নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সিডাটিভড........

চেতনার বিষে অচেতন আমি........ আমি বাঙালি

সমুদ্র_বাংলা

সমুদ্র_বাংলা › বিস্তারিত পোস্টঃ

আকাশ থেকে পড়া বিচিত্র সব জিনিস !

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:২৪









আকাশ থেকে কি পড়ে???বৃষ্টি ,শিলা , তুষার কিংবা বজ্র ।। তাই বলে মাংস , জেলি ,ব্যাঙ্গের মত বিচিত্র সব জিনিস!!!!! আসুন খুঁজে দেখি……



আকাশ থেকে পড়ল মাংসঃ







মাংসের একটি নমুনা





ঘটনাটা ১৮৭৬ সালের ।অলিম্পিয়ানের কেন্টাকি ।সেখানেই ঘটল মাংস বৃষ্টির আজব এই ঘটনা ।বলা নেই কওয়া নাই পরিষ্কার আকাশ থেকে পড়ল তিন ইঞ্চি মাংসের টুকরোগুলো !! আর মাংসগুলোর স্বাদ নাকি ছিল হরিণ বা মহিষের মাংসের মত!!! বৃটেনের মাক্রোস্কপিকাল রয়েল সোসাইটি ধারনা করে যে , হয়তবা কিছু বাজপাখি কোনো মৃত প্রানীর মাংস খায় এবং তারা তা ঐ শহরের উপর উগরে দেয় ।







এলিয়েনের কণা !







redrain_cells_



লাল বৃষ্টির নমুনা (৫০০ গুন বিবর্ধিত)



২০০১ সালের ভারতের কেরালা রাজ্যে ঘটে রহস্যময় লাল-বৃষ্টি যাতে ছিল অসংখ্য লাল কণা ।কণাগুলো ছিল খুব ক্ষুদ্র কোষ আকৃতির । এই কণাগুলোর জন্যই বৃষ্টির পানির রঙ লাল হয়েছিল ।আর পরীক্ষা করে তার ডিএনএ র কোনো হদিস পাওয়া গেলনা যদিও তখনো কণাগুলোর সংখ্যা তখনো বৃদ্ধি ঘটছিল!!!! আর তাই এই আশ্চার্য কণাগুলের নাম দেয়া হয়েছিল ‘এলিয়েনের কণা’ ।







স্কুইডঃ







স্কুইড একটি সামুদ্রিক প্রাণী আমরা জানি । আর এই স্কুইড কিনা পড়ল আকাশ থেকে !! জুন, ১৯৯৭।ফকল্যান্ড দ্বীপপুঞ্জের তীরে মাছ ধরছিলেন এক ব্যাক্তি ।সুনশান এলাকা । আর তখন তার মাথার টুপ করে উপর পড়ল জমাট-বাধা একটা স্কুইড । এজন্য বেচারাকে দুই দিন অজ্ঞান থাকতে হয়েছিল । এই স্কুইডটি কোথা থেকে আসল কেউ জানেনা । হয়তবা শত্রুরার জের ধরে কেউ নিক্ষেপ করেছে । কিন্তু লোকশুন্য এলাকায় !!! তাও আবার আস্ত জমাট বাধা স্কুইড!! রসিক লোকই বটে !







জেলিঃ











প্রাপ্ত জেলির কিছু নমুনা



২০০৮ সালে স্কটল্যান্ড । বিস্তীর্ন তৃণভুমিতে পাওয়া গেল জেলি সদৃশ বস্তু ।আর বিবিসি’র বদৌলতে তার ছবি ছড়িয়ে গেল সারা দেশে ।তাছাড়া অন্যান্য অঞ্চলের লোকজনও প্রত্যক্ষ করলেন আজব এই বস্তু!!!অনেকে মতামত দিলেন যে হয়তবা পাখি কোনো ব্যাঙ্গ খায় এবং ঐগুলোর বিষাক্ত পাকস্থলির দ্রব্য উগরে দেয় । কিন্তু পরবর্তীতে ইংগিত উঠে আমেরিকার সেনাবাহিনীর গোপন পরীক্ষার উপর ।



ব্যাং বর্ষণঃ







আকাশে নাকি ব্যাংও ওড়ে !!! ২০০৯ সালে জাপানের ইশিকাওয়াতে হল ব্যাঙ্গাচির এই বৃষ্টি । বিজ্ঞানিরা সমাধান দিলেন যে , শক্তিশালি মৌসুম-জলস্তম্ভ পানির সাথে সাথে টেনে নিয়েছিল এই ব্যাঙ্গাচির মত বস্তুগুলোকে ।







হাহ!!! অনেক কিছুইতো পড়ল আকাশ থেকে । কবে যে টাকার বৃষ্টি হবে আর একটা বস্তা নিয়ে দৌড়াব !! আশায় আছি --- আশায় থাকুন ;) ;) ;)





আমার অন্যান্য লিখা

ঈশ্বর



একটি ম্যাগনেটিক ট্রেন , ফেসবুক ও একটি প্যারাডক্স







আমাকে পাবেন এখানে

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই লেখাটি আগেও অন্য খানে প্রকাশিত হয়েছে। যদি অন্যের লেখা শেয়ার করেন, তাহলে, মূল লেখাটির লিংক দিন।


আর এই গুলো কোন অবাস্তব ঘটনা না, অনেক সময় টর্নেডোর সময় সাগর বা ভূপৃষ্ট থেকে অনেক কিছুকে বাতাস শূন্যে টেনে নেয়। পরে এক সময় তা উপর থেকে ছিটকে পড়ে!

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৩

সমুদ্র_বাংলা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । পুর্বে টেকস্পেটে দিয়েছিলাম । এইবার হালকা এডিট করে এখানে দিলাম ;)

ঘটনাগুলো অবাস্তব হবে কেন!!! বাস্তবসম্মত ব্যাখ্যাই তো দেয়া হল !

২| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮

অপ্‌সরা বলেছেন: টাকার বৃষ্টি লাগবেনা আমার ডায়মন্ড জুয়েলারী বৃষ্টি হবে কবে সেই দোয়া শুরু করি!:)
তবে জুয়েলারীগুলো মাথায় না পড়লেই হয়!:(


:P

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৬

সমুদ্র_বাংলা বলেছেন: বাহ !!! গয়না বৃষ্টি ! যার যেটা পছন্দ । আশায় থাকুন ;)

৩| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: একটা মুভি দেখে ছিলাম গড মাস্ট বি ক্রেজি। আকাশ থেকে একটা কোকা কলার বোতল পড়ে। আর সেটা নিয়েই ঘটতে থাকে মজাদার সব আশংকা আর ঘটনা। হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার মতন অবস্থ। আপনার পোস্ট দেখে সেটির কথা মনে হলো ।

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৭

সমুদ্র_বাংলা বলেছেন: খাইছে ! মুভিটা তো দেখা দরকার !!

৪| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৩

সুমন কর বলেছেন: পত্রিকায় কয়েকটা পড়েছিলাম। বাকিগুলো পড়লাম।

৫| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: লাল বৃষ্টির ব্যাপারটা ডিসকভারিতে দেখেছিলাম। বাকি গুলোও মজার লাগলো।

মজার ঘটনা হল একবার আমি বৃষ্টিতে ভিজতে গিয়ে ছোটবেলা একটা পুঁটি মাছ পেয়েছিলাম। ধরে নিয়েছিলাম, বৃষ্টির সাথে পড়েছে। আসলেই তা ছিল কিনা জানি না। যদি তাই হয়, তাহলে ইতিহাসের পাতা থেকে মুছে গেলাম।

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

সমুদ্র_বাংলা বলেছেন: আপসোস আপনার!!! এখনকার দিন হলে একটা সেলফি তুলে রাখতে পারতেন !! তাহলে ইতিহিসাএর পাতাএই থাকতেন !! :D :D

৬| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ইন্টারেস্টিং এনাফ ....

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

সমুদ্র_বাংলা বলেছেন: থ্যাঙ্কস ফর রিডিং

৭| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

দৃষ্টিসীমানা বলেছেন: বেশ মজার পোস্ট ।

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

সমুদ্র_বাংলা বলেছেন: ধন্যবাদ !

৮| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৩৭

মৃদুল শ্রাবন বলেছেন: বেশ মজার পোষ্ট। ভালো লাগলো।

একটা অফটপিক প্রশ্ন করলাম। আপনি কি মেরিনার?

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২০

সমুদ্র_বাংলা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ !

নাহ ভাই!! ফার ওয়ে টু গো !! বর্তমানে মেরিন প্রফেশনের ভবিষ্যত অনিশ্চিত । এইখানে না যাওয়াই ভাল
এখানে গিয়ে দেখতে পারেন

খাইছে!! আপনি দেখি মেরিনার !! কারে কি কই!!

৯| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:১৫

সমন্বয় বলেছেন: একটা মুভিও ছিল আকাশ থেকে মাছ পড়ে নাম মনে আসছে না। 8-| 8-| #:-S

একবার পরেছিলাম বাংলাদেশের কোন এক গ্রামে। মানুষ মাঠের মধ্যে কয়েক টুকরো নীল বরফ পেয়েছিল (আকশে কোন মেঘ ছিল না ) :D :D

সহজ সরল মানুষ একে আল্লাহ এর তরফ থেকে আশা বরকত মনে করেছিল।
অনেকেই একে পানির সঙ্গে মিশিয়ে খেয়েছে, রোগ মুক্তির জন্য। আরও কত কি!! :-< :-<

কিন্তু এ নিয়ে যখন গ্রামে গ্রামে গুজব শুরু হল। তখন সরকারে তরফ থেকে বিশেষজ্ঞরা জানালো ( বিমানে মানুষের ময়লা গুলা বিশেষ প্রক্রিয়ায় বরফে পরিনত করা হয় আর এর রং হয় নীল, কোন কারনে বোধ হয় বিমান উরে যাওয়ার সময় এটা এখানে পড়েছে।) :-P :-P :-P :-P B-) B-) :P

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

সমুদ্র_বাংলা বলেছেন: হায় হায়!! :|| :|| ব্যাপক বিনোদন পাইলাম =p~ =p~

১০| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১২:২২

বাংলাদেশী দালাল বলেছেন: দারুন সব তথ্য।

এই হতভাগাদের দেশে পানি বরফ ঠাডা ছারা আর কিছুই পরে নাই টাকার বৃষ্টিও পরব না, গ্যারান্টি। :(

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

সমুদ্র_বাংলা বলেছেন: আশা করেন , স্বপ্ন দেখেন :D :D । আশা করতে কোনো দোষ নাই ! মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১১| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ২:৫০

ডি মুন বলেছেন: এরকম বৃষ্টির কথা আগেও শুনেছিলাম। আপনার পোস্টে ছবিসহ দেখে আরো ভালো লাগলো।

ভালো থাকা হোক সর্বদা।

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

সমুদ্র_বাংলা বলেছেন: ধন্যবাদ । আপনিও ভাল থাকুন !

১২| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩

মামুন রশিদ বলেছেন: হাহাহ, মজা পেলাম । একটু শান্তির বৃষ্টি ঝরুক, দেশটায় শান্তি বড়োই দরকার ।

০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

সমুদ্র_বাংলা বলেছেন: কথা সত্য । মহান আল্লাহর কাছে দোয়া করি যাতে দেশে শান্তি আসে । ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.