নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

"এলাকাবাসীকে কাঁদিয়ে নিথর ‘বঙ্গ বাহাদুর"

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৫



*** শিরোনামটা দেখেই যে কারো কিউরিসিটি হতেই পারে বিস্তারিত জানার। প্রিন্টেড পত্রিকা প্রায় পড়া হয় না বললেই চলে। তবু ফেসবুক টুইটারের যুগে খবরের আড়ালের খবরও চলে আসে চোখের সামনে। না চাইলেও অনেক কিছু জানা হয়ে যায় নিমিষে। তেমনি বঙ্গ বাহাদুর বিষয়ক খবরে প্রথমদিকে খুব একটা উৎসাহ না থাকলেও তিন পক্ষকালীন (দেড়মাস) খন্ড নাটকের পরিসমাপ্তিতে কিউরিসিটি বাঁধ মানল না। অগ্যতা জনপ্রিয় দৈনিকের অনলাইন ভার্সনেই চোখ বুলাতে হল।

*** বন্যার পানিতে ভারতের আসাম রাজ্য হতে ভেসে এসেছে একটি বুনো হাতি। অন্ধের হাতি দর্শনের মতই সেই হাতি নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে সার্কাস। সাংবাদিক বন্ধুদেরও মিডিয়া কভারেজ সংগ্রহে হুড়োহুড়ি, লুটোপুটি অবস্থা। একটি প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকাসহ প্রায় সব পত্রিকাই হাতির সর্বশেষ আপডেট জানাচ্ছিল জনগনকে।

*** কিন্তু প্রকৃত সত্য হল আসাম রাজ্য হতে শুধু হাতি নয় ভেসে এসেছে উত্তরাঞ্চলের খরাপিড়িত জনপদের মানুষের সীমাহীন দুর্যোগ, বন্যার ঢল। সাংবাদিক ভাইদের কর্মতৎপড়তা দেখে মনে হচ্ছে বন্যা পিড়িত মানুষের দুঃখ দুর্দশা মোচন নয় হাতি উদ্ধারই একমাত্র প্রয়োজনীয় কাজ। হাতিটি দুই বিঘা জমির ফসল নষ্ট করলেও জামালপুরের সরিষাবাড়ীর কয়রা গ্রামের বাসিন্দা জনৈক হাজী বরকতুল্লাহ (৬০) মোটেও দুঃখ পান নি বরং হাতির মৃত্যুতেই সীমাহীন দুঃখ প্রকাশ করেছেন বলে খবরে প্রকাশ।

*** গতকাল পায়ে শিকল পরাতে গেলে ‘বঙ্গ বাহাদুর’-এর লাথিতে গাজীপুরের সাফারি পার্কের হাতির রক্ষণাবেক্ষণে নিয়োজিত এক কর্মী গুরুতর আহত হন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার আপডেট জনগন জানতে পারবে কিনা? এখন সেটাই দেখার বিষয়।

http://allbanglanewspapers.com/prothomalo/

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৭

নিউ সিস্টেম বলেছেন: এ দেশের মিডিয়াগুলো এমনি ।

২| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২১

সেলিম৮৩ বলেছেন: ন্যাশনাল জিওগ্রাফি অার ডিসকভারী চ্যানলের ধারক ও বাহক ভারত এই হাতিটিকে রক্ষা করতে পারলোনা।
সেখানে বাংলাদেশ কি করবে?
কি অাজব দেশ, একটা হাতিকে সেইভ করার মত কোন কৌশল নেই!!


১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৯

আহেমদ ইউসুফ বলেছেন: রক্ষা করার কোন ইচ্ছা ছিল বলে তো মনে হয় না। সবই তো আই ওয়াশ! আমাদের বুঝতেই যা বাকি।

৩| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২২

হানিফঢাকা বলেছেন: "এলাকাবাসীকে কাঁদিয়ে নিথর ‘বঙ্গ বাহাদুর" - কোন কোন এলাকাবাসী কেদেছে এইটা সাংবাদিকদের কাছে জানতে মন চায়।

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৭

আহেমদ ইউসুফ বলেছেন: জামালপুরের সরিষাবাড়ীর কয়রা গ্রামের বাসিন্দা জনৈক হাজী বরকতুল্লাহ (৬০) হাতির মৃত্যুতে সীমাহীন দুঃখ প্রকাশ করেছেন বলে প্রথম আলোর খবরে প্রকাশ।

৪| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৭

মামুন ইসলাম বলেছেন: !:#P

৫| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: বঙ্গ বাহাদুরের জানাজা কোন্‌ দেশে হবে? জানাজায় যোগ দিতে কে কে যাচ্ছেন?

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৯

আহেমদ ইউসুফ বলেছেন: এ বিষয়ে কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায় নি। চোখ-কান খোলা রাখুন মিডিয়ার দিকে।

৬| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৬

মিলন হোসেন বলেছেন: ভারতের বিএসএফ যখন বাংলাদেশী দের পাখির মত গুলি করে মারে তখন কি অামাদের মন কাদে না

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩২

আহেমদ ইউসুফ বলেছেন: আরে ধুর! দুচারটা ছিচকে চোর আর চোরাচালানী মরলে কার কি যায় আসে? ওটা কোন ব্যাপার না। প্রতিবেশীর সাথে সুসম্পর্কই বড় কথা।

৭| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

ফেরদৌসা রুহী বলেছেন: এই হাতিকে নিয়ে বহু কিছু হলো। কিন্তু সুস্থ্যভাবে দেশে ফিরে যেতে পারেনি দেখে খারাপ লাগছে।

৮| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

জুন বলেছেন: মানুষের সংস্পর্শ এ আসলে বুনো হাতিরা নাকি তাকে আর দলে ফিরিয়ে নেয় না। শুনে খুব খারাপ লেগেছিল। হাতীরাও বুঝে মানুষ কি জিনিস।

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৪

আহেমদ ইউসুফ বলেছেন: হুম। তবে বাঙ্গালীর আতিথেয়তায় মুগ্ধ হয়ে বাংলার মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল হাতিটা। এ সৌভাগ্য কয়জনের হয়। এখন দেখার বিষয় মৃত হাতির দেহ সৎকারের কি ব্যবস্থা হয়?

৯| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১০

মাদিহা মৌ বলেছেন: হলুদ মিডিয়া আজীবনই কেবল বিভ্রান্তিই ছড়িয়ে গেল?

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৬

আহেমদ ইউসুফ বলেছেন: এটাকে বিভ্রান্তি বলা যাবে না, অতিরিক্ত বাড়াবাড়িই করছে এই যা! অনেক গুরুত্বপূর্ণ ইস্যূকে পাশ কাটিয়ে একটি অগুরুত্বপূর্ণ বিষয়কে লাইম লাইটে নিয়ে এসেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.