নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ- ভাস্কর্য

২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:২২



- 'কী ব্যাপার? এতো হাউকাউ করছেন কেনো?'
- 'আর বইলেন না। গতরাতে নাকী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি সরিয়ে নিয়েছে।'
- 'ও তাই নাকি? তা, এইটা কীসের মূর্তি ছিলো?'
- '(রাগি রাগি চেহারায়, চোখ বড় বড় করে) অই মিয়া, ফাইজলামী পাইছেন? ভাস্কর্য আর মূর্তির পার্থক্য বুঝেন?'
- 'স্যরি স্যরি ভাই। এটা কীসের ভাস্কর্য ছিলো?'
- 'ন্যায়ের প্রতীক।'
- 'এইটা যে ন্যায়ের প্রতীক, তা কোথায় পেয়েছেন?'
- 'গ্রীক পুরাণে।'
- 'গ্রীক পুরাণটা কী জিনিস?'
- 'প্রাচীন গ্রীকদের ধর্মগ্রন্থ।'
- 'একটু খুলে বলুন না, প্লিজ?
- 'গ্রীক পুরাণে আছে, দেবী থেমিস হলো 'টাইটান' দেব-দেবীদের মধ্যে একজন। দেবরাজ জিউসের সাথে দেবী থেমিসের মিলনের ফলে মোট ৬ জন সন্তানের জন্ম হয়। তারাও পরে দেব-দেবীতে পরিণত হয়। গ্রীক পুরাণে এই দেবী থেমিস ছিলেন একজন ন্যায়ের প্রতীক........'
- 'ব্যস! ব্যস! ব্যস!'
- 'কী হইলো?'
- 'কিছুনা। আপনি ধর্মে বিশ্বাস করেন?'
- 'মাথা খারাপ? বানোয়াট, আজগুবি জিনিসে আমি বিশ্বাস করিনা।'
- 'আপনার মতে, ধর্মগুলো বানোয়াট?'
- 'হু'
- 'হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিষ্ঠান ধর্ম এসব বানানো?'
- 'হু'
- প্রাচীন গ্রিকদের ধর্মও?
- 'হ্যাঁ ভাই। বাঙলা বুঝেন না?'
- 'আচ্ছা। তাহলে, ধর্মগুলো যদি বানোয়াট হয় এবং প্রাচীন গ্রীকদের ধর্মও যদি কল্পিত হয়, তাহলে গ্রীক পুরাণও বানোয়াট, রাইট?'
- 'তো? '
- 'গ্রীক পুরাণ বানোয়াট হলে, দেবী থেমিসের কাহিনীও বানোয়াট। আর দেবী থেমিসের কাহিনী বানোয়াট হলে ধরে নিতে পারি, দেবী থেমিস বলে কেউ কখনো ছিলোনা। দেবী থেমিস বলে কেউ যদি না থাকে, তাহলে এটাও ধরে নিতে পারি যে, উনার 'ন্যায়ের প্রতীক' হবার কাহিনীও বানোয়াট। সুতরাং, একজন নাস্তিক হিসেবে, বানোয়াট জিনিসের উপর ভিত্তি করে তৈরি হওয়া একটা মূর্তি অপসারণে হাউকাউ না করে আপনার তো আরো খুশি হওয়া উচিত।'
- 'ধুর! তুমি মিয়া একটা মৌলবাদী.......'

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ এখনো আধুনিক হতে পারেনি।

২| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫০

আমি চির-দুরন্ত বলেছেন: - 'ধুর! তুমি মিয়া একটা মৌলবাদী....... হ ভাই সত্য কইলে এই ট্যাগটা লাগাইয়া দেয়।

৩| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:০২

জেকলেট বলেছেন: আমি মৌলবাদী.

৪| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:১৯

শিহাব খান নোয়াখালি বলেছেন: আমরা মৌলবাদি।এটাতো খুশির কথা।আমরা মুল ছাড়া নয়।

৫| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৩০

বেনামি মানুষ বলেছেন: আরিফ আজাদের ফেসবুক পোস্ট এটা?

৬| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২২

ইফতি সৌরভ বলেছেন: আধুনিক হওয়া মানেই কি এমন দূর, বহুদূর দেশের এক কাল্পনিক মূর্তি / ভাস্কর্যকে আপন করে নেওয়া? এ দেশে কি ন্যায় বিচারের রূপক কিছুই ছিল না?

৭| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৩৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আর নাহ।ভাস্কর্য ইস্যুটা বন্ধ করাই হয়ত ভালো।
তবে,সর্বশেষ লাইনটা খুবই ভালো লেগেছে। :)

৮| ২৭ শে মে, ২০১৭ রাত ১১:৪১

ফ্রিটক বলেছেন: আমরা বাঙালি আসলে একটি পাগলা জাতি।না হলে যে দেশে ন্যায় বিচার নেই,সে দেশে ন্যায় বিচারের মুর্তি স্থাপন করে আমাদের বোকা বানানো হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.