নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যতা জীবনে পূর্ণতা পাওয়ার আশা

সোহেল চৌধুরী

মুহাম্মদ সোহেল চৌধুরী, সত্যকে আকড়ে ধরে, জীবনকে রঙ্গিন করে, আজীবন মানুষের মাঝে বেঁচে থাকতে চান।

সোহেল চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সাস নিয়ে যতো ভাবনা

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০০



স্টুডেন্ট ইউনিটি অব সাতলা। ইংরেজীতে Student Unity Of Satla , যার সংক্ষিপ্ত নাম SUS । SUS একটি ছাত্র-ছাত্রীর জন্য অলাভজনক, সেবামূলক, অরাজনৈতিক, বেসরকারি স্বেচছাসেবী উন্নয়ন সংস্থা । প্রাথমিক ভাবে বরিশাল জেলার উজিরপুর থানার সাতলা ইউনিয়নের ছাত্র-ছাত্রীদের কল্যাণে ও সমাজসেবামূলক বিভিন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ছাত্র-ছাত্রীদের মাঝে সামাজিক মূল্যবোধ তৈরি করা। গ্রামীণ কিশোর-কিশোরীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিশেষ করে প্রজনন স্বাস্থ্য বিষয়ক এবং জীবনমূখী শিক্ষার কর্মসূচী গ্রহণ করা। স্কুল ও কলেজসমূহের মধ্যে সম্পর্ক ও সেতুবন্ধন রচনা করা । কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচছু ছাত্র-ছাত্রীদের বিভিন্ন গাইড লাইন দেওয়া। এলাকার তথা দেশের সার্বিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমূহ চিহ্নিতকরণ এবং তার সমাধানে সহায়তা করা। এমন কিছু মহৎ উদ্যোগ নিয়ে সাতলার ঢাকাস্থ বিভিন্ন সরকারি, বেসরকারি কলেজ ও বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সমন্বয়ে সাস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০০৭ সালে ।

প্রাথমিক পর্যায়ে অনেক বাঁধা থাকা সত্তেও সকলের সমন্বয়ে সাস গঠন করা হয়। পর্যায়ক্রমে সাস এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ঢাকা আগাত কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রী বিভিন্ন ভাবে বিভিন্ন সময় সাস সহযোগীতা করেছে। ঢাকায় বসবাসরত সাতলা এলাকার মানুষকে নিয়ে এক সাথে বসার সুযোগ করে দিয়েছে সাস। যদি একটু ভিন্ন ভাবে ব্যাখ্যা করি তাহলে বলা যায়, ঢাকায় ইফতার মাহফিল আয়োজন করে এই সাস সংগঠন। যার ফলে ঢাকাস্থ সাতলার মানুষ প্রতিবছর রমজানে এক মিলন মেলায় অংশগ্রহণ করা সুয়োগ পায়।

সাসকে কেন একটিভ করার চিন্তা ভাবনা আসে? সাসকে একটিভ করার কথা কে বা কারা চিন্তা করে? কেনও দুইটি সভার আয়োজন করা হয়। এই সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যেমন কঠিন, তেমন উত্তর পাওয়াটা খুবই সহজ। এই সব উত্তর খুঁজতে আমরা সবাই আগামি সভায় উপস্থিতি হবো। সাসকে নিয়ে দুটো সভা হলো। দুটো সভায় সাস সফল! ধন্যবাদ সাসকে। সাস এর প্রতি আমাদের যে ভালবাসা রয়েছে তার বহিঃপ্রকাশ ঘটেছে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে। সাসকে নিয়ে কোন ধরনের রাজনীতি বা ব্যক্তি স্বার্থের ফায়দা হবে না এমনটা আশা করছে সাস এর সাবেক কর্মকর্তাগণ।

আমাদের কারও মাঝে কোন দ্বিধা না রেখে সাসকে কিভাবে এগিয়ে নেয়া যায়, তার জন্য সবাই এগিয়ে আসি। সাস শুধু ঢাকা কেন্দ্রীক কাজ করে তা নয়। বর্তমানে সাতলার শিক্ষাব্যবস্থা খুবই নাজুক অবস্থা তা থেকে উত্তরণের উপায় হিসেবে সাস নিরলস কাজ করবে। সাসকে ভালোবেসে আগামি প্রজন্মকে সঠিক পথে কিভাবে পরিচালিত হবে তার জন্য কাজ করি।সাসকে কে ভালোবাসুন,সাতলার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করুন।

লেখক ও কলামিস্ট
মুহাম্মদ সোহেল চৌধুরী
নিউজ চ্যানেল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.