না, .....................। আমার খুব চিন্তা হচ্ছে গো, তার উপর তোমার নাকি আজ ছুটি, এখন আমার কি হবে গো? আমও যাবে আবার ছালাও যাবে, না না না এটা কিছুতেই হতে দে্যা যাবে না, আমি এখনি তল্পি তলপা গুটিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। ড্রাইভার! গাড়ি বের কর................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.