নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যতা জীবনে পূর্ণতা পাওয়ার আশা

সোহেল চৌধুরী

মুহাম্মদ সোহেল চৌধুরী, সত্যকে আকড়ে ধরে, জীবনকে রঙ্গিন করে, আজীবন মানুষের মাঝে বেঁচে থাকতে চান।

সোহেল চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বৃত্তের ফোঁটা

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৪১



পৃথিবী সবচেয়ে সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরির মাঝে নেই। এ ভীষণ আক্ষেপ আমার আমি দিগ্বীজয়ী নই,। শুধু আমার একটাই আশা সারা জীবন তোমাকে বুকে জড়িয়ে থাকবো। তোমায় নিয়ে কোন এক নিঃসঙ্গ জোসনা রাতে দেখব আকাশের তারা গুলোর লুকোচুরি খেলা। প্রিয়তমা তোমার চোখের মিষ্টি হাসি কোন এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে যাবে। তোমার হাতের রেশমি চুড়ির শব্দ আমার হৃদয়ের স্পন্দের বাজনা বাজছে। প্রেম ভালবাসা তোমার হৃদয়ে কোথায় লুকিয়ে রেখেছো? তুমি আমার হৃদয়ে বৃত্তের ভেতর শুধু তুমি আছো জাগ্রত। মাতাল আমি তোমার প্রেমে তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। প্রেম নিয়ে কত কবি কত কাব্য লিখেছে সবই বৃথা জীবনটা কাদা মাখামাখি করে শুধু অশ্রুতে ঘুম পড়ালো। ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে তোমার প্রেমে শিক্ত হয়ে মাতামাতি করব।কেন তুমি শুনালে সেই দুষ্টু হাসি,কেন দূরালাপনে সেই মিষ্টি কবিতাও গান। আজ শিকল পড়িয়ে আমার চোখে তুমি প্রেম একেছো। কাঁদতে পারছি না আমি, বৃত্তের মাঝে ঘোরাঘুরি করছি। মাতাল আমি তোমার প্রেমে,তাই অর্থহীন সবই যে প্রেম লাগে!! বৃহস্পতির বলয় ঘিরে,শনিতে আজ আমি পৌঁছে গেছি! তোমার প্রেমে পাগল হয়ে পাগলামির বৃত্তের ফোঁটায় তোমাকে বেঁধে রেখেছি।
একটি শূন্য যেমন বৃত্ত!
বৃত্তের মাঝে এক ফোঁটা কালো দাগ
তোমাকে ভেবে আমি শূন্য যেনো
তোমাকে ভেবে একলা কালো চাঁদ।
কালোর মাঝে পরিস্ফুট গলগল চাঁদ
খোলস ভেঙে বৃত্তের ওপিঠ
আমি তোমাকে ভেবে
জোৎন্সা রাতটাকে আলিঙ্গন করি।
সে আমায় ভালবাসে বলে,বৃত্তের চারদিকে ঘুরি
ক্রমানুসারে ঐ বৃত্তে কালো কিছু রেখে যায়।
অতীতের জড়াজীর্নতার অনলে
জ্বলে ওঠে সপ্তদীপা প্রেম
তোমাকে ভেবে আমি শূন্য হৃদয়ে হাহাকার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি কি আপনার ? এটি তাহসানের গানে শুনেছি ভালই লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.