নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

ফোর্স কমান্ডারের দায়িত্ব পেল বাংলাদেশ

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সাইপ্রাসে মিশনে নেতৃত্ব দেবেন একজন বাংলাদেশি। সংস্থার মহাসচিব বান কি মুন সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে বাংলাদেশের মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবিরের নাম ঘোষণা করেন। ওই মিশনের নেতৃত্বে থাকা জাতিসংঘের প্রথম নারী ফোর্স কমান্ডার নরওয়ের মেজর জেনারেল ক্রিস্টিন লুন্ড আগামী শুক্রবার দায়িত্ব শেষ করার পর মেজর জেনারেল কবির তাঁর স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে বিশ্বশান্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার পদে বাংলাদেশিদের নিয়োগ দিতে কয়েক বছর ধরে বাংলাদেশ কূটনৈতিক প্রয়াস চালাচ্ছিল। মেজর জেনারেল হুমায়ুন কবিরের বর্ণাঢ্য সামরিক জীবনে ৩২ বছরেরও বেশি সময় কমান্ড ও স্টাফ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৯ সাল থেকে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ইউনিট, ব্যাটালিয়ন, ব্রিগেড কমান্ড পদের পাশাপাশি সিনিয়র স্টাফ পদেও দায়িত্ব পালন করেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন এবং মিলিটারি অপারেশনসের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি একটি পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন। তিনি এ বছর বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ পান। শান্তিরক্ষা মিশনগুলোতে সবচেয়ে বেশি সৈন্য পাঠানো দেশের অন্যতম বাংলাদেশ দীর্ঘদিন কমান্ডিং ভূমিকায় বাংলাদেশিদের নিয়োগ দাবি করে আসছিল। গত বছর জাতিসংঘের ১০টি শান্তিরক্ষা মিশনে প্রায় সাড়ে নয় হাজার সেনা ও পুলিশ পাঠায় বাংলাদেশ। এটাই ছিল কোনো দেশের সবচেয়ে বেশি সংখ্যক শান্তিরক্ষী সরবরাহ। তারই ধারাবাহিকতায় কমান্ড পেল বাংলাদেশ।


মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.