নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ, যেখানে অনন্য বাংলাদেশ

২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৪২

গৌরবের পথযাত্রা শুরু ১৯৮৮ সালে। ওই বছর জাতিসংঘ ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক দলে ১৫ সামরিক পর্যবেক্ষক পাঠায় বাংলাদেশ। পরের বছর সেখানে প্রথমবারের মতো শান্তি প্রক্রিয়া ও নির্বাচন পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ একটি পূর্ণ শান্তিরক্ষী সৈন্যবাহিনী নিয়োগ করে। এরপর ক্রমাগতভাবে নতুন নতুন ইতিহাস তৈরি। এখন পর্যন্ত ৪০ দেশে ৫৪টি শান্তিরক্ষা মিশনে ১ লাখ ৪৯ হাজার ৫৮৫ জন শান্তিরক্ষী পাঠিয়েছে বাংলাদেশ, যা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে এক অনন্য দৃষ্টান্ত। শান্তিরক্ষা কার্যক্রমে বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা নিরবচ্ছিন্নভাবে গৌরবের সঙ্গে কাজ করছেন। বর্তমানে জাতিসংঘ সদর দপ্তরসহ বিশ্বের ১২টি দেশে বাংলাদেশের ৬ হাজার ৯২৭ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে অন্যতম শীর্ষস্থানীয় দেশ। শুরু থেকেই শান্তিরক্ষা মিশনে কাজ করার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের হৃদয় জয় করেছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। শান্তিরক্ষা মিশনে মেডিকেল টিমের সদস্যরা অসুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। জনপ্রিয় করেছেন 'ফ্রি ফ্রাইডে ক্লিনিক'। ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা তৈরি করে দিচ্ছেন রাস্তা, পুল-কালভার্ট। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এরই মধ্যে জাতিসংঘের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু হিসেবে স্বীকৃতি পেয়েছে। শান্তিরক্ষায় বিশ্বব্যাপী ব্লু হেলমেটধারীদের কাছে বাংলাদেশ এখন অনুপ্রেরণার নাম। বাংলাদেশ সশস্ত্র বাহিনী 'মডেল অব পিস কিপারস' হিসেবে পরিচিতি পেয়েছে। সিয়েরা লিয়নে বাংলাদেশের নামে একটি সড়কের নামকরণ করা হয়। বাংলা ভাষাকে তাদের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে। দক্ষিণ সুদানের জুবায় বাংলাদেশি কন্টিনজেন্ট অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে জাতিসংঘ আয়োজিত গণভোট সাফল্যের সঙ্গে সম্পন্ন করে, যা দক্ষিণ সুদানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখে। পেশাদারিত্বের পাশাপাশি অর্পিত দায়িত্বের প্রতি একনিষ্ঠতা বাংলাদেশি শান্তিরক্ষীদের এমন সাফল্য সত্যিই প্রশংসনীয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.