নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

মোর নবিজীর শান মহান

২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭

রাব্বি আরিনি উনজুর ইলাইক বলে,
কাঁদতে কাঁদতে মুসা নবী আ: পেরেশান,

তুর পাহাড় পুড়ে সুরমা হল,
মুসা আ: নবী জ্ঞান হারান।।

কোন নবীর ভাগ্যে হলনা এতবড় সম্মান,
আমার নবীজী হয়ে গেলেন আরশে উলার মেহমান।।

নুবুয়তের দাবী ছেড়ে দিয়ে উম্মতের খাতায় নাম লেখান,
ধন্য ঈসা মরিয়ম তনয়, বুঝেছেন নবীজীর শান ও মান।

কোন নবী রাসুল পেলেননা এত বড় সম্মান,
আমার নবীজী হয়ে গেলেন লা মাকানের মেহমান।

আমার নবী এক নিমেষে, পৌছে যান বায়তুল মুকাদ্দাসে
সব নবীদের হলেন ইমাম, মোর নবিজীর শান মহান ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সালাতে সালাম নবী আলাইহিস সালাম
দরুদ সালাম নবী সাল্লে আলা'র কদম
গুনাহগারে করো শাফায়াত এই কামনা
ইয়া উম্মতি দোহাই দয়াল ভুলে যেও না।।

+++


২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

এস এম ইসমাঈল বলেছেন: আমীন,সুম্মা আমীন,বিহুরমাতে সায়্যিদিল আমীন।
প্লাসে আর পাঠে মুবারাকবাদ,জনাব।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭

এস এম ইসমাঈল বলেছেন: শুকরিয়া প্রিয় রাজীব নুর। যিনি মহান রাব্বুল আলামীনের দরবারের সবচাইতে বেশী সম্মানিত তাকে নিয়ে লেখা যে কোন পোষ্ট দূর্দান্ত হবেই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.