নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

কেন মায়ের আত্মহনন?

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৩

এক মা তার তিন সন্তান নিয়ে বেশ সুখেই কাটাচ্ছিলেন সংসার জীবন। কিন্তু কেন সন্তানদের রেখে হঠাৎ মেঘনায় আত্মহত্যা করবেন? এক মা তার সন্তানের সুখের জন্য নিজের জীবন দিতে পারে, তাহলে কি নিজের জীবন দিয়ে সন্তান্দের কোন মঙ্গল করে গিয়েছেন? না এর ভিতরে অন্য কোন কিছু লুকিয়ে আছে? সন্তানদের মঙ্গলের জন্য যদি আত্মহত্যা করে, তাহলে তাদের নিরাপদ স্থানে রেখে করার কথা। কিন্তু তাদের অচেনা অজানা স্থানে রেখে এই কাজ করতে যাবে কেন? মাকে আটকাতে গিয়ে অন্য একটি সন্তানেরও জীবন গেল। আর একজন অবুঝ শিশু মা বোনকে হারিয়ে দিশেহারা।হাতে মেহেদির রং। মাথায় ব্যান্ড। দুই চোখ পানিতে ভরা। মায়া ভরা মুখ নিয়ে নুসরাত নামের মেয়েটি বসে আছে বরগুনা সদর থানায়। পুলিশ কর্মকর্তাদের একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছে। তবে সব প্রশ্নের যথাযথ উত্তর সে দিতে পারেনি। কারণ, তার বয়স মাত্র ছয় বছর। এতটুকু বয়সে কতটুকুই বা সে জেনেছে? মেয়েটির ঢাকার যাত্রাবাড়ীর সাউদুল কোরআন মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ে। বাবার নাম আক্তার হোসেন। তিনি ঢাকার একটি চশমার দোকানে কাজ করেন। বাবা-মাসহ তারা যাত্রাবাড়ী থাকত। গত রবিবার বিকেলে মা ও বোনের সঙ্গে ঢাকার সদরঘাট থেকে এমভি কিং সম্রাট লঞ্চে উঠেছিল। উদ্দেশ্য বরগুনায় ফুফুর বাড়ি যাবে। কিন্তু পথে মা পরী বেগম লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দেন। মাকে ধরতে গিয়ে নদীতে পড়ে যায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী মেয়ে নাজিয়া। এর পর থেকে দুজন নিখোঁজ রয়েছে। নুসরাত জানায়, তিন ভাইবোনের মধ্যে সে সবার ছোট। বড় ভাইয়ের নাম আল আমিন। মাওয়া চৌরাস্তায় তাদের গ্রামের বাড়ি। নানা-দাদার নাম বলতে পারে না। তবে মানিক, টোকন ও রাজিব নামের তিন মামার নাম বলতে পারে। এর মধ্যে রাজিব বিদেশে থাকেন। মানিক জামাকাপড়ের দোকান করেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দু:খজনক :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.